Homeখেলাধুলোক্রিকেটসাউথ আফ্রিকা-ভারত টি২০: সঞ্জুর শতরান, চার ম্যাচের সিরিজে ১-০ ফলে এগিয়ে গেল...

সাউথ আফ্রিকা-ভারত টি২০: সঞ্জুর শতরান, চার ম্যাচের সিরিজে ১-০ ফলে এগিয়ে গেল সূর্যকুমারের দল

প্রকাশিত

ভারত: ২০২-৮ (সঞ্জু স্যামসন ১০৭, তিলক বর্মা ৩৩, গেরাল্ড কোয়েৎসে ৩-৩৭)

সাউথ আফ্রিকা: ১৪১ (১৭.৫ ওভারে) (হাইনরিখ ক্লাসেন ২৫, গেরাল্ড কোয়েৎসে ২৩, বরুণ চক্রবর্তী ৩-২৫, রবি বিশনয় ৩-২৮)  

ডারবান: মূলত সঞ্জু স্যামসনের সেঞ্চুরিতে ভর করে সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে ৬১ রানে জয় পেল ভারত। তবে ভারতের এই জয়ের আরও দুই কারিগর বরুণ চক্রবর্তী ও রবি বিশনয়। দুজনেই ৩টি করে উইকেট দখল করেন।  

শুক্রবার ডারবানের কিংসমিডে আয়োজিত প্রথম টি২০ ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় সাউথ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভারে ভারত করে ৮ উইকেটে ২০২ রান। জয়ের জন্য রান তাড়া করতে গিয়ে ২.১ ওভার বাকি থাকতেই গুটিয়ে যায় সাউথ আফ্রিকা। ১৭.৫ ওভারে তারা তোলে ১৪১ রান।

সঞ্জুর একাধিক রেকর্ড

এ দিনের শতরানের মাধ্যমে বেশ কিছু রেকর্ড করলেন সঞ্জু স্যামসন। তিনিই প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি পর পর ২টি আন্তর্জাতিক টি২০ ম্যাচে সেঞ্চুরি করলেন। একই সঙ্গে টি২০ ফরম্যাটে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় হিসাবে সবচেয়ে দ্রুত সেঞ্চুরি। সঞ্জুর ১০৭ ভারত বনাম সাউথ আফ্রিকা টি২০ ম্যাচে ব্যাক্তিগত ভাবে সর্বোচ্চ রান। এর আগে এই রেকর্ড ছিল ডেভিড মিলারের। ২০২২-এ গুয়াহাটিতে তিনি ভারতের বিরুদ্ধে ১০৬ রান করেছিলেন। ১০টা ছয় মেরে টি২০ ফরম্যাটে ভারতীয় হিসাবে রোহিত শর্মার সর্বাধিক ছয় মারার রেকর্ডটি ছুঁয়ে ফেললেন সঞ্জু। ২০১৭-য় শ্রীলঙ্কার বিরুদ্ধে ইন্দৌর ম্যাচে রোহিত ১০টা ছয় মেরেছিলেন।

শুরু থেকেই মারমুখী সঞ্জু

শুরু থেকেই মারমুখী ছিলেন ভারতের অন্যতম ওপেনার সঞ্জু স্যামসন। ৮ বলে ৭ রান করে দলের ২৪ রানের মাথায় গেরাল্ড কোয়েৎসের বলে আইডেন মার্করামকে ক্যাচ দিয়ে অভিষেক শর্মা প্যাভিলিয়নের পথ ধরলে দলের হাল ধরেন সঞ্জু এবং অধিনায়ক সূর্যকুমার যাদব। দ্বিতীয় উইকেটে তাঁরা যোগ করেন ৫.৫ ওভারে ৬৬ রান। দুজনে দলের রান পৌঁছে দেন ৯০-এ। ১৭ বলে ২১ রান করে প্যাট্রিক ক্রুগারের শিকার হন সূর্যকুমার। অ্যান্ডিল সাইমলেনকে ক্যাচ দিয়ে ফিরে যান সূর্যকুমার।

এর পর সঞ্জুর সঙ্গী হন তিলক বর্মা। ঝড়ের গতিতে রান উঠতে থাকে। ইতিমধ্যে নিজের শতরান পূর্ণ করেন সঞ্জু। মাত্র ৪৭ বলে সেঞ্চুরি করেন তিনি। পর পর দুটি টি২০ ম্যাচে সেঞ্চুরি করলেন সঞ্জু। তৃতীয় উইকেটের জুটিতে সঞ্জু ও তিলক যোগ করেন ৭৭ রান, মাত্র ৫.৪ ওভারে। ১৮ বলে ৩৩ রান করে কেশব মহারাজের বলে মার্কো ইয়ানসেনকে ক্যাচ দিয়ে ফিরে যান তিলক। তিলকের ৩৩ রানে ছিল ২টি ছয় ও ৩টি চার।

প্রথম টি২০ ম্যাচে জিতল ভারত। ছবি ‘এক্স’ থেকে নেওয়া।

এর পর ভারতের উইকেট দ্রুত পড়তে থাকে। বাদবাকি ৫.২ ওভারে যোগ হয় ৩৫ রান। পড়ে ৫টি উইকেট। তিলক ফিরে যেতেই রান ওঠার গতি কিছুটা কমে যায়। ষোড়শ ওভারের চতুর্থ বলে এন পিটারের বলে ট্রিস্টান স্টাবস্‌কে ক্যাচ দিয়ে আউট হন সঞ্জু। সঞ্জু ১০৭ রান করেন ৫০ বলেন, স্ট্রাইক রেট ২১৪.০০। তাঁর ১০৭ রানে ছিল ১০টা ছয় ও ৭টা চার। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ভারত করে ৮ উইকেটে ২০২ রান।

১৩ বল বাকি থাকতেই ইনিংস শেষ

জয়ের জন্য প্রয়োজনীয় ২০৩ রান তাড়া করতে গিয়ে বেশ বিপাকে পড়ে সাউথ আফ্রিকা। ৪৪ রানের মধ্যে ৩টি উইকেট পড়ে যায়। ৩টি উইকেট তুলে নেন বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং এবং অবেশ খান। এর পর পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন হাইনরিখ ক্লাসেন এবং ডেভিড মিলার। কিন্তু রান ওঠার গতি কমে যায়। চতুর্থ উইকেটে ক্লাসেন ও মিলার যোগ করেন ৪২ রান।

দলের ৮৬ রানে বরুণের বলে অক্ষর পটেলকে ক্যাচ দিয়ে ক্লাসেন (২২ বলে ২৫ রান) ফিরে যেতেই আবার দ্রুত উইকেট পড়তে থাকে। ৮৬ থেকে ৯৩ রানের মধ্যে ৪টি উইকেট পড়ে যায়। ভারতের বিধ্বংসী বোলারদের মোকাবিলা করতে হিমশিম খেয়ে যান সাউথ আফ্রিকার ব্যাটাররা। আউট হন ডেভিড মিলার (২২ বলে ১৮ রান), প্যাট্রিক ক্রুগার (২ বলে ১ রান) এবং অ্যান্ডিল সাইমলেন (৪ বলে ৬ রান)।

আবার উইকেট পড়া কিছুটা আটকানোর চেষ্টা করেন মার্কো ইয়ানসেন এবং গেরাল্ড কোয়েৎসে। রবি বিশনয়ের বলে হার্দিক পাণ্ড্যকে ক্যাচ দলের ১১৪ রানে ফিরে যান ইয়ানসেন। এর পর হঠাৎই মারমুখী হয়ে ওঠেন কোয়েৎসে। কিন্তু দুর্ভাগ্য তাঁর। ১১ বলে ২৩ রান করে তিনি রান আউট হয়ে যান। দলের রান তখন ১৩৫। তাঁর ২৩ রানে ছিল ৩টে ছয়। এর পর আর মাত্র ৬ রান যোগ করে অল আউট হয়ে যায় সাউথ আফ্রিকা। তখনও ইনিংসের ১৩ বল বাকি।  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

আরও পড়ুন

এশিয়া কাপে ভারতীয় দলের নেতৃত্বে সূর্যকুমার, সহ-অধিনায়ক শুভমন গিল, প্রশ্ন রইল যশস্বী ও শ্রেয়সের বাদ পড়া নিয়ে

Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক দায়িত্বে থাকছেন শুভমন গিল। বিসিসিআইয়ের ঘোষণায় চমক।

প্রয়াত বব সিম্পসন, অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি যুগের স্থপতি ছিলেন প্রাক্তন অধিনায়ক ও কোচ

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি কোচ বব সিম্পসন প্রয়াত। ৮৯ বছর বয়সে সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর হাত ধরেই শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি অধ্যায়।

ইংল্যান্ড সফরে একগুচ্ছ নজির গড়লেন ভারতের অধিনায়ক শুভমন গিল

খবর অনলাইন ডেস্ক: রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ভারতের ইংল্যান্ড সফরে অধিনায়ক...