Homeখবরবিদেশসত্যিই কি ফোনে কথা বলেছেন পুতিন-ট্রাম্প? কী বলছে ক্রেমলিন

সত্যিই কি ফোনে কথা বলেছেন পুতিন-ট্রাম্প? কী বলছে ক্রেমলিন

প্রকাশিত

সত্যিই কি ফোনে কথা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের? এমন প্রশ্নেই বিশ্ব জুড়ে চলছে নানা রকমের জল্পনা।

গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ইউক্রেন সংকট নিয়ে ফোনালাপের বিষয়ে মার্কিন সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনের জবাবে ক্রেমলিন থেকে সোমবার এটিকে মিথ্যা বলে দাবি করা হয়েছে।

রবিবার প্রকাশিত ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প বৃহস্পতিবার পুতিনকে ফোনে সতর্ক করেছিলেন যাতে তিনি ইউক্রেন সংকটে উত্তেজনা আরও না বাড়ান। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, এটি “সম্পূর্ণ মিথ্যা তথ্য” এবং কোনো ফোনালাপের ঘটনা ঘটেনি।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ট্রাম্প ফোনালাপের সময় ইউরোপে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক উপস্থিতির কথা পুতিনকে স্মরণ করিয়ে দেন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমকে কয়েকজন জানান, ট্রাম্প ইউক্রেনের যুদ্ধের সমাধানের বিষয়ে আরও আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন।

প্রেসিডেন্ট ভোটের প্রচারে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি কয়েক ঘণ্টার মধ্যেই যুদ্ধ থামাতে পারবেন এবং সরাসরি পুতিনের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে কী ভাবে তিনি এই শান্তি চুক্তি বাস্তবায়ন করবেন বা তার প্রস্তাবিত শর্তাবলী কী হবে তা তিনি স্পষ্ট করেননি।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নির্বাচনের পর সতর্ক করে বলেছেন, রাশিয়ার কাছে কোনো জমি ছেড়ে দেওয়া বা মস্কোর কোনো কঠোর দাবির কাছে আত্মসমর্পণ করলে তা ক্রেমলিনকে আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে আগ্রাসনের আশঙ্কা আরও বাড়াবে।

প্রসঙ্গত, এর আগে বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছিল, পুতিনকে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার আবেদন জানান ট্রাম্প। এ প্রসঙ্গে ট্রাম্পের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছিল সংবাদ সংস্থা এএফপি। কিন্তু তাঁরা কোনো মন্তব্য করতে চাননি।

আরও পড়ুন: ফলাফলের দিনই পুতিনকে ফোন করেছেন ট্রাম্প, যুদ্ধ থামানোর আর্জি

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

আরও পড়ুন

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য স্বীকৃতি। ট্রাম্পের দাবি সত্ত্বেও নোবেল পেলেন না প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

গাজা শান্তি প্রচেষ্টায় আমেরিকার প্রস্তাবে অংশিক রাজি হামাস, ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসা প্রধানমন্ত্রী মোদীর 

গাজা সংঘাত নিরসনে মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রী...

গাজা অভিমুখী সাহায্যবাহী নৌবহর আটক, ১৩টি নৌকা থামাল ইজরায়েলি সেনা, বিশ্বজুড়ে প্রতিবাদ

গাজায় সাহায্য নিয়ে যাওয়া ৪০টির বেশি নৌকার মধ্যে ১৩টি আটক করল ইসরায়েল। বাকিগুলি এগোচ্ছে গন্তব্যে। অভিযানে আটক কর্মীদের মধ্যে ছিলেন গ্রেটা থানবার্গও।