Homeখবরদেশভারতে কি হোয়াটসঅ্যাপও নিষিদ্ধ হয়ে যাবে? মামলা খারিজ করে কী বলল সুপ্রিম...

ভারতে কি হোয়াটসঅ্যাপও নিষিদ্ধ হয়ে যাবে? মামলা খারিজ করে কী বলল সুপ্রিম কোর্ট

প্রকাশিত

নয়াদিল্লি: হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করার আবেদন জানিয়ে দায়ের একটি জনস্বার্থ মামলা (PIL) খারিজ করল সুপ্রিম কোর্ট। কেরলের বাসিন্দা ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওমানাকুট্টান কে জি এই আবেদনটি করেন। তাঁর বক্তব্য ছিল, হোয়াটসঅ্যাপ তথ্যপ্রযুক্তি আইন, ২০২১-এর নিয়ম মানছে না, তাই এটি বন্ধ করা উচিত।

বিচারপতি এমএম সুন্দ্রেশ এবং বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চ জানিয়েছে, তারা এই আবেদন গ্রহণ করতে ইচ্ছুক নয়। বেঞ্চের মতে, মামলাটি বিশেষ গুরুত্বের দাবি পূরণ করতে সক্ষম নয়।

ওমানাকুট্টান বলেছিলেন, তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী নিয়ন্ত্রিত হয় না হোয়াটসঅ্যাপ। তারা সরকারের নির্দেশকে বারবার উপেক্ষা করছে। হোয়াটসঅ্যাপ সরকারের নির্দেশ মেনে না চলায় এটি জনগণের অধিকার এবং দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারে। সেক্ষেত্রে সংবিধানের ২১ অনুচ্ছেদে প্রদত্ত দেশের জনগণের মৌলিক অধিকারের লঙ্ঘন এবং জাতীয় স্বার্থ ও নিরাপত্তার জন্য বিপদের কারণ হতে পারে।

আবেদনে উল্লেখ করা হয়েছিল, “যদি হোয়াটসঅ্যাপ সরকারকে সহযোগিতা করতে রাজি না হয় এবং প্রযুক্তি পরিবর্তন না করে, তাহলে এটি ভারতে চালানোর অনুমতি পাওয়া উচিত নয়। এ ধরনের ঘটনায় এর আগেও সরকার জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করা অনেক অ্যাপ নিষিদ্ধ করেছে কেন্দ্র।”

পিটিশনে আরও অভিযোগ করা হয়েছিল যে, ইউরোপের আইন মেনে হোয়াটসঅ্যাপ সেখানে আলাদা একটি গোপনীয়তা নীতি কার্যকর করেছে। তবে, অ্যাপটি ভারতের আইন মেনে চলতে অস্বীকার করেছে, যা একটি বড় বৈষম্য। এই পিটিশনটি গত ২৮ জুন খারিজ করে দেয় কেরল হাইকোর্ট। আদালত সেসময় বলেছিল, যদি কোনও মেসেজের হেরফের ঘটে থাকে, তবে সঠিক তদন্ত প্রয়োজন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।