Homeরাজ্যদঃ ২৪ পরগনাআবাস যোজনার সুপার চেকিং, কুলপিতে এ বার উপভোক্তাদের বাড়ি বিডিও ও ওসি

আবাস যোজনার সুপার চেকিং, কুলপিতে এ বার উপভোক্তাদের বাড়ি বিডিও ও ওসি

প্রকাশিত

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলপি: এ বার আবাস যোজনার সুপার চেকিংয়ে বাড়ি বাড়ি হাজির বিডিও ও ওসি নিজেই। কুলপিতে আবাসের তালিকার সুপার চেকিং করতে বাড়ি বাড়ি ঘুরছেন বিডিও ও ওসি।

আবাসে গরমিল ঠেকাতে কুলপি ব্লকের রমজাননগর গ্রামে ভেরিফিকেশন করতে বিডিও এবং ওসি নিজেরাই উপস্থিত হলেন বৃহস্পতিবার। ইতিমধ্যে আবাস তালিকার চূড়ান্ত পর্যায়ে সমীক্ষার ভেরিফিকেশন শুরু করেছে দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসন। কুলপির বিডিও সৌরভ গুপ্ত ও ওসি অজয় চন্দ্র কুলপির রমজাননগর গ্রাম সহ আশেপাশের বেশ কিছু গ্রামে পৌঁছে তালিকায় নাম রয়েছে এমন উপভোক্তাদের বাড়িতে যান।বাড়ি খতিয়ে দেখার পাশাপাশি কথা বলেন তাঁরা উপভোক্তাদের সঙ্গে। তাঁদের থেকে সমস্ত তথ্য নেওয়ার পাশাপাশি তাঁদের প্রকৃত বাড়ির সামনে দাঁড় করিয়ে মোবাইলে ছবিও তোলেন পুলিশ প্রশাসনের দুই কর্তা।

এর আগে ব্লক প্রশাসনের তৈরি কমিটির সদস্যরা তালিকায় থাকা নাম ধরে ধরে গ্রামে গ্রামে পৌঁছে ভেরিফিকেশন করেছিলেন। তবে পাকা বাড়ির মালিকদের আবাসের তালিকায় নাম রয়েছে কিনা তা আরও ভাল করে খতিয়ে দেখতে এ বার চূড়ান্ত পর্যায়ের ভেরিফিকেশন শুরু করলেন বিডিও এবং ওসি।

এ নিয়ে কুলপির বিডিও সৌরভ গুপ্ত জানিয়েছেন, ‘যাঁদের আবাসের তালিকায় নাম নেই আমাদের কাছে অবশ্যই আবেদন জানাতে পারেন। এখনও পর্যন্ত আমরা যে কাজটা করছি সেটা কোনো সার্ভে নয়, ডিপার্টমেন্ট থেকে একটা তালিকা এসেছে, সেই তালিকা ধরে ভেরিফিকেশন করা হচ্ছে। ফলে সেই তালিকায় নতুন নাম আমাদের পক্ষে ঢোকানো সম্ভব নয়। তবে আমরা প্রত্যেকটা বিষয়ে মানবিকভাবে দেখার চেষ্টা করছি। গ্রামের যাঁরা আমাদের কাছে আসছেন, এই টেকনিক্যাল বিষয়টি অনেকেই বুঝতে পারছেন না। আমরা চেষ্টা করছি তাঁদের সঙ্গে কথা বলে বিষয়টিকে বোঝানোর। তাঁরা যদি কেউ আবেদন করতে চান অবশ্যই আমরা আবেদন জমা নিচ্ছি।’

আবাস যোজনার ঘর নিয়ে গ্রামে গ্রামে গন্ডগোল ঠেকাতে সঠিক ভাবে এই ফেরিফিকেশনের দরকার ছিলো বলে মনে করেন গ্রামবাসীরা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...

আরও পড়ুন

দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে সুন্দরবন, দক্ষিণ ২৪ পরগনার তিন বনাঞ্চল যুক্ত করার সিদ্ধান্ত কেন্দ্রের

দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, মাতলা ও রামগঙ্গা বনাঞ্চলকে সুন্দরবন টাইগার রিজার্ভে অন্তর্ভুক্ত করার প্রস্তাবে সায় দিল কেন্দ্র। ফলে ৩,৬০০ বর্গকিমি জুড়ে ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে সুন্দরবন।

শিয়ালদহ দক্ষিণ শাখায় তিনটি নতুন লোকাল ট্রেন, উপকৃত হবেন অফিস-স্কুলগামী যাত্রীরা

শিয়ালদহ দক্ষিণ শাখায় সোনারপুর, বালিগঞ্জ ও ডায়মন্ড হারবার রুটে চালু হচ্ছে তিনটি নতুন ইএমইউ ট্রেন। যাত্রীদের ভিড় সামলাতে রেলের বড় পদক্ষেপ।

সুন্দরবনে বাঘরোলের মলেই মিলল প্লাস্টিক! বিপদের ইঙ্গিত, জানাল টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত সমীক্ষা

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি সমীক্ষা জানাল, সুন্দরবনের মাৎস্যবিড়ালের মল ও খাদ্যশৃঙ্খলে মিলেছে মাইক্রোপ্লাস্টিক। পর্যটন ও শিল্প বর্জ্যই অন্যতম কারণ।