ভারত সফলভাবে দূর-পাল্লার হাইপারসনিক মিসাইলের উড়ান পরীক্ষা সম্পন্ন করেছে। রবিবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই সাফল্যের কথা ঘোষণা করেন। মিসাইলটি বিভিন্ন প্রকারের পে-লোড বহন করার জন্য ডিজাইন করা হয়েছে এবং এটি ১৫০০ কিমি-রও বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম।
ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে শনিবার রাতে এই মিসাইলের সফল উড়ান পরীক্ষা সম্পন্ন হয়। প্রতিরক্ষা মন্ত্রী টুইটে বলেন, ‘‘ভারত দূর-পাল্লার হাইপারসনিক মিসাইলের সফল উড়ান পরীক্ষা সম্পন্ন করেছে। এ ঐতিহাসিক মুহূর্ত এবং আমাদের দেশকে অত্যাধুনিক সামরিক প্রযুক্তির ক্ষেত্রে উন্নত দেশগুলির কাছে নিয়ে গিয়েছে।’’
ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) জানিয়েছে, মিসাইলটি বিভিন্ন ধরনের রেঞ্জ সিস্টেমের মাধ্যমে ট্র্যাক করা হয় এবং ডাউন-রেঞ্জ শিপ স্টেশন থেকে প্রাপ্ত ফ্লাইট ডেটা নিশ্চিত করে যে মিসাইলটি সফলভাবে টার্মিনাল ম্যানুভার এবং নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনেছে।
ডিআরডিওর হায়দরাবাদের ডক্টর এপিজে আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্সের গবেষণাগারগুলিতে মিসাইলটি সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে। ডিআরডিও-র অন্যান্য ল্যাব এবং প্রতিরক্ষা শিল্পের যুক্ত সংস্থার সঙ্গে মিলিতভাবে মিসাইলটি তৈরি করা হয়েছে। এই পরীক্ষা পর্যবেক্ষণ করতে উপস্থিত ছিলেন ডিআরডিওর সিনিয়র বিজ্ঞানী এবং সশস্ত্র বাহিনীর আধিকারিকরায।
পরীক্ষার সফল্যের জন্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা সচিব এবং ডিআরডিও চেয়ারম্যান গোটা দলকে অভিনন্দন জানান।
আরও খবরের জন্য এখানে ক্লিক করুন