Homeখবরদেশআরও উত্তপ্ত মণিপুর! ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক

আরও উত্তপ্ত মণিপুর! ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক

প্রকাশিত

মণিপুরের জিরিবাম জেলায় একের পর এক হিংসার ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকার ৫০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF) মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি সামাল দিতে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে একটি বিশেষ দল খুব শীঘ্রই অশান্ত এলাকা পরিদর্শন করবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিষয়ে টানা দু’দিন বৈঠক করেছেন।

গত বৃহস্পতিবার মণিপুরের ছয়টি থানা এলাকায় বিতর্কিত আইন আফস্পা (আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট) পুনরায় কার্যকর করা হয়েছে। হিংসাত্মক ঘটনার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মণিপুরে সম্প্রতি কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে পুরোনো সংঘাত আবার বাড়ছে। এক বছর আগে শুরু হওয়া এই লড়াই দুই সম্প্রদায়কে সম্পূর্ণ আলাদা করে দিয়েছে। হিংসার প্রথম পর্বে জিরিবাম জেলায় সংঘাতের আঁচ পড়েনি। সম্প্রতি সেখানে নিরাপত্তা বাহিনী এবং কুকি জঙ্গিদের গুলি বিনিময় হয়।

জিরিবামে সম্প্রতি তিন নারী ও তিন শিশুকে অপহরণের পাঁচ দিন পর তাদের মৃতদেহ পাওয়া গেছে। এ ঘটনায় পুরো রাজ্যে বিক্ষোভ শুরু হয়। প্রতিবাদের সময় এক ২১ বছর বয়সি যুবক গুলিতে নিহত হন। প্রতিবাদকারীদের দাবি, পুলিশ গুলি চালানোর সময় ওই যুবকের মৃত্যু হয়।

অন্য একটি ঘটনায়, সিআরপিএফের সঙ্গে সংঘর্ষে ১০ জন সন্দেহভাজন কুকি জঙ্গি নিহত হয়েছে। নিহতদের “গ্রাম রক্ষী” বলে দাবি করে কুকি সম্প্রদায় হাসপাতাল ঘিরে বিক্ষোভ দেখিয়েছে।

রাজনৈতিকভাবে মণিপুরের পরিস্থিতি আরও জটিল হয়েছে। বিজেপি সরকারকে সমর্থন করা ন্যাশনাল পিপলস পার্টি (NPP) তাদের সমর্থন প্রত্যাহার করেছে। তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের সরকার সংকট মোকাবিলায় পুরোপুরি ব্যর্থ। এমন পরিস্থিতিতে সোমবার সন্ধ্যায় রাজধানী ইম্ফলে বিজেপি এবং শরিক দলগুলির বিধায়কদের জরুরি বৈঠকে ডেকেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

আরও পড়ুন

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।