Homeবিনোদন‘লাল পাহাড়ির দেশে যা…’র স্রষ্টা কবি-গীতিকার অরুণ চক্রবর্তী প্রয়াত

‘লাল পাহাড়ির দেশে যা…’র স্রষ্টা কবি-গীতিকার অরুণ চক্রবর্তী প্রয়াত

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: প্রয়াত হলেন ‘লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা’ খ্যাত কবি-গীতিকার অরুণ চক্রবর্তী। শুক্রবার গভীর রাতে তাঁর চুঁচুড়ার বাড়িতে হৃদ্‌রোগে আক্রান্ত হন কবি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

‘লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা’ গানটি শোনেননি বাংলায় এমন মানুষ কমই আছেন। কী ভাবে এই গান কবির মাথায় এল তার একটি কাহিনি আছে। অরুণ চক্রবর্তী ১৯৭২ সালের এপ্রিল মাসের একদিন শ্রীরামপুর স্টেশনের পাশ দিয়ে যাচ্ছিলেন। সেই সময় স্টেশনের পাশেই ফুলে ভরা মহুয়াগাছ দেখতে পান। শ্রীরামপুরে মহুয়া গাছ ও ফুল বড়ো বেমানান মনে হয়েছিল অরুণবাবুর। তাঁর মনে হয়েছিল এখানে, এই শ্রীরামপুরে ধান, আলু বা অন্যান্য সবজি হতে পারে, মহুয়া গাছ কেন? মহুয়া তো লালমাটির দেশে হওয়ার কথা, রাঙামাটির দেশে হওয়ার কথা। যেমন ভাবা, সঙ্গে সঙ্গে মাথায় খেলে যাওয়া। জন্ম হল ‘লাল পাহাড়ির দেশে যা’-র।  

অরুণ চক্রবর্তীর লেখা এই কবিতায় সুর দেন প্রখ্যাত ঝুমুর গায়ক সুভাষ চক্রবর্তী। ১৯৭৯ সালে ভি বালসারার ব্যবস্থাপনায় সুভাষ চক্রবর্তী গানটি রেকর্ড করেন। ২০২৩-এর ২৬ ফেব্রুয়ারি প্রয়াত হন শিল্পী সুভাষ চক্রবর্তী। এ বার চলে গেলেন সেই গানের স্রষ্টা।

শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করা অরুণ চাকরি করতেন হিন্দুস্তান মোটরে। সঙ্গে লেখালিখিও করতেন। ‘লাল পাহাড়ির দেশে যা’ তাঁকে পরিচিতি এনে দেয়। লাল পোশাক পরে, মাথায় রঙিন রুমাল বেঁধে, কাঁধে ঝোলা নিয়ে ঘুরতেন অরুণ। এই চেহারাতেই সকলের কাছে পরিচিত হয়ে উঠেছিলেন তিনি। তাঁর প্রয়াণে কবি-সাহিত্যিক মহলে শোকের ছায়া।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর পুজো থিম ‘সখের বাজার’

শারদোৎসবে ৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর থিম ‘সখের বাজার’। স্বপ্ন ও কল্পনার জগৎকে কেন্দ্র করে তৈরি হচ্ছে অভিনব বাজারসদৃশ মণ্ডপ।

বাবুবাগানের পুজোয় রাজপ্রাসাদে বাংলার লোকসংস্কৃতির মিলনমেলা

দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী বাবুবাগানের দুর্গাপুজোয় এবছর থিম বাংলার লোকসংস্কৃতি। বিশালাকার রাজপ্রাসাদের আদলে গড়ে উঠছে মণ্ডপ, যেখানে বিভিন্ন লোকশিল্পী নৃত্য-গানে মুখরিত করবেন পরিবেশ।

মহালয়া থেকে দেবীপক্ষের প্রথম দু’দিন: দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা

দেবীপক্ষের শুরুতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা। ২৩ সেপ্টেম্বরের পর নিম্নচাপের গতিপথেই নির্ভর করবে পুজোর আবহাওয়া।

বৃহস্পতিবার থেকে শহরের বাজারে বাংলাদেশের ইলিশ, দাম শুনেই চোখ কপালে উঠবে

বিশ্বকর্মা পুজোর ছুটিতে সামান্য দেরি হলেও মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত প্রায় ৫০ টন ইলিশ ঢুকল পেট্রাপোলে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার পাইকারি ও খুচরো বাজারে বিক্রি শুরু হবে।

আরও পড়ুন

ED সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে, অবৈধ বেটিং অ্যাপ প্রচারের অভিযোগ

অবৈধ বেটিং অ্যাপের প্রচারের অভিযোগে ইডির সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে। আগামী ১৬ সেপ্টেম্বর তাঁকে হাজিরা দিতে হবে। বলিউড, দক্ষিণী তারকার পর এবার টলিউডে আইনি ঝড়।

‘ওরা শুধু বাঁচতে চাইছে’ মুম্বইয়ের প্রতিবাদ মঞ্চে যোগ দিয়ে প্যালেস্টাইনের পক্ষে সরব স্বরা ভাস্কর

অভিনেত্রী স্বরা ভাস্কর মুম্বইয়ে প্যালেস্টাইন সমর্থনকারী বিক্ষোভে যোগ দিলেন। ইজরায়েলকে অভিযুক্ত করে বললেন, ‘প্যালেস্টাইনি জনগণ কেবল বাঁচতে চাইছে।’

প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার, ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও অমর

৯১ বছর বয়সে প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার। ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও দর্শকদের মনে অমলিন। থানের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।