Homeখবরদেশরোপওয়ে প্রকল্পের বিরোধিতা, বৈষ্ণোদেবীতে ৭২ ঘণ্টার বন্‌ধের ডাক

রোপওয়ে প্রকল্পের বিরোধিতা, বৈষ্ণোদেবীতে ৭২ ঘণ্টার বন্‌ধের ডাক

প্রকাশিত

খবর অনলাইনডেস্ক: রোপওয়ে প্রকল্পের বিরোধিতায করে বৈষ্ণোদেবীতে ৭২ ঘণ্টার বন্‌ধের ডাক দিলেন স্থানীয় ব্যবসায়ীরা। শনিবার ছিল বন্‌ধের দ্বিতীয় দিন। রবিবার পর্যন্ত এই বন্‌ধ চলার কথা। কিন্তু তার পরেও কি বন্‌ধ চলবে, তা নিয়ে জল্পনা চলছে।

বৈষ্ণোদেবীতে পৌঁছনোর জন্য পাহাড়ি পথে পুণ্যার্থীরা অনেকেই ঘোড়ার পিঠে এবং ডুলি চেপে যান। ফলে এই ব্যবসা রমরমিয়ে চলে সেখানে। এই পেশায় বহু মানুষ জড়িয়ে। তা ছাড়া, কাটরা থেকে বৈষ্ণোদেবী হাঁটাপথে রয়েছে প্রচুর দোকান। সেখানে পুণ্যার্থীরা বিশ্রাম করেন, খাওয়াদাওয়া করেন, কেনাকাটা করেন। এর উপরই অনেকের জীবনজীবিকা নির্ভর করে। এ বার বৈষ্ণোদেবীতে সরাসরি পৌঁছনোর জন্য রোপওয়ের ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু এই প্রকল্প চালু হওয়ার আগেই বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। ব্যবসায়ীদের আশঙ্কা, রোপওয়ে চালু হলে অনেকের রুজিরোজগার যাবে, অনেকেই কাজ হারাবেন। তাই রোপওয়ে যাতে চালু না হয়, তারই বিরোধিতায় নেমেছেন ব্যবসায়ীরা।

বৈষ্ণোদেবী মন্দির কমিটি সম্প্রতি সিদ্ধান্ত নেয় যে, তারাকোট মার্গ থেকে সাঁঝি ছট পর্যন্ত ১২ কিলোমিটার পথে রোপওয়ের ব্যবস্থা করা হবে। কিন্তু সেই সিদ্ধান্ত নিতেই স্থানীয় ব্যবসায়ীরা সরব হন। ঘোড়া চালক এবং ডুলিবাহকরা কর্মবিরতি শুরু করেছেন। কাটরার শালিমার পার্কে তাঁরা শান্তিপূর্ণ অবস্থান করছেন। ব্যবসায়ী সমিতির নেতা প্রভাত সিংহ বলেন, ‘‘কাটরাতে রোপওয়ে প্রকল্প চালু হতে দেব না। গত তিন বছর ধরে আমরা এর বিরুদ্ধে লড়াই চালাচ্ছি। আমাদের শুধু আশ্বাসই দেওয়া হয়েছিল। কিন্তু এখন মন্দির কমিটি এই প্রকল্প চালু করছে। আমাদের দাবি না মানলে এই বন্‌ধ চালিয়ে যাওয়া হবে।’’

প্রতি দিন শয়ে শয়ে পুণ্যার্থী বৈষ্ণোদেবী দর্শনে যান। কিন্তু আচমকা ব্যবসায়ীরা বন্‌ধ ডাকায় পুণ্যার্থীরা সমস্যার মুখে পড়েছেন। ডুলি, পালকি, টাট্টু না পেয়ে পাহাড়ি রাস্তা হেঁটেই উঠতে হচ্ছে তাঁদের।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বলিউড অভিনেতা প্রেম চোপড়া হাসপাতালে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ধর্মেন্দ্রের হাসপাতালে ভর্তি হওয়ার খবরের মাঝেই আরও একটি উদ্বেগের খবর। বলিউডের...

ধর্মেন্দ্র হাসপাতালে, হেমা মালিনী জানালেন পর্যবেক্ষণে রয়েছেন

খবর অনলাইন ডেস্ক: বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে...

স্মার্টফোন আসক্তিতে বাড়ছে মনঃসংযোগহীনতা ও মানসিক অস্থিরতা, ‘পপকর্ন ব্রেন’র সমস্যায় ভুগছেন না তো?

রিল ভিডিওর প্রতি অতিরিক্ত আসক্তি বাড়াচ্ছে মনঃসংযোগের ঘাটতি ও মানসিক অস্থিরতা। চিকিৎসা পরিভাষায় একে বলা হয় ‘পপকর্ন ব্রেন’। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার মস্তিষ্ককে করে তুলছে চঞ্চল ও ক্লান্ত।

লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ, অন্তত ৮ জনের মৃত্যু! কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! গাড়িতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ৩–৪টি গাড়িতে। আহত বহু মানুষ। ঘটনার পর এলাকায় ছড়ায় আতঙ্ক। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

আরও পড়ুন

লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ, অন্তত ৮ জনের মৃত্যু! কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! গাড়িতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ৩–৪টি গাড়িতে। আহত বহু মানুষ। ঘটনার পর এলাকায় ছড়ায় আতঙ্ক। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

সঙ্গী বেছে নেওয়ার অধিকার ব্যক্তি স্বাধীনতা, পরিবার বা সম্প্রদায় কেউই বাধা দিতে পারে না, বলল দিল্লি হাইকোর্ট

দিল্লি হাইকোর্টের স্পষ্ট বার্তা— প্রাপ্তবয়স্ক দুই ব্যক্তির সম্পর্কে পরিবার বা সমাজের হস্তক্ষেপ আইনত অবৈধ। সঙ্গী বেছে নেওয়া ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তার সাংবিধানিক অধিকার।

দিল্লির বাতাস মানে সাতটি সিগারেট প্রতিদিন! সাবেক এমস অধিকর্তা ড. রণদীপ গুলেরিয়ার সতর্কবার্তা

খবর অনলাইন ডেস্ক: দিল্লির বাতাসের গুণমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স, AQI) আবার ‘অতিমাত্রায় বিপজ্জনক’...