Homeখবরদেশসংবিধানের প্রস্তাবনা থেকে ‘সমাজতান্ত্রিক’ ও ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ বাদ দেওয়ার আবেদন খারিজ সুপ্রিম...

সংবিধানের প্রস্তাবনা থেকে ‘সমাজতান্ত্রিক’ ও ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ বাদ দেওয়ার আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

প্রকাশিত

সংবিধানের প্রস্তাবনা থেকে ‘সমাজতান্ত্রিক’ (Socialist) ও ‘ধর্মনিরপেক্ষ’ (Secularism) শব্দ দুটি বাদ দেওয়ার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আবেদনটি দায়ের করেছিলেন প্রাক্তন রাজ্যসভা সদস্য সুব্রহ্মণ্যম স্বামী, আইনজীবী অশ্বিনী উপাধ্যায় এবং বলরাম সিং। উল্লেখযোগ্যভাবে, ১৯৭৬ সালে ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রীত্বকালে সংবিধানের ৪২তম সংশোধনের মাধ্যমে এই শব্দগুলি প্রস্তাবনায় যুক্ত হয়।

সোমবার প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি পিভি সঞ্জয় কুমারের বেঞ্চ এই মামলার রায়ে স্পষ্ট করে বলেন, সংবিধান, এমনকি তার প্রস্তাবনাও সংশোধন করার অধিকার সংসদের রয়েছে। বেঞ্চ আরও জানায় যে, ‘সমাজতান্ত্রিক’ ও ‘ধর্মনিরপেক্ষ’ শব্দগুলি ভারতের মূল কাঠামোর অংশ এবং এগুলি ভারতীয় প্রেক্ষাপটে যথাযথ। পশ্চিমী ধাঁচে এই শব্দগুলির অর্থ ব্যাখ্যা করা উচিত নয় বলেও মত দেয় আদালত।

সুব্রহ্মণ্যম স্বামীর যুক্তি ছিল, সংবিধানের প্রস্তাবনা কোনোভাবেই সংশোধনযোগ্য নয়। তবে আদালত জানায়, ১৯৪৯ সালে সংবিধান গৃহীত হওয়ার বিষয়টি প্রস্তাবনার সংশোধনযোগ্যতায় কোনো প্রভাব ফেলে না। প্রধান বিচারপতি মন্তব্য করেন, “যে যুক্তিতে প্রস্তাবনার এই সংশোধনটি অবৈধ বলা হচ্ছে, সেই যুক্তি মানলে সংবিধানের সব সংশোধনী প্রশ্নের মুখে পড়বে।”

‘সমাজতান্ত্রিক’ ও ‘ধর্মনিরপেক্ষ’ শব্দগুলির অর্থ

প্রস্তাবনায় ‘সমাজতান্ত্রিক’ শব্দটি ভারতীয় রাষ্ট্রের সামাজিক ও অর্থনৈতিক সমতার প্রতি প্রতিশ্রুতি নির্দেশ করে। এটি একটি মিশ্র অর্থনীতির ধারণাকে বোঝায়, যেখানে সরকারি ও বেসরকারি ক্ষেত্র একসঙ্গে কাজ করবে। অন্যদিকে, ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটি বোঝায় যে ভারত কোনো সরকারি ধর্ম গ্রহণ করে না। এটি সমস্ত ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল এবং ধর্মীয় সহিষ্ণুতার নীতি মেনে চলে।

ওয়াকবিহাল মহলের মতে, সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত সংবিধানের মূল নীতিগুলিকে সুরক্ষিত রাখার গুরুত্ব আবারও এক বার তুলে ধরল।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...