Homeরাজ্যদার্জিলিংসান্দাকফু ট্রেক নিরাপদ করতে উদ্যোগ প্রশাসনের, মেডিক্যাল সার্টিফিকেট বাধ্যতামূলক করার প্রস্তুতি

সান্দাকফু ট্রেক নিরাপদ করতে উদ্যোগ প্রশাসনের, মেডিক্যাল সার্টিফিকেট বাধ্যতামূলক করার প্রস্তুতি

প্রকাশিত

দার্জিলিং: সান্দাকফু ট্রেককে ঘিরে নিরাপত্তা বাড়াতে বড় পদক্ষেপ নিতে চলেছে দার্জিলিং জেলা প্রশাসন। সান্দাকফু ঘুরতে গেলে এবার থেকে বাধ্যতামূলক হতে পারে মেডিক্যাল সার্টিফিকেট। সরকারি সূত্রের খবর, রাজ্যের অনুমোদনের পরে জেলা প্রশাসন এবং জিটিএ (Gorkhaland Territorial Administration) যৌথ ভাবে একটি নির্দেশিকা প্রস্তুত করেছে। খুব শীঘ্রই দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল আনুষ্ঠানিকভাবে এই নির্দেশিকা ঘোষণা করবেন।

সম্প্রতি সান্দাকফুতে ট্রেক করতে গিয়ে বেশ কয়েকজন পর্যটকের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। গত সপ্তাহেই ভবানীপুরের এক বৃদ্ধ সেখানে শ্বাসকষ্টে মারা যান। চলতি বছর উত্তর দিনাজপুরের এক যুবকেরও একই কারণে মৃত্যু হয়। ২০২২ সালে এক ইজরায়েলি পর্যটক মানেভঞ্জন থেকে সান্দাকফু ট্রেক করে রাতে ঘুমের মধ্যেই মারা যান।

প্রশাসন সূত্রে জানা গেছে, এই ধরনের দুর্ঘটনা রুখতে ট্রেকারদের জন্য মেডিক্যাল সার্টিফিকেট বাধ্যতামূলক করা হচ্ছে। ট্রেকিং পারমিট পেতে হলে পর্যটকদের সঠিক স্বাস্থ্য পরীক্ষার সার্টিফিকেট জমা দিতে হবে। যদি কোনও পর্যটকের স্বাস্থ্য নিয়ে সংশয় দেখা দেয়, তাহলে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে পরীক্ষা করিয়ে নেওয়া বাধ্যতামূলক হতে পারে।

সান্দাকফু ১২ হাজার ফুট উচ্চতায় অবস্থিত। চিকিৎসকদের মতে, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, শ্বাসকষ্ট, বা ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য এই উচ্চতায় যাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। পর্যটকদের ধীরে ধীরে শরীরকে মানিয়ে নেওয়া (acclimatization) প্রয়োজন। লাদাখে যেমন নিয়ম মেনে ধাপে ধাপে যাওয়া বাধ্যতামূলক, তেমনই সান্দাকফুতেও এই নিয়ম চালু করার প্রয়োজন ছিল।

পর্যটন সংস্থাগুলি এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। ‘হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড টুরিজ়ম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক’-এর সম্পাদক সম্রাট সান্যাল সংবাদমাধ্যমকে বলেন, “অ্যাডভেঞ্চার পর্যটনে কড়া নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জরুরি। সান্দাকফু অঞ্চলে দ্রুত এই নিয়ম কার্যকর হওয়া প্রয়োজন।”

স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো নিয়েও জোর দিচ্ছে প্রশাসন। মানেভঞ্জনের কাছাকাছি কোনও স্বাস্থ্যকেন্দ্র নেই। সবথেকে কাছের স্বাস্থ্যকেন্দ্র সুখিয়াপোখরিতে, যা প্রায় ৭ কিলোমিটার দূরে। তাই সান্দাকফুতে পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে দ্রুত পরিকাঠামো উন্নত করার প্রয়োজন রয়েছে।

নতুন নিয়মের মাধ্যমে সান্দাকফু ট্রেক আরও নিরাপদ হবে বলে আশা করছে দার্জিলিং প্রশাসন।

আরও খবর পড়ুন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

থিম ভাবনা ‘চা-পান উতোর’, আশ্চর্য পানীয় চা-কে ঘিরে আবেগের কথা উঠে আসবে আলিপুর সর্বজনীনের মণ্ডপে

আলিপুর সর্বজনীন দুর্গোৎসবের ৮০তম বছরে থিম ‘চা-পান উতোর’। শিল্পী অনির্বাণ দাসের সৃজনে মণ্ডপে ফুটে উঠবে দার্জিলিং-অসমের চা-বাগান, শ্রমিক জীবনের কাহিনি ও বিশ্বজোড়া চায়ের ইতিহাস।

জিএসটি সংস্কারকে ‘সাশ্রয়ের উৎসব’ বললেন মোদী, নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ

নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিএসটি সংস্কারকে ‘বচত উৎসব’ আখ্যা দিয়ে বললেন, এই পদক্ষেপ দেশকে আত্মনির্ভর ভারতের পথে আরও এগিয়ে নেবে।

লীলা মজুমদারের গল্পের জগৎ মণ্ডপে, কাশী বোস লেনের এবছরের থিম ‘পাকদণ্ডী’

উত্তর কলকাতার কাশী বোস লেনের এবছরের দুর্গাপুজোর থিম ‘পাকদণ্ডী’। বাঙালির প্রিয় সাহিত্যিক লীলা মজুমদারের গল্প ও চরিত্ররাই ফুটে উঠবে মণ্ডপে।

মহালয়ার সকালে কলকাতায় শুটআউট, চারু মার্কেটের জিমে দুষ্কৃতীদের গুলি চালনা

মহালয়ার সকালে চারু মার্কেট এলাকায় এক জিমে ঢুকে দু’জন দুষ্কৃতী গুলি চালায়। জিম মালিককে লক্ষ্য করে হামলা হলেও কেউ আহত হননি। তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন

পুজোয় উত্তর ভারত ভ্রমণে স্বস্তি, উত্তরবঙ্গ-সিকিমেও দুর্যোগের আশঙ্কা নেই

পুজোর ছুটিতে উত্তর ভারত বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে স্বস্তির খবর। পঞ্জাব, কাশ্মীর, হিমাচল থেকে বিদায় নেবে বর্ষা। উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টি হলেও দুর্যোগের সম্ভাবনা নেই।

পুজোয় এনবিএসটিসি’র বিশেষ ট্যুর প্যাকেজ, সিকিম-দার্জিলিং-ডুয়ার্স ভ্রমণের সুযোগ, খরচ ৭০০–২৫০০ টাকা

পুজোয় এনবিএসটিসি চালু করছে বিশেষ পর্যটন প্যাকেজ। সিকিম, দার্জিলিং, কালিম্পং থেকে ডুয়ার্স ভ্রমণের সুযোগ। খরচ থাকছে মাত্র ৭০০–২৫০০ টাকা।

ধসের জেরে ফের বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, ভোগান্তিতে সিকিমগামী যাত্রীরা

ধসের জেরে ফের বন্ধ হয়ে গেল শিলিগুড়ি-সিকিমের লাইফলাইন জাতীয় সড়ক ১০। সেবক করোনেশন ব্রিজের কাছে রাস্তার বড় অংশ ক্ষতিগ্রস্ত। বিকল্প পথে যেতে হচ্ছে যাত্রীদের।