Homeখবরদেশ"জিতলে ইভিএম সঠিক, হারলেই কারচুপি?" ব্যালট পেপারের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

“জিতলে ইভিএম সঠিক, হারলেই কারচুপি?” ব্যালট পেপারের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

প্রকাশিত

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বাতিল করে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ চালু করার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। আবেদনকারী কেএ পল-এর যুক্তি ছিল, ইভিএম ত্রুটিপূর্ণ এবং এটি গণতন্ত্রের জন্য ক্ষতিকর।

সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং পিবি ভারালের বেঞ্চ শুনানির সময় বলে, “জেতার সময় ইভিএম নিয়ে কোনও অভিযোগ থাকে না, কিন্তু হারলেই কারচুপির প্রশ্ন ওঠে। চন্দ্রবাবু নাইডু বা ওয়াইএস জগনমোহন রেড্ডি যখন হারেন, তখন ইভিএম ত্রুটির অভিযোগ তোলেন। কিন্তু জিতলে কিছু বলেন না। আমরা এই আবেদন খারিজ করছি। এই জায়গা এসব তর্ক করার জন্য নয়।”

একটি সংস্থার প্রধান এবং লক্ষাধিক অনাথ ও বিধবার পুনর্বাসনে কাজ করেছেন কেএ পল। তিনি সুপ্রিম কোর্টে দাবি করেন যে ইভিএম ত্রুটিপূর্ণ এবং এটি গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রৃসহ অন্যান্য দেশের উদাহরণ দিয়ে ব্যালট পেপার পদ্ধতির পক্ষে সওয়াল করেন।

বেঞ্চের প্রশ্ন, “আপনার এইসব চমৎকার আইডিয়া কোথা থেকে আসে? আপনি যে সামাজিক কাজে যুক্ত, সেখানেই থাকুন। রাজনৈতিক বিষয়ে কেন ঢুকছেন?”

ইভিএমের নিরাপত্তা প্রসঙ্গে ভারতের প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার সম্প্রতি বলেন, ইভিএম একাধিক স্তরে সুরক্ষিত এবং স্বচ্ছ। তিনি বলেন, “শেষ ১০-১৫টি নির্বাচনের ফলাফলের দিকে তাকান। জিতলে কোনও অভিযোগ নেই, হারলেই সমস্যা। আমরা কতবার ব্যাখ্যা করব? বিশ্বে এমন আর কোনও দেশ দেখান যেখানকার নির্বাচনে এত স্বচ্ছতা এবং অংশগ্রহণ নিশ্চিত করা হয়”।

এই প্রসঙ্গে কেএ পল আরও দাবি করেন, ইভিএমে ত্রুটির সম্ভাবনা নিয়ে এলন মাস্কের মতো বিশিষ্ট ব্যক্তিরাও মন্তব্য করেছেন। কিন্তু আদালত স্পষ্ট জানায়, ইভিএম নিয়ে এমন কোনও সিদ্ধান্তে তারা পৌঁছাতে রাজি নয়। এই ধরনের দাবি আদালতে তর্কযোগ্য নয়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।