Homeখেলাধুলোফুটবলআইএসএল ২০২৫: চেন্নাইকে হারিয়ে বেঙ্গালুরুকে টপকে আবার লিগ টেবিলের শীর্ষে মোহনবাগান

আইএসএল ২০২৫: চেন্নাইকে হারিয়ে বেঙ্গালুরুকে টপকে আবার লিগ টেবিলের শীর্ষে মোহনবাগান

প্রকাশিত

মোহনবাগান সুপার জায়ান্ট: ১ (জ্যাসন কামিংস)

চেন্নাইয়িন এফসি: ০

কলকাতা: এ বলে আমায় দেখ, আবার ও বলে আমায় দেখ। এক বার এ লিগ টেবিলের শীর্ষে তো পরের বার ও লিগ টেবিলের শীর্ষে। এ বারের আইএসএল-এ মোহনবাগান সুপার জায়ান্ট আর বেঙ্গালুরু এফসি-র কথা বলা হচ্ছে। এক বার বেঙ্গালুরু এফসি টেবিলের শীর্ষে চলে যায় তো পরের বার মোহনবাগান সুপার জায়ান্ট শীর্ষে চলে যায়। এ বার শীর্ষে যাওয়ার পালা ছিল মোহনবাগানের। ঠিক তা-ই হল। জ্যাসন কামিংসের গোলে চেন্নাইয়িন এফসিকে হারিয়ে বেঙ্গালুরুকে টপকে গেল মোহনবাগান এবং চলে গেল টেবিলের শীর্ষে।

শনিবার সল্ট লেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আরও একটি ইন্টারেস্টিং ব্যাপার লক্ষ করা গেল। এ দিনের ম্যাচে মোহনবাগান গোল পেল ম্যাচের ৮৬ মিনিটে। আইএসএলের ইতিহাসে এর আগে অন্তত তিন বার মোহনবাগান ৮৫ মিনিট বা তার পরে গোল করে ম্যাচ জিতেছে। এ বারের আইএসএল-এ ২৩ সেপ্টেম্বর নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ৮৭ মিনিটে জ্যাসন কামিংসের গোলে জিতেছিল মোহনবাগান।

২০২২-২৩-এর মরসুমে এ রকম ঘটনা দুটি ম্যাচে ঘটেছিল। নর্থইস্ট ইউনাইটেড ও জামশেদপুর এফসি-র বিরুদ্ধে। নর্থইস্টের বিরুদ্ধে শুভাশিসের ৮৯ মিনিটের গোলে ও জামশেদপুরের বিরুদ্ধে হুগো বুমৌসের ৯১ মিনিটের গোলে জেতে সবুজ-মেরুন ব্রিগেড।

গোল করে কামিংসের উল্লাস। ছবি: সঞ্জয় হাজরা।

উল্লেখযোগ্য বিষয় হল আইএসএল-এর যে চারটি ম্যাচে মোহনবাগান ম্যাচ শেষ হওয়ার প্রায় শেষ দিকে গোল করে জিতল, তার মধ্যে দুটি ম্যাচই নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে।

কলকাতার যুবভারতীতে খেলা হচ্ছে আর মোহনবাগান জেতেনি, এ রকম ঘটনা ফুটবলের ইতিহাসে আগে কবে ঘটেছে, এই চিন্তা যখন সবুজ-মেরুন সমর্থকদের মনে ঘুরপাক খেতে শুরু করেছে ঠিক সেই সময়েই গোল পেল মোহনবাগান। ম্যাচের ৮৬ মিনিটের মাথায় জ্যাসন কামিংসের গোলে চলতি আইএসএলের ষষ্ঠ জয় তুলে নিল সবুজ-মেরুন বাহিনী।

খাতায়-কলমে এগিয়ে ছিল মোহনবাগান

এ দিনের ম্যাচে খাতায়-কলমে মোহনবাগানের আক্রমণের ধার ছিল বেশি। বল দখলে তারা প্রতিপক্ষের থেকে অনেক বেশি এগিয়ে ছিল। শতাংশের হিসাবে ৬৪.৪। মোহনবাগানের সফল পাসের হার ৮১%, অন্য দিকে চেন্নাইয়ের ৬৫%। চেন্নাইয়ের গোলে মোহনবাগান শট নিয়েছে ৬টা, আর মোহনবাগানের গোলে চেন্নাই শট নিয়েছে ৩টি। মোহনবাগান কর্নার পেয়েছে ৮টা আর চেন্নাই ৩টি। তবু যেন মোহনবাগানের খেলায় তেমন তেজ ছিল না।

গত বারের লিগ শিল্ডজয়ীরা এ দিন প্রায় শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেললেও সে খেলায় তেমন যেন ঝাঁজ ছিল না। শেষ পর্যন্ত তুরুপের তাসটি খেললেন মোহনবাগানে স্প্যানিশ কোচ খোসে মোলিনা। জ্যাসন কামিংসকে নামালেন ম্যাচের ৭৫ মিনিটে আর ১০ মিনিট পরে গ্রেগ স্টুয়ার্ট। এর পরেই দুই তারকা জয়সূচক গোল পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। এবং তাঁদের যৌথ উদ্যোগেই মোহনবাগান গোল পায়।

ম্যাচের একটি মুহূর্ত। ছবি: সঞ্জয় হাজরা।

নির্ধারিত সময়ের মিনিট চারেক আগে গোল

ম্যাচের নির্ধারিত সময়ের মিনিট চারেক আগে দিমিত্রি পেত্রাতোসের জায়গায় মোলিনা নামান গ্রেগ স্টুয়ার্টকে। নেমেই তিনি চেন্নাইয়ের গোল লক্ষ্য করে শট নেন কিন্তু সেই শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল মনবীর, আশিসের পা হয়ে ফের চলে আসে চেন্নাইয়ের বক্সের বাইরে থাকা স্টুয়ার্টের কাছে। স্টুয়ার্ট সেই বল পাস করে দেন কামিংসকে। কামিংস বক্সের মাথা থেকে সোজা চেন্নাইয়ে গোলে শট নেন। বল চেন্নাইয়ের গোলকিপারকে পরাস্ত করে ঢুকে যায় গোলে।

অতিরিক্ত সময়ে মোহনবাগানের গোলের সংখ্যা বাড়ানোর সুযোগ এসেছিল। কিন্তু দুর্ভাগ্য তাদের, গোল আর বাড়েনি। ম্যাচের ৯৩ মিনিটে ফের স্টুয়ার্টের ফ্রি কিক থেকে বল পেয়ে গোলে শট নেন কামিংস। কিন্তু এ বার চেন্নাইয়ের বিকাশ ইয়ুমনামের গায়ে লেগে বল গোলের বাইরে চলে যায়। দু’ মিনিট পরে বক্সের ঠিক মাথা থেকে ফের গোলে শট নেন স্টুয়ার্ট। কিন্তু তা বারে লেগে ফিরে আসে। ফিরতি বল গোলে ঠেলেও দেন তিনি। কিন্তু এ বার কামিংস অফসাইডে থাকায় সেই গোল বাতিল হয়ে যায়। খেলাতেও যবনিকা পড়ে।

লিগ টেবিলে অবস্থান

এ দিনের ম্যাচের পর মোহনবাগান এবং বেঙ্গালুরু, দুই দলেরই ঝুলিতে ৯টি ম্যাচে ২০টি করে পয়েন্ট এল। কিন্তু গোলপার্থক্যের বিচারে মোহনবাগান টেবিলের শীর্ষে চলে গেল। আর ১০ ম্যাচ থেকে ১২ পয়েন্ট সংগ্রহ করে চেন্নাইয়িন এফসি থাকল অষ্টম স্থানে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

‘চারদিকে শুধু রক্ত!’ লন্ডনগামী ট্রেনে ছুরি নিয়ে হামলা! ১০ জন আহত, ২ অভিযুক্ত গ্রেফতার

লন্ডনগামী ট্রেনে চলন্ত অবস্থায় ছুরিকাঘাতে আতঙ্ক! ১০ জন আহত, যার মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় ২ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।

বাংলাদেশি সন্দেহে কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে মারধর! বিএসএফের বিরুদ্ধে অভিযোগ দায়ের নদিয়ায়

বাংলাদেশি সন্দেহে নদিয়ার এক কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। জখম কৃষক রফিকুল মোল্লা থানায় লিখিত অভিযোগ করেছেন, ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে চাপড়া সীমান্তে।

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

আরও পড়ুন

মোহনবাগান ছাড়ছেন হোসে মোলিনা, ঐতিহাসিক ডাবল জয়ের পরই বিদায় স্প্যানিশ কোচের

খবর অনলাইন ডেস্ক: মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে সম্পর্কের ইতি ঘটাতে চলেছেন দলের প্রধান কোচ...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...