Homeখবরদেশবিরোধী জোট ‘ইন্ডিয়া’র বড় ধাক্কা, দিল্লি বিধানসভা নির্বাচনে একক লড়াইয়ের ঘোষণা আপের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বড় ধাক্কা, দিল্লি বিধানসভা নির্বাচনে একক লড়াইয়ের ঘোষণা আপের

প্রকাশিত

নতুন বছরের শুরুতেই দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। রবিবার আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরীওয়াল ঘোষণা করেন, এই নির্বাচনে তারা কোনও জোটে থাকবে না এবং একাই লড়াই করবে। কেজরীর এই ‘একলা চলো’ নীতির ফলে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ‘ইন্ডিয়া’ বড় ধাক্কা খেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

লোকসভা নির্বাচনে দিল্লিতে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ভোটে লড়েছিল আপ। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। সমস্ত আসনেই বিজেপি জিতেছিল, আর আপের ভরাডুবি হয়েছিল। বিধানসভা নির্বাচনে তাই কংগ্রেসের সঙ্গে জোট না করে একক লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন কেজরী।

এদিকে, রাজধানীর রাজনীতিতে উত্তেজনা চরমে। নেতাদের দলে যোগদান এবং দলবদলের ঘটনাও বাড়ছে। সম্প্রতি একাধিক নেতা আপ ছেড়ে অন্য দলে যোগ দিয়েছেন। আবার অনেকে কংগ্রেস ও বিজেপি ছেড়ে আপে যোগ দিচ্ছেন। এই পরিস্থিতিতে কেজরীর ঘোষণার প্রভাব রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

কেজরীওয়ালকে লক্ষ্য করে সম্প্রতি হামলার ঘটনা নিয়েও রাজনৈতিক উত্তাপ বাড়ছে। শনিবার দিল্লির পদযাত্রার সময় এক ব্যক্তি কেজরীকে লক্ষ্য করে তরল পদার্থ নিক্ষেপ করেন। আপের অভিযোগ, এটি অ্যাসিড হামলা। তবে পুলিশের দাবি, তরলটি জল ছিল। কেজরীওয়াল বলেন, “আমার কোনও ক্ষতি হয়নি, তবে বড় দুর্ঘটনা ঘটতে পারত। গত ৩৫ দিনে এটি আমার উপর তৃতীয় হামলা।”

ইডি-র গ্রেফতারি, দীর্ঘ কারাবাস, এবং পরে জামিন পাওয়ার মধ্যেও দলের শক্তি ধরে রেখেছেন কেজরীওয়াল। মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার পর আপ নেত্রী অতিশী দায়িত্ব নেন। তবে কেজরী এখনও দলের প্রধান নেতা এবং বিধানসভা নির্বাচনে ফের ক্ষমতায় ফেরার ব্যাপারে আশাবাদী। বিরোধী জোট ‘ইন্ডিয়া’ থেকে বেরিয়ে তিনি দিল্লিতে একক লড়াইয়ের কৌশল নিয়েছেন।

আরও খবর পড়ুন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।