Homeখবররাজ্যরাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশে শান্তিসেনা পাঠানোর আর্জি জানাক কেন্দ্র, বিধানসভায় প্রস্তাব মমতার

রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশে শান্তিসেনা পাঠানোর আর্জি জানাক কেন্দ্র, বিধানসভায় প্রস্তাব মমতার

প্রকাশিত

কলকাতা: বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সোমবার বিধানসভা থেকে কেন্দ্রীয় সরকারের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলাদেশে শান্তি বজায় রাখতে রাষ্ট্রপুঞ্জের মাধ্যমে শান্তিরক্ষা বাহিনী (পিসকিপিং ফোর্স) পাঠানোর জন্য কেন্দ্রকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। মমতা বলেন, “আমাদের প্রস্তাব, কেন্দ্র রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশে শান্তিসেনা পাঠানোর আর্জি জানাক।”

বিধানসভার শীতকালীন অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে একাধিক অশান্তির ঘটনা ঘটেছে, যা নিয়ে তিনি উদ্বিগ্ন। এ প্রসঙ্গে তিনি বলেন, “এই বিষয়ে আমি সরাসরি নাক গলাতে চাই না। এটি কেন্দ্রীয় সরকারের এক্তিয়ারে পড়ে। তবে আমাদের মৎস্যজীবীদের আটক হওয়া বা সীমান্তে সমস্যা হলে তা মেনে নেওয়া যায় না।”

মমতা বলেন, পশ্চিমবঙ্গের ৭৯ জন মৎস্যজীবী সম্প্রতি ভুলবশত বাংলাদেশে ঢুকে পড়েছিলেন। তাদের আটক করে বাংলাদেশের জেলে পাঠানো হয়েছে। কেন্দ্রের কাছে একাধিকবার অনুরোধ সত্ত্বেও তারা এখনও মুক্তি পাননি। এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের নিষ্ক্রিয়তার জন্য অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের পক্ষ থেকে একটি স্পষ্ট বিবৃতির দাবি জানিয়েছেন মমতা। তিনি বলেন, “বাংলাদেশ নিয়ে সংসদে বিবৃতি দেওয়া হোক। প্রধানমন্ত্রী বা বিদেশমন্ত্রী পরিষ্কার করে দেশের মানুষকে জানান, সরকার কী পদক্ষেপ নিচ্ছে।”

মমতা সাফ জানিয়ে দেন, বাংলাদেশে ভারতীয় নাগরিকরা যদি আক্রান্ত হন, তবে তা তাঁর সরকার মেনে নেবে না। প্রয়োজনে ভারত সরকার যেন সেখান থেকে তাদের ফিরিয়ে আনে। তিনি বলেন, “আমাদের পরিবার এবং প্রিয়জনেরা বাংলাদেশে আছেন। তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।”

মমতা আরও বলেন, “বিশ্বের যে কোনও প্রান্তে ধর্মীয় কারণে কেউ অত্যাচারিত হলে আমরা তার নিন্দা করি। এ বিষয়ে কেন্দ্রীয় সরকার যে অবস্থান নেবে, আমরা তার সঙ্গে থাকব। তবে মানবাধিকারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

স্বাস্থ্যসাথী কার্ডকে এসআইআরের নথি হিসাবে ব্যবহার করা যাবে না, জানাল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডকে বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর)-র নথি হিসাবে গণ্য করা যাবে না। নাগরিকত্বের প্রমাণস্বরূপ নথিই কেবল গ্রহণযোগ্য হবে।