একটি ফৌজদারি অবমাননার মামলায় অভিযুক্ত ব্যক্তির ক্ষমাপ্রার্থনা মঞ্জুর করে তাঁকে এক মাসের মধ্যে ৫০টি দেশীয় প্রজাতির গাছ লাগানোর নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্ট।
স্বতপ্রণোদিত ফৌজদারি অবমাননা মামলায় বিচারপতি সঞ্জীব সচদেব এবং বিচারপতি বিনয় সরফের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়। অভিযুক্ত রাহুল সাহুকে নির্দেশ দেওয়া হয়েছে, মরেনা জেলার সম্বলগড় অঞ্চলে কমপক্ষে ৪ ফুট লম্বা ৫০টি দেশীয় প্রজাতির গাছ লাগাতে হবে।
গাছ লাগানোর এই প্রক্রিয়ায় নজরদারি চালাবেন সম্বলগড়ের উপবিভাগীয় বন আধিকারিক। এক মাসের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে।
সম্বলগড়ের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস (JMFC) আদালত থেকে পাওয়া অবমাননা রেফারেন্সের ভিত্তিতে হাইকোর্ট এই পদক্ষেপ নিয়েছে।
আদালতে উপস্থিত হয়ে অভিযুক্ত বলেন, তিনি দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন এবং আইনি প্রক্রিয়া সম্পর্কে তাঁর জ্ঞান সীমিত। তিনি নিজের আচরণের জন্য দুঃখপ্রকাশও করেছেন। ভবিষ্যতে আরও সতর্ক থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি সামাজিক সেবায় অংশগ্রহণের ইচ্ছাও প্রকাশ করেন।
গাছ লাগানোর নির্দেশ পালন করলে মামলার কার্যক্রম বন্ধ হবে বলে আদালত জানিয়েছে।
আইনজীবী আশিস সিং যাদৌন জানিয়েছেন, রাহুল সাহু সামাজিক মাধ্যমে একটি পারিবারিক মামলার শুনানির সময় আদালতের ছবি পোস্ট করেছিলেন। এই পোস্টের ভিত্তিতে ফার্স্ট ক্লাস আদালত তাঁকে নোটিশ দেয়, কিন্তু তিনি তাতে সাড়া দেননি। পরে মামলাটি হাইকোর্টে পাঠানো হয়।
আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্টে জোড়া যাবে চার জন পর্যন্ত নমিনি, বিল পাস লোকসভায়