নয়াদিল্লি: ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের রাশিয়া সফরের মধ্যে মস্কো ও নয়াদিল্লির মধ্যে একটি বড় প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানা যাচ্ছে। ওয়াকিবহাল মহলের মতে, প্রায় ৪০০ কোটি ডলারের এই চুক্তি ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে উল্লেখযোগ্য ভাবে শক্তিশালী করবে।
রাশিয়ার আলমাজ-আন্তেই কর্পোরেশনের তৈরি উন্নত ‘ভোরোনেজ’ রাডার এই চুক্তির প্রধান বিষয়। এই রাডার একটি দীর্ঘ-পাল্লার আগাম সতর্কীকরণ ব্যবস্থা, যার কার্যক্ষমতা ৮,০০০ কিলোমিটারেরও বেশি। এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, এবং আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) সনাক্ত ও ট্র্যাক করতে সক্ষম।
চুক্তি চূড়ান্ত হলে, এই রাডার চিন, দক্ষিণ ও মধ্য এশিয়া এবং ভারত মহাসাগর অঞ্চল থেকে আসা যে কোনও আকাশসীমার বিপদ আগাম চিহ্নিত করতে পারবে। রাডারটি একসঙ্গে ৫০০টিরও বেশি বস্তু সনাক্ত করতে সক্ষম এবং এর কাজের পরিধি ১০,০০০ কিলোমিটার পর্যন্ত।
রাশিয়ার সঙ্গে আলোচনার সময় ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের অধীনে অন্তত ৬০ শতাংশ রাডার সিস্টেম ভারতে উৎপাদনের পরিকল্পনা করা হয়েছে। এই প্রকল্পে অংশীদার হওয়ার জন্য ভারতে স্থানীয় অংশীদারদের খোঁজা হচ্ছে।
চুক্তি বাস্তবায়িত হলে, রাডারটি কর্নাটকের চিত্রদুর্গা জেলায় স্থাপন করা হবে বলে জানা গেছে। এই অঞ্চলটিতে ইতিমধ্যেই ভারতের কয়েকটি শীর্ষ প্রতিরক্ষা এবং মহাকাশ গবেষণা কেন্দ্রের অবস্থান।
সফরের দ্বিতীয় দিনে রাজনাথ সিং এবং রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলুসভ সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন। এই সফরে ভারতের প্রতিরক্ষামন্ত্রী দেশের জন্য নির্মিত বাকি দুটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের অগ্রগতি সম্পর্কেও পর্যালোচনা করবেন।
প্রসঙ্গত, ভারত ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বিশেষ প্রতিরক্ষা সম্পর্ক এই চুক্তির মাধ্যমে আরও মজবুত হবে বলে ধারণা করা হচ্ছে। এই রাডার সিস্টেম ভারতের এশিয়া এবং ভারত মহাসাগর অঞ্চলে নজরদারি এবং প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্য ভাবে বাড়াবে বলেই ধরে নেওয়া যায়।