Homeখবরদেশলাদাখে শীতকালীন অভিযানের জন্য সেনার সর্বাধুনিক যান মোতায়েন, কী এই অল-টেরেইন ভেহিকল

লাদাখে শীতকালীন অভিযানের জন্য সেনার সর্বাধুনিক যান মোতায়েন, কী এই অল-টেরেইন ভেহিকল

প্রকাশিত

লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি)-তে শীতকালীন অভিযানের প্রস্তুতি জোরদার করতে সর্বাধুনিক অল-টেরেইন ভেহিকল (এটিভি) মোতায়েন করেছে ভারতীয় সেনা বাহিনী।

মোতায়েন করা যানগুলির মধ্যে রয়েছে পোলারিস স্পোর্টসম্যান উইথ ক্যাব, পোলারিস আরজেডআর এবং জেএসডব্লিউ-গেকো এটিওআর। গালওয়ান সংঘর্ষের পর এটি লাদাখ অঞ্চলে সেনার পঞ্চম শীতকালীন মোতায়েন। সেনার প্রকাশিত একটি ভিডিওতে এই কঠিন পরিবেশে প্রস্তুতির দৃশ্য তুলে ধরা হয়েছে।

বরফে ঢাকা যুদ্ধক্ষেত্র পাড়ি দেওয়ার জন্য এই আধুনিক যানগুলি বিশেষভাবে উপযোগী। হালকা ওজন এবং উচ্চ গতিশীলতার কারণে এগুলি খাড়া পাহাড়ি পথ এবং বরফে ঢাকা এলাকায় কার্যকরীভাবে চলাচল করতে সক্ষম। কঠোর আবহাওয়ার মধ্যেও অপারেশনাল প্রস্তুতি বজায় রাখার জন্য এই যানগুলি ভারতীয় সেনাকে বিশেষ সুবিধা প্রদান করবে।

সম্প্রতি দেপসাং সমভূমি এবং দেমচোক অঞ্চলে দীর্ঘস্থায়ী অচলাবস্থা কাটিয়ে টহলদারি পুনরায় শুরু হয়েছে। এই ঘটনার পরপরই এটিভি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সেনা সূত্রে জানা গিয়েছে, এই যানগুলি উচ্চ উচ্চতায় দ্রুত চলাচল এবং প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। এলএসি-তে নজরদারি বৃদ্ধি এবং সেনাদের নিরাপত্তা সুনিশ্চিত করতেও এই যানগুলি বিশেষ ভূমিকা রাখবে।

অল-টেরেইন ভেহিকল

অল-টেরেইন ভেহিকল (All-Terrain Vehicle বা ATV) হলো এমন একটি যানবাহন যা মাটির বিভিন্ন প্রকার পৃষ্ঠে চলাচল করতে সক্ষম। সাধারণত এটি একটি চার চাকার ছোট মোটরযান যা অসমতল, কাদাময়, পাথুরে বা বরফাচ্ছন্ন রাস্তায় চালানোর জন্য ডিজাইন করা হয়।

এ ধরনের গাড়িতে বড় এবং মোটা টায়ার থাকে, যা যেকোনো পৃষ্ঠে ভালো গ্রিপ করতে সাহায্য করে। উন্নত সাসপেনশন ব্যবস্থা যা কঠিন বা অসমতল ভূখণ্ডে মসৃণ চলাচল নিশ্চিত করে। মূলত, দুর্গম এলাকায় সামরিক কার্যক্রম এবং দুর্যোগ মোকাবিলা ও অ্যাডভেঞ্চার স্পোর্টস এবং পাহাড়ি অঞ্চলে ভ্রমণের জন্য এ ধরনের যান ব্যবহার করা হয়। এছাড়া চাষের কাজ, অফ-রোড রেসিং ও ব্যক্তিগত বিনোদনের জন্যও অল-টেরেইন ভেহিকল ব্যবহৃত হয়।

আরও পড়ুন: পারমাণবিক শক্তি উৎপাদনে তিনগুণ বৃদ্ধির লক্ষ্যে ভারত, ২০৩১ সালের মধ্যে ২২,৪৮০ মেগাওয়াট ক্ষমতা অর্জনের পরিকল্পনা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।

অভিমন্যু ৭১ অপরাজিত, শামির ৪ উইকেট রনজি ম্যাচে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা

অভিমন্যু ঈশ্বরণ ও মহম্মদ শামির দুর্দান্ত পারফরম্যান্সে রনজি ট্রফিতে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা। শামি নিলেন ৭ উইকেট, ম্যাচের সেরা তিনি।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ঢাকা থেকে আল আমিন: দেশের প্রধান ও ব্যস্ততম বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো...

এসএসকেএমের নতুন উডবার্ন ভবনে বহির্বিভাগে খরচ ৩৫০ টাকা, কেবিন ভাড়াও প্রকাশ করল স্বাস্থ্য দফতর

এসএসকেএম হাসপাতালের নতুন উডবার্ন ভবন ‘অনন্য’-র কেবিন ভাড়া ও বহির্বিভাগের খরচ নির্ধারিত হল। ৫ হাজার থেকে ১৫ হাজার টাকায় কেবিন, ৩৫০ টাকায় চিকিৎসা পরামর্শ।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।