Homeখবরদেশভারতবর্ষে ইউনিসেফের ৭৫ বছর পূর্তি উদযাপনে স্মারক ডাকটিকিট প্রকাশ

ভারতবর্ষে ইউনিসেফের ৭৫ বছর পূর্তি উদযাপনে স্মারক ডাকটিকিট প্রকাশ

প্রকাশিত

শিশুদের অধিকার রক্ষায় ইউনিসেফের ভারতবর্ষে কাজের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে ভারতীয় ডাক বিভাগ। দশ টাকা মূল্যের এই ডাকটিকিটে মায়ের কোলে এক শিশুর ছবি প্রদর্শিত হয়েছে, যা প্রতিটি শিশুর বেঁচে থাকা, বিকাশের সুযোগ এবং জীবনের পূর্ণতা অর্জনের অধিকারকে প্রতিফলিত করে।

ডাকটিকিটের উন্মোচন

ডাক বিভাগের দিল্লি সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল কর্নেল অখিলেশ পান্ডে ডাকটিকিট প্রকাশের সময় ইউনিসেফের বিগত দিনগুলির কাজের প্রশংসা করেন। ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকা শিশুদের সুরক্ষা ও উন্নয়নে ইউনিসেফের অবদান তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ইউনিসেফের প্রতিনিধি সিনথিয়া ম্যাকক্যাফ্রে একে ভারতের শিশুদের জন্য একটি প্রতীকী মাইলফলক বলে বর্ণনা করেন।

ইউনিসেফের কাজের সাফল্য

ভারতে ইউনিসেফের কার্যক্রমের ফলে শিশুদের জীবনে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সিনথিয়া ম্যাকক্যাফ্রে জানান, পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুর হার কমানো, সার্বিক টিকাদান, বিদ্যালয়ে ভর্তির হার বৃদ্ধি এবং নিরাপদ স্যানিটেশন ও বিশুদ্ধ জলের ব্যবহার নিশ্চিতকরণের ক্ষেত্রে দেশটি অভূতপূর্ব অগ্রগতি করেছে।

রাষ্ট্রপুঞ্জের বক্তব্য

ভারতে নিযুক্ত রাষ্ট্রপুঞ্জের রেসিডেন্ট কোঅর্ডিনেটর শম্বি শার্প বলেন, “এই ডাকটিকিট প্রকাশ শিশুদের অধিকার ও ভবিষ্যতের প্রতি অঙ্গীকারের প্রতীক। রাষ্ট্রপুঞ্জ ভারত সরকারের সঙ্গে মিলে প্রতিটি শিশুর স্বপ্ন সার্থক করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।”

অতীত উদযাপন

এটি প্রথম নয় যে ভারতীয় ডাকবিভাগ ইউনিসেফের কাজকে স্মরণীয় করে তুলেছে। এর আগে ইউনিসেফের ২৫তম এবং ৪০তম বর্ষপূর্তি এবং শিশু অধিকার কনভেনশনের ত্রিশ বছর পূর্তি উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়েছিল।

শিশুদের উন্নয়নে এক অঙ্গীকার

এদেশে ১৯৪৯ সাল থেকে ইউনিসেফ কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে প্রতিটি শিশুর অধিকার সুনিশ্চিত করতে কাজ করে চলেছে। বেসরকারি ক্ষেত্র, সুশীল সমাজ এবং যুব সম্প্রদায়ের সঙ্গে একযোগে কাজ করে সমাজের প্রতিটি স্তরেই শিশুদের অধিকার রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউনিসেফ।

এই স্মারক ডাকটিকিট ইউনিসেফের কাজের প্রতি শ্রদ্ধার নিদর্শন এবং দেশের শিশুদের উজ্জ্বল ভবিষ্যতের প্রতি অঙ্গীকারের প্রতীক হিসেবে বিবেচিত হবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এক চিকিৎসকের আট বছরের লড়াইয়ে বড় জয়, ভুয়ো ওআরএস-এর উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI, আসল চিনবেন কী করে?

হায়দরাবাদের শিশু-রোগ বিশেষজ্ঞ ডা. শিবরঞ্জনী সন্তোষের দীর্ঘ লড়াইয়ের ফলে বড় পদক্ষেপ নিল FSSAI। WHO-র নির্ধারিত মান না মেনে ‘ORS’ নামে বিক্রি হওয়া পানীয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হল। শিশুদের জন্য বিপজ্জনক এই মিষ্টি পানীয় নিয়ে শুরু হয়েছিল তাঁর আইনি লড়াই প্রায় এক দশক আগে।

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।

অভিমন্যু ৭১ অপরাজিত, শামির ৪ উইকেট রনজি ম্যাচে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা

অভিমন্যু ঈশ্বরণ ও মহম্মদ শামির দুর্দান্ত পারফরম্যান্সে রনজি ট্রফিতে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা। শামি নিলেন ৭ উইকেট, ম্যাচের সেরা তিনি।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ঢাকা থেকে আল আমিন: দেশের প্রধান ও ব্যস্ততম বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো...

আরও পড়ুন

এক চিকিৎসকের আট বছরের লড়াইয়ে বড় জয়, ভুয়ো ওআরএস-এর উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI, আসল চিনবেন কী করে?

হায়দরাবাদের শিশু-রোগ বিশেষজ্ঞ ডা. শিবরঞ্জনী সন্তোষের দীর্ঘ লড়াইয়ের ফলে বড় পদক্ষেপ নিল FSSAI। WHO-র নির্ধারিত মান না মেনে ‘ORS’ নামে বিক্রি হওয়া পানীয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হল। শিশুদের জন্য বিপজ্জনক এই মিষ্টি পানীয় নিয়ে শুরু হয়েছিল তাঁর আইনি লড়াই প্রায় এক দশক আগে।

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।