Homeখবরকলকাতারবিবার ‘টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা’ দৌড়ের আসর, শহরে হাজির প্রাক্তন তারকা-ফুটবলার...

রবিবার ‘টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা’ দৌড়ের আসর, শহরে হাজির প্রাক্তন তারকা-ফুটবলার সোল ক্যাম্পবেল

প্রকাশিত

সঞ্জয় হাজরা

আগামী রবিবার ১৫ ডিসেম্বর বসছে ‘টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা’ দৌড়ের আসর। এ বছর এই দৌড়ের নবম সংস্করণ। এই সংস্করণ ইতিমধ্যেই একটা রেকর্ড করে ফেলেছে। এ বার এই দৌড়ে যোগ দিচ্ছেন দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২০৫৩৭ জন দৌড়বীর। এত দৌড়বীর আগে কখনও এই রেসে যোগ দেননি। গত বছরও এই সংখ্যাটা ছিল ১৭৫৫৭ জন।

এই দৌড়বীররা হয় ১০ কিমি কিংবা ২৫ কিমি দীর্ঘ দৌড়ে যোগ দেবেন। দৌড় শুরু হবে রেড রোড থেকে এবং শেষও হবে রেড রোডে। রুটটা হল: খিদিরপুর রোড, হেস্টিংস ক্রসিং, রানি রাসমণি অ্যাভেনিউ, মেয়ো রোড, পার্ক স্ট্রিট, পার্ক সার্কাস সাত মাথা, সৈয়দ আমির আলি অ্যাভেনিউ, আশুতোষ চৌধুরী অ্যাভেনিউ, গড়িয়াহাট ফ্লাইওভার, গোল পার্ক, সাদার্ন অ্যাভেনিউ, এস পি মুখার্জি রোড, এক্সাইড ক্রসিং, এজেসি বোস রোড, হেস্টিংস ক্রসিং, খিদিরপুর রোড, লাভার্স লেন, হসপিটাল রোড, কুইন্স ওয়ে, ক্যাসুরিনা অ্যাভেনিউ এবং খিদিরপুর রোড।

এ ছাড়া আরও কিছু দৌড় আছে। যেমন, পুলিশ কাপ দৌড়, প্রবীণ নাগরিকদের দৌড়, আনন্দ দৌড়, ‘চ্যাম্পিয়ন্স উইথ ডিসএবিলিটি রান’ ইত্যাদি। বিভিন্ন ধরনের এই দৌড় শুরু হবে ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৮.৫০ মিনিটের মধ্যে।    

সাংবাদিক সম্মেলনে সোল ক্যাম্পবেল।

কলকাতায় প্রাক্তন তারকা-ফুটবলার সোল ক্যাম্পবেল

এই প্রতিযোগিতার আন্তর্জাতিক রাষ্ট্রদূত বিশ্বের প্রাক্তন তারকা-ফুটবলার তথা বহুমুখী প্রতিভার অধিকারী ক্রীড়াব্যক্তিত্ব ইংল্যান্ডের সল ক্যাম্পবেল। বুধবারই কলকাতায় পা রেখে তিনি বলেন, “এই সিটি অফ জয়ে আসাটা আমার কাছে অনেক আনন্দের। একজন ইংরেজ হওয়ার কারণে আমি ক্রিকেটের মাধ্যমে ভারতকে চিনি। কিন্তু আমি শুনেছি যে এই শহরটি তার ক্রীড়াপ্রেমী মানুষের জন্য পরিচিত। আমি কলকাতায় এই টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে-তে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত।”

ক্যাম্পবেল আরও বলেন, “যদি কেউ ফুটবল ভালোবাসে, তা হলে তাকে দৌড়োতেও ভালবাসতে হবে। এটাই আপনাকে সেরা করে তুলবে। তাই আমি পশ্চিমবঙ্গ এবং ভারতের সমস্ত ফুটবল ও ক্রীড়াপ্রেমীর প্রতি আহ্বান জানাচ্ছি যে আগামী রবিবার ১৫ ডিসেম্বর তারিখে টাটা স্টিল কলকাতা ওয়ার্ল্ড ২৫কে-র স্টার্ট লাইনে আমার সাথে যোগ দিন।”

সোল ক্যাম্পবেল বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, এ ধরনের ইভেন্টে দেশের ভিতর থেকে এবং দেশের বাইরে থেকে অ্যাথলিটরা অংশগ্রহণ করেন। ফলে প্রতিযোগিতার সামগ্রিক মান উন্নত হয়, অন্যরাও এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার ব্যাপারে উৎসাহ পান এবং সুস্থ জীবনযাপনের দিকে এক পা এগোনো যায়।   

সোল বলেন, “শরীর ফিট রাখতে হলে দৌড় হল একটা অন্যতম চাবিকাঠি। এটা আমাদের সহনশীলতা এবং দৃঢ়তা বাড়ায়। ফুটবলার হিসাবে আমার সুস্থ থাকার সবচেয়ে বড় উপায় হল দৌড়। এই শারীরিক সক্ষমতা কত গুরুত্বপূর্ণ তা বোঝাতেই আমার এই কলকাতা ওয়ার্ল্ড ২৫কে-তে যোগ দিতে আসা।”   

‘টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা’ নিয়ে সাংবাদিক সম্মেলন।

বুধবারের সাংবাদিক সম্মেলন

‘টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা’র নবম সংস্করণে ‘আমার কলকাতা সোনার কলকাতা’ উদ্‌যাপনের বিষয়ে সকলকে অবহিত করতে বুধবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। ওই সম্মেলনে এই দৌড়ের অন্যতম শরিক ইমপ্যাক্ট ৩৬০ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, এই নবম সংস্করণকে কেন্দ্র করে বিভিন্ন দাতব্য কাজের জন্য এখনও পর্যন্ত ২৪.৯০ লক্ষ টাকা সংগ্রহ করা হয়েছে। এই সংস্করণের জন্য তহবিল সংগ্রহ ৩ জানুয়ারি ২০২৫ পর্যন্ত চালু থাকবে। এই তহবিল সংগ্রহের জন্য এগিয়ে এসেছে ত্রিশটি এনজিও এবং আটটি কর্পোরেট সংস্থা। এ ছাড়াও ব্যক্তিগত তহবিল সংগ্রহকারী এবং হাজার হাজার দাতাও এই তহবিল সংগ্রহ করছেন। ‘টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা’র মঞ্চ শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ, জীবিকা, প্রবীণদের যত্ন, লিঙ্গ অধিকার, প্রাণীকল্যাণের মতো বিভিন্ন সামাজিক কাজে সাহায্য করে থাকে।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কনসার্ন ইন্ডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে গাভার চট্টোপাধ্যায়, টাটা মেডিকেল সেন্টারের পক্ষ থেকে সঞ্জীব কুমার আগরওয়াল, ললিত গ্রুপ অফ হোটেলস-এর পক্ষ থেকে রাকেশ মিত্র প্রমুখ।    

এ ছাড়াও রেস রুট উন্মোচনের জন্য টেকনিক্যাল প্রেস মিটের আয়োজন করা হয়। তাতে উপস্থিত ছিলেন রেস ডিরেক্টর হিউ জোন্স, ফোর্টিসের পক্ষ থেকে মেডিকেল ডিরেক্টর এবং হেড অফ এমার্জেন্সি ড. সংযুক্তা দত্ত, ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কমল কুমার মৈত্র এবং প্রোক্যাম ইন্টারন্যাশনাল-এর যুগ্ম ম্যানেজিং ডিরেক্টর বিবেক সিং।

ছবি: প্রতিবেদক

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

‘চারদিকে শুধু রক্ত!’ লন্ডনগামী ট্রেনে ছুরি নিয়ে হামলা! ১০ জন আহত, ২ অভিযুক্ত গ্রেফতার

লন্ডনগামী ট্রেনে চলন্ত অবস্থায় ছুরিকাঘাতে আতঙ্ক! ১০ জন আহত, যার মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় ২ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।

বাংলাদেশি সন্দেহে কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে মারধর! বিএসএফের বিরুদ্ধে অভিযোগ দায়ের নদিয়ায়

বাংলাদেশি সন্দেহে নদিয়ার এক কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। জখম কৃষক রফিকুল মোল্লা থানায় লিখিত অভিযোগ করেছেন, ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে চাপড়া সীমান্তে।

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

আরও পড়ুন

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

শান্ত থাকুন, তাড়াহুড়ো নয়, নিরাপদে গন্তব্যে পৌঁছোন: ক্রিকেটনায়িকা জেমিমাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের নতুন বার্তা

খবর অনলাইন ডেস্ক: অসাধারণ পারফরম্যান্সে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমিমা...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হয়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।