Homeখবরকলকাতারবিবার ‘টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা’ দৌড়ের আসর, শহরে হাজির প্রাক্তন তারকা-ফুটবলার...

রবিবার ‘টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা’ দৌড়ের আসর, শহরে হাজির প্রাক্তন তারকা-ফুটবলার সোল ক্যাম্পবেল

প্রকাশিত

সঞ্জয় হাজরা

আগামী রবিবার ১৫ ডিসেম্বর বসছে ‘টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা’ দৌড়ের আসর। এ বছর এই দৌড়ের নবম সংস্করণ। এই সংস্করণ ইতিমধ্যেই একটা রেকর্ড করে ফেলেছে। এ বার এই দৌড়ে যোগ দিচ্ছেন দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২০৫৩৭ জন দৌড়বীর। এত দৌড়বীর আগে কখনও এই রেসে যোগ দেননি। গত বছরও এই সংখ্যাটা ছিল ১৭৫৫৭ জন।

এই দৌড়বীররা হয় ১০ কিমি কিংবা ২৫ কিমি দীর্ঘ দৌড়ে যোগ দেবেন। দৌড় শুরু হবে রেড রোড থেকে এবং শেষও হবে রেড রোডে। রুটটা হল: খিদিরপুর রোড, হেস্টিংস ক্রসিং, রানি রাসমণি অ্যাভেনিউ, মেয়ো রোড, পার্ক স্ট্রিট, পার্ক সার্কাস সাত মাথা, সৈয়দ আমির আলি অ্যাভেনিউ, আশুতোষ চৌধুরী অ্যাভেনিউ, গড়িয়াহাট ফ্লাইওভার, গোল পার্ক, সাদার্ন অ্যাভেনিউ, এস পি মুখার্জি রোড, এক্সাইড ক্রসিং, এজেসি বোস রোড, হেস্টিংস ক্রসিং, খিদিরপুর রোড, লাভার্স লেন, হসপিটাল রোড, কুইন্স ওয়ে, ক্যাসুরিনা অ্যাভেনিউ এবং খিদিরপুর রোড।

এ ছাড়া আরও কিছু দৌড় আছে। যেমন, পুলিশ কাপ দৌড়, প্রবীণ নাগরিকদের দৌড়, আনন্দ দৌড়, ‘চ্যাম্পিয়ন্স উইথ ডিসএবিলিটি রান’ ইত্যাদি। বিভিন্ন ধরনের এই দৌড় শুরু হবে ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৮.৫০ মিনিটের মধ্যে।    

সাংবাদিক সম্মেলনে সোল ক্যাম্পবেল।

কলকাতায় প্রাক্তন তারকা-ফুটবলার সোল ক্যাম্পবেল

এই প্রতিযোগিতার আন্তর্জাতিক রাষ্ট্রদূত বিশ্বের প্রাক্তন তারকা-ফুটবলার তথা বহুমুখী প্রতিভার অধিকারী ক্রীড়াব্যক্তিত্ব ইংল্যান্ডের সল ক্যাম্পবেল। বুধবারই কলকাতায় পা রেখে তিনি বলেন, “এই সিটি অফ জয়ে আসাটা আমার কাছে অনেক আনন্দের। একজন ইংরেজ হওয়ার কারণে আমি ক্রিকেটের মাধ্যমে ভারতকে চিনি। কিন্তু আমি শুনেছি যে এই শহরটি তার ক্রীড়াপ্রেমী মানুষের জন্য পরিচিত। আমি কলকাতায় এই টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে-তে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত।”

ক্যাম্পবেল আরও বলেন, “যদি কেউ ফুটবল ভালোবাসে, তা হলে তাকে দৌড়োতেও ভালবাসতে হবে। এটাই আপনাকে সেরা করে তুলবে। তাই আমি পশ্চিমবঙ্গ এবং ভারতের সমস্ত ফুটবল ও ক্রীড়াপ্রেমীর প্রতি আহ্বান জানাচ্ছি যে আগামী রবিবার ১৫ ডিসেম্বর তারিখে টাটা স্টিল কলকাতা ওয়ার্ল্ড ২৫কে-র স্টার্ট লাইনে আমার সাথে যোগ দিন।”

সোল ক্যাম্পবেল বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, এ ধরনের ইভেন্টে দেশের ভিতর থেকে এবং দেশের বাইরে থেকে অ্যাথলিটরা অংশগ্রহণ করেন। ফলে প্রতিযোগিতার সামগ্রিক মান উন্নত হয়, অন্যরাও এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার ব্যাপারে উৎসাহ পান এবং সুস্থ জীবনযাপনের দিকে এক পা এগোনো যায়।   

সোল বলেন, “শরীর ফিট রাখতে হলে দৌড় হল একটা অন্যতম চাবিকাঠি। এটা আমাদের সহনশীলতা এবং দৃঢ়তা বাড়ায়। ফুটবলার হিসাবে আমার সুস্থ থাকার সবচেয়ে বড় উপায় হল দৌড়। এই শারীরিক সক্ষমতা কত গুরুত্বপূর্ণ তা বোঝাতেই আমার এই কলকাতা ওয়ার্ল্ড ২৫কে-তে যোগ দিতে আসা।”   

‘টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা’ নিয়ে সাংবাদিক সম্মেলন।

বুধবারের সাংবাদিক সম্মেলন

‘টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা’র নবম সংস্করণে ‘আমার কলকাতা সোনার কলকাতা’ উদ্‌যাপনের বিষয়ে সকলকে অবহিত করতে বুধবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। ওই সম্মেলনে এই দৌড়ের অন্যতম শরিক ইমপ্যাক্ট ৩৬০ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, এই নবম সংস্করণকে কেন্দ্র করে বিভিন্ন দাতব্য কাজের জন্য এখনও পর্যন্ত ২৪.৯০ লক্ষ টাকা সংগ্রহ করা হয়েছে। এই সংস্করণের জন্য তহবিল সংগ্রহ ৩ জানুয়ারি ২০২৫ পর্যন্ত চালু থাকবে। এই তহবিল সংগ্রহের জন্য এগিয়ে এসেছে ত্রিশটি এনজিও এবং আটটি কর্পোরেট সংস্থা। এ ছাড়াও ব্যক্তিগত তহবিল সংগ্রহকারী এবং হাজার হাজার দাতাও এই তহবিল সংগ্রহ করছেন। ‘টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা’র মঞ্চ শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ, জীবিকা, প্রবীণদের যত্ন, লিঙ্গ অধিকার, প্রাণীকল্যাণের মতো বিভিন্ন সামাজিক কাজে সাহায্য করে থাকে।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কনসার্ন ইন্ডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে গাভার চট্টোপাধ্যায়, টাটা মেডিকেল সেন্টারের পক্ষ থেকে সঞ্জীব কুমার আগরওয়াল, ললিত গ্রুপ অফ হোটেলস-এর পক্ষ থেকে রাকেশ মিত্র প্রমুখ।    

এ ছাড়াও রেস রুট উন্মোচনের জন্য টেকনিক্যাল প্রেস মিটের আয়োজন করা হয়। তাতে উপস্থিত ছিলেন রেস ডিরেক্টর হিউ জোন্স, ফোর্টিসের পক্ষ থেকে মেডিকেল ডিরেক্টর এবং হেড অফ এমার্জেন্সি ড. সংযুক্তা দত্ত, ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কমল কুমার মৈত্র এবং প্রোক্যাম ইন্টারন্যাশনাল-এর যুগ্ম ম্যানেজিং ডিরেক্টর বিবেক সিং।

ছবি: প্রতিবেদক

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।