Homeখবরকলকাতাইডেন গার্ডেনে মানবমূত্র থেকে সার! 'সবিতা' প্রকল্পে শুরু উদ্যানপালনের নতুন অধ্যায়

ইডেন গার্ডেনে মানবমূত্র থেকে সার! ‘সবিতা’ প্রকল্পে শুরু উদ্যানপালনের নতুন অধ্যায়

প্রকাশিত

ইডেন গার্ডেনে চলছে একটি পাইলট প্রকল্প, যেখানে মানবমূত্রকে সার হিসেবে ব্যবহার করে গাছের যত্ন নেওয়া হচ্ছে। ১৮৪০ সালে নির্মিত এই বিশাল উদ্যানের ৮৫০ বর্গফুট এলাকা জুড়ে শুরু হয়েছে এই অভিনব উদ্যোগ। প্রকল্প সফল হলে উদ্যানের পুরো এলাকা জুড়ে ১৫০টি গর্ত খুঁড়ে এই প্রযুক্তি প্রয়োগ করা হবে। পরে কলকাতা কর্পোরেশন (KMC) এবং কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (KMDA)-ও শহরের অন্যান্য পার্কে এটি বাস্তবায়িত করতে পারে।

কীভাবে কাজ করছে এই প্রকল্প?

ইডেন গার্ডেনের শৌচাগার থেকে সংগ্রহ করা মানবমূত্র এবং উদ্যানের ট্যাঙ্কের জল মিশিয়ে ৫০:১ অনুপাতে তৈরি হচ্ছে সার। ‘সবিতা’ নামে পরিচিত এই প্রাকৃতিক সারের মাধ্যমে গাছের গোড়ায় সরাসরি জলসেচ দেওয়া হচ্ছে। মাটির আর্দ্রতা পর্যবেক্ষণের জন্য রুয়েলিয়া গাছ লাগানো হয়েছে, যা মাটি শুকিয়ে গেলে ঝুঁকে যায়।

প্রকল্পের ধারণায় কারা

এই প্রকল্পের ধারণা দিয়েছেন অবসরপ্রাপ্ত বিজ্ঞানী এবং বনাধিকারিকরা। উদ্যোগটির মূল কারিগর ক্যালকাটা ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তন ছাত্র এবং প্রাক্তন সেন্ট্রাল ফুয়েল রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক কল্যাণ সেন। তাঁর কথায়, “মানবমূত্রে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ থাকে, যা মাঠ ও খামারে ব্যবহৃত সারের মূল উপাদান। সমস্যা ছিল কুসংস্কার ও দুর্গন্ধ। আমরা জল মিশিয়ে দুর্গন্ধের সমস্যা দূর করেছি। সাফল্যের পর কুসংস্কারও কেটে যাবে।”

প্রযুক্তিগত সহায়তা

জাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস এবং ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ সার সরবরাহের পরিমাণ নিয়ন্ত্রণে সেন্সরভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করেছে। এছাড়া, সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনাও রয়েছে, যাতে সারের প্রবাহ পর্যবেক্ষণ করা যায়।

খরচ এবং ভবিষ্যৎ পরিকল্পনা

এই প্রকল্পে খরচ বহন করছেন ৮০-ঊর্ধ্ব প্রবীণ নাগরিকরা, যাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন বিজ্ঞানী পি কে রায়। তাঁদের আশা, এই মডেল সফল হলে, কমিউনিটি টয়লেট সংলগ্ন পার্কগুলিতে এটি চালু করা সম্ভব হবে।

সামাজিক বার্তা

ইডেন গার্ডেনের এই প্রকল্প পরিবেশবান্ধব এবং টেকসই উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছে। এটি শুধু শহরের পরিবেশ রক্ষাতেই নয়, সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সাশ্রয়ী মূল্যর বড়ো ডিসপ্লেওয়ালা Samsung Galaxy Tab A11 আনল Samsung

স্যামসাং ভারতে লঞ্চ করল Galaxy Tab A11। বড়ো ডিসপ্লে, Helio G99 চিপসেট, 5G কানেক্টিভিটি ও 5100mAh ব্যাটারি সহ আসছে এই ট্যাব। দাম শুরু মাত্র ১২,৯৯৯ টাকা।

কী কারণে অশান্ত লাদাখ? বিক্ষোভ নিয়ে কী অবস্থান রাজনৈতিক দলগুলির?

কেন উত্তপ্ত লাদাখ? এই অঞ্চলে অস্থিরতার পেছনের রাজনৈতিক ও সামাজিক কারণগুলো কী? পড়ুন লাদাখের মানুষের মূল দাবি, যেমন পূর্ণ রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ।

এশিয়া কাপ: ফাইনালে ভারত, ৩ বল বাকি থাকতেই গুঁড়িয়ে গেল বাংলাদেশ

ভারত: ১৬৮-৬ (অভিষেক শর্মা ৭৫, হার্দিক পাণ্ড্য ৩৮, শুভমন গিল ২৯, রিশাদ হোসেন ২-২৭) বাংলাদেশ:...

পুজোর মুখে সুখবর, সস্তা হচ্ছে কলকাতা মেট্রোর স্মার্ট কার্ড, বৈধতা বাড়ল ১০ বছর

পুজোর আগে বড় ঘোষণা কলকাতা মেট্রোর। সস্তা হচ্ছে স্মার্ট কার্ড, বৈধতা এক বছরের বদলে হবে ১০ বছর। জেনে নিন নতুন নিয়ম।

আরও পড়ুন

পুজোর মুখে সুখবর, সস্তা হচ্ছে কলকাতা মেট্রোর স্মার্ট কার্ড, বৈধতা বাড়ল ১০ বছর

পুজোর আগে বড় ঘোষণা কলকাতা মেট্রোর। সস্তা হচ্ছে স্মার্ট কার্ড, বৈধতা এক বছরের বদলে হবে ১০ বছর। জেনে নিন নতুন নিয়ম।

কলকাতার দুর্গাপুজোয় অনন্য উদ্যোগ, বাচ্চাদের জন্য ‘আল্টিমা বাহন’ নিয়ে এল এভারেডি

বড় বাজেটের ঝলমলে পুজোর মাঝেও অনন্য উদ্যোগ। কলকাতার এক স্কুলের বাচ্চাদের দুর্গাপুজোয় এভারেডির তৈরি ব্যাটারিচালিত ‘আল্টিমা বাহন’।

রাতভর রেকর্ড বৃষ্টিতে অচল কলকাতা! ৭ জনের মৃত্যু, জলমগ্ন হাসপাতাল থেকে রেললাইন, কী বলছে হাওয়া অফিস?

রাতভর টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। বহু এলাকা জলমগ্ন, রেল-রাস্তায় পরিষেবা ব্যাহত। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৭ জনের। পুজোর আগে আশঙ্কা আরও বাড়ল।