Homeশিল্প-বাণিজ্যব্যবহৃত গাড়ি কেনাবেচায় বাড়ল জিএসটি, কাউন্সিলের বৈঠকে অধরা বিমা সেক্টর নিয়ে সিদ্ধান্ত

ব্যবহৃত গাড়ি কেনাবেচায় বাড়ল জিএসটি, কাউন্সিলের বৈঠকে অধরা বিমা সেক্টর নিয়ে সিদ্ধান্ত

প্রকাশিত

বিমা প্রিমিয়ামে জিএসটি হার পুনর্বিবেচনা নিয়ে কোনো ফয়সালা হল না জিএসটি কাউন্সিলের ৫৫তম বৈঠকে। তবে, বৈদ্যুতিক যানবাহন (EV)-সহ সমস্ত রকমের ব্যবহৃত গাড়ির উপর জিএসটি হার ১২ শতাংশ থেকে ১৮ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল।

ব্যবহৃত গাড়ির উপর এই নতুন হার শুধুমাত্র ব্যবসায়ী বা ডিলারদের মাধ্যমে বিক্রি হওয়া ব্যবহৃত গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে, সরাসরি এক জনের কাছ থেকে অন্যের কেনাবেচার ক্ষেত্রে জিএসটি হার ১২ শতাংশেই অপরিবর্তিত থাকবে। এই সিদ্ধান্তের লক্ষ্য ব্যবহৃত গাড়ির ক্ষেত্রে করের হারকে নতুন গাড়ির জন্য নির্ধারিত মানক হার (১৮ শতাংশ)-এর সঙ্গে সামঞ্জস্য করা।

জিএসটি কাউন্সিলের এই বৈঠকটি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সভাপতিত্বে রাজস্থানের জয়সলমেঢ়ে অনুষ্ঠিত হয়। এই বৈঠকের মাধ্যমে জিএসটি হার এবং ক্ষতিপূরণ সেসের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিমা খাতে জিএসটি হার নিয়ে আলোচনা স্থগিত

জানা যায়, এ দিনের বৈঠকে বিমা খাতের উপর জিএসটি হার পুনর্বিবেচনার জন্য গঠিত মন্ত্রীগোষ্ঠী (গ্রুপ অফ মিনিস্টারস)-এর রিপোর্ট নিয়ে আলোচনার পরিকল্পনা ছিল। কিন্তু সদস্যদের মধ্যে মতবিরোধের কারণে এই আলোচনাটি পরবর্তী বৈঠকের জন্য স্থগিত করা হয়েছে। বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি জানিয়েছেন, জানুয়ারিতে আবার বৈঠকে বসবে মন্ত্রীগোষ্ঠী।

জিএসটি ক্ষতিপূরণ সেসের মেয়াদ বৃদ্ধি নিয়ে আলোচনা

ক্ষতিপূরণ সেসের মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে জিএসটি কাউন্সিল। সেসের কার্যকাল ২০২৬ সালের মার্চে শেষ হবে। তবে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরির নেতৃত্বাধীন মন্ত্রীগোষ্ঠীকে তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য আরও ছয় মাস সময় বাড়িয়ে ২০২৫ সালের জুন পর্যন্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ক্রেডিট কার্ডের বিল মেটাতে দেরি? ৩০ শতাংশ সুদের সীমা নিয়ে এনসিডিআরসি-র রায় বাতিল সুপ্রিম কোর্টে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।

নতুন তিন স্ল্যাব অনুমোদন করল জিএসটি কাউন্সিল, চলতি মাস থেকেই কার্যকর

জিএসটি কাউন্সিলের ৫৬তম বৈঠকে সিদ্ধান্ত হল—এবার থেকে জিএসটি-তে থাকবে তিনটি স্ল্যাব। ১২% ও ২৮% স্ল্যাব বাতিল, ৪০% হারে কর দিতে হবে বিলাসবহুল পণ্যে।