Homeখেলাধুলোফুটবলআইএসএল ২০২৪-২৫: পর পর দু’টি ম্যাচে জয়, জামশেদপুরকে হারিয়ে ইস্টবেঙ্গল উঠে এল...

আইএসএল ২০২৪-২৫: পর পর দু’টি ম্যাচে জয়, জামশেদপুরকে হারিয়ে ইস্টবেঙ্গল উঠে এল আরও এক ধাপ   

প্রকাশিত

ইস্টবেঙ্গল এফসি: ১ (দিমিত্রিয়স দিয়ামানতাকোস) জামশেদপুর এফসি: ০

কলকাতা: এ বারের আইএসএল-এ যেন একটু একটু করে লড়াইয়ে ফিরছে ইস্টবেঙ্গল এফসি। ইস্টবেঙ্গলের দিক থেকে এ রকম আক্রমণাত্মক ফুটবল এ বার খুব বেশি দেখা যায়নি। প্রচুর গোল করার সুযোগ পেয়েছিল লাল-হলুদ বাহিনী। অন্তত আধ ডজন গোলে জেতা উচিত ছিল তাদের। কিন্তু শেষ পর্যন্ত জিতেছে ১-০ গোলে। শনিবার সল্ট লেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ম্যাচে দিমিত্রিয়স দিয়ামানতাকোসের গোলে জামশেদপুর এফসিকে হারাল ইস্টবেঙ্গল। আর এই জয়ের ফলে তারা লিগ টেবিলে আরও এক ধাপ উঠে এল। আপাতত ১২ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট সংগ্রহ করে তারা উঠে এল দশম স্থানে।

এ দিন ইস্টবেঙ্গলের ভাগ্যও তেমন সাথ দেয়নি। দুটো নিশ্চিত গোল হয়নি। ম্যাচের ৭ মিনিটে ৩৫ গজ দূর থেকে নেওয়া আনোয়ার আলির শট জামশেদপুরের পোস্টে গিয়ে লাগে। আর দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে পিভি বিষ্ণুর শট ক্রসবারে লেগে ফিরে আসে।

ইস্টবেঙ্গলের জয়সূচক গোলটি আসে দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬০ মিনিটে। ডান দিক থেকে নন্দকুমারের নিচু ক্রস চলে আসে বিষ্ণুর কাছে। দূরের পোস্টে অরক্ষিত অবস্থায় দাঁড়িয়ে থাকা দিমিত্রিয়স দিয়ামানতাকোসের জন্য বলটি ছেড়ে দেন বিষ্ণু। প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দিতে কোনো অসুবিধা হয়নি দিয়ামানতাকোসের। ম্যাচের শেষ দিকে জামশেদপুর কয়েক বার আক্রমণে উঠে আসে। কিন্তু তা থেকে কোনো বিপদ ঘনায়নি ইস্টবেঙ্গলের পক্ষে।        

লিগ টেবিলে কে কোথায়

এ দিন আইএসএল-এর আর একটি ম্যাচে মুম্বই এফসি ১-০ গোলে চেন্নাইয়িন এফসিকে হারিয়েছে। ফলে লিগ টেবিলে বিভিন্ন দলের উত্থানপতন হয়েছে। এই জয়ের ফলে মুম্বই এফসি চলে এসেছে চতুর্থ স্থানে। ১২ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২০ পয়েন্ট। লিগ টেবিলের প্রথম ৫টি দল প্রত্যেকেই ১২টি করে ম্যাচ খেলেছে। ২৬ পয়েন্ট সংগ্রহ করে মোহনবাগান সুপার জায়ান্ট রয়েছে শীর্ষে, ২৪ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু এফসি দ্বিতীয় স্থানে, ২২ পয়েন্ট নিয়ে এফসি গোয়া তৃতীয় স্থানে, ২০ পয়েন্ট সংগ্রহ করে মুম্বই এফসি চতুর্থ স্থানে এবং ১৯ পয়েন্ট সংগ্রহ পঞ্চম স্থানে রয়েছে ওড়িশা এফসি। এ দিনের হারের পর চেন্নাইয়িন এফসি রইল নবম স্থানে, তাদের সংগ্রহ ১৩ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট।

শনিবার জামশেদপুর এফসিকে হারিয়ে ইস্টবেঙ্গল উঠে এল দশম স্থানে। ১২ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট। জামশেদপুর এফসি রইল সপ্তম স্থানে, তাদের সংগ্রহ ১১ ম্যাচ থেকে ১৮ পয়েন্ট।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

আরও পড়ুন

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জয়ী, পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেমি ম্যাকলারেন) চেন্নাইয়িন এফসি: ০ ইস্টবেঙ্গল এফসি: ২ (নাওরেম মহেশ সিং,...

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।