ভক্তদের জন্য পোশাকবিধি নিয়ে নতুন নির্দেশিকা জারি করল বৃন্দাবনের বিখ্যাত বাঁকে বিহারি মন্দির। মন্দিরে প্রবেশের ক্ষেত্রে মিনি স্কার্ট, ছেঁড়া জিন্স, হাফ প্যান্ট বা রাতপোশাকের মতো জামাকাপড় নিষিদ্ধ করা হয়েছে। মন্দিরের পবিত্রতা এবং সাংস্কৃতিক মর্যাদা অক্ষুণ্ণ রাখতে ভক্তদের ‘ভদ্র’ পোশাক পরে মন্দিরে আসার অনুরোধ জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।
ডিসেম্বর থেকে ইংরেজি নববর্ষ পর্যন্ত বাঁকে বিহারি মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় হয়। বহু ভক্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যলাভের আশায় এই মন্দিরে আসেন। কিন্তু অনেক ভিন্রাজ্যের ভক্তদের সাধারণ পোশাক পরার প্রবণতা মন্দির কর্তৃপক্ষকে সমস্যায় ফেলেছে। তাঁদের দাবি, জিন্স বা মিনি স্কার্ট পরার কারণে মন্দিরের পবিত্রতা ক্ষুণ্ণ হচ্ছে।
মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘মিনি স্কার্ট, ছেঁড়া জিন্স, হাফ প্যান্ট বা রাতপোশাক মন্দিরের পরিবেশের পক্ষে উপযুক্ত নয়। ভক্তদের অনুরোধ করা হচ্ছে, ভদ্র পোশাক পরে মন্দিরে প্রবেশ করুন।’’ এই বার্তা প্রচারের জন্য মন্দিরের রাস্তায় ব্যানার লাগানো হয়েছে এবং সমাজমাধ্যমেও প্রচারণা চালানো হয়েছে।
উল্লেখ্য, বাঁকে বিহারি মন্দির বৃন্দাবনে অত্যন্ত জনপ্রিয়। এখানে রাধা ও কৃষ্ণের সম্মিলিত রূপের পূজা হয়, যা ‘কুঞ্জ বিহারী’ নামে পরিচিত ছিল। ১৮৬৪ সালে এই মন্দির প্রতিষ্ঠিত হয়।
মন্দিরের ম্যানেজার মুনিশ শর্মা বলেন, ‘‘মন্দিরের ঐতিহ্য এবং সংস্কৃতি বজায় রাখার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। বাইরে থেকে আসা অনেক পর্যটক সাধারণ জিন্স বা টি-শার্ট পরে মন্দিরে প্রবেশ করছেন। এটি মন্দিরের মর্যাদা রক্ষার পথে অন্তরায়।’’