জিএসটি নম্বর পাওয়া অনেকের কাছে জটিল বলে মনে হলেও, এই প্রক্রিয়াটি এখন সম্পূর্ণ অনলাইনে এবং সহজে করা যায়। ব্যবসার আয় নির্দিষ্ট সীমার বেশি হলে জিএসটি নম্বর বাধ্যতামূলক। নতুন ব্যবসা শুরু করার সময় বা কর সংক্রান্ত কাজ ঠিকঠাক রাখতে, জিএসটি নম্বরের জন্য আবেদন করতে পারেন এই ৬টি ধাপে।
১. জিএসটি পোর্টালে যান
প্রথমে সরকারি জিএসটি পোর্টাল (www.gst.gov.in) এ যান। এখানে রেজিস্ট্রেশন থেকে শুরু করে রিটার্ন ফাইল করা এবং পেমেন্ট ট্র্যাক করার সব কাজই হয়।
২. নতুন অ্যাকাউন্ট তৈরি করুন
পোর্টালে “Services” ট্যাবে যান। এরপর “Registration” থেকে “New Registration” সিলেক্ট করুন। এখানে কিছু প্রাথমিক তথ্য দিতে হবে, যেমন:
- ব্যবসার নাম (প্যান অনুযায়ী)
- ব্যবসা বা প্রোপ্রাইটারের প্যান নম্বর
- ইমেল ও মোবাইল নম্বর
- ব্যবসার স্থান
তথ্য জমা দিলে রেজিস্টার্ড মোবাইল নম্বর ও ইমেলে একটি ওটিপি আসবে, যা দিয়ে ভেরিফিকেশন করতে হবে।
৩. টিআরএন (Temporary Reference Number) জমা দিন
ভেরিফিকেশনের পর পোর্টাল একটি টিআরএন জেনারেট করবে। এই টিআরএন ব্যবহার করে পুনরায় লগইন করুন এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালিয়ে যান। টিআরএন এন্ট্রি করার পর আরও একটি ওটিপি আসবে, যা দিয়ে সিকিউরিটি ভেরিফিকেশন করতে হবে।
৪. আবেদন ফর্মের ‘পার্ট বি’ পূরণ করুন
এই ধাপে আবেদন ফর্মের পার্ট বি পূরণ করতে হবে, যেখানে ব্যবসার বিস্তারিত তথ্য চাওয়া হবে। এতে অন্তর্ভুক্ত:
- ব্যবসার নাম, প্যান নম্বর, প্রাথমিক ও অতিরিক্ত ব্যবসার অবস্থান
- প্রোমোটার বা পার্টনারদের তথ্য
- অনুমোদিত সিগনেটরির বিবরণ
- ব্যাংক তথ্য
- ব্যবসার প্রাথমিক স্থানের প্রমাণপত্র (যেমন, ভাড়ার চুক্তি বা বিদ্যুতের বিল)
এছাড়া, রেজিস্ট্রেশনের ধরন (নিয়মিত, কম্পোজিশন স্কিম বা ক্যাজুয়াল) সিলেক্ট করতে হবে।
৫. প্রয়োজনীয় নথি আপলোড করুন
ভেরিফিকেশনের জন্য কিছু নথি আপলোড করতে হবে, যেমন:
- প্যান কার্ড
- অনুমোদিত সিগনেটরির আধার কার্ড
- ব্যবসার ঠিকানার প্রমাণপত্র
- ব্যাংক স্টেটমেন্ট বা বাতিল চেক
- ব্যবসা রেজিস্ট্রেশন সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
- ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট (কোম্পানি বা এলএলপি-র ক্ষেত্রে বাধ্যতামূলক)
৬. ভেরিফিকেশন ও জমা দিন
নথি আপলোড করার পর আবেদনটি ভেরিফাই করতে হবে। এটি করা যায়:
- ইলেকট্রনিক ভেরিফিকেশন কোড (EVC) এর মাধ্যমে
- ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট (DSC) ব্যবহার করে
আবেদন জমা দিলে একটি অ্যাকনলেজমেন্ট নম্বর দেওয়া হবে। কয়েক দিনের মধ্যে আপনার জিএসটিআইএন (GSTIN) এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইমেলের মাধ্যমে পাঠানো হবে।
জিএসটি রেজিস্ট্রেশন এখন অনেক সহজ হয়েছে। প্রয়োজনীয় নথি আগে থেকেই প্রস্তুত রাখলে কাজটি আরও দ্রুত করা যাবে। জিএসটিআইএন হাতে থাকলে আপনি সহজেই কর সংগ্রহ, রিটার্ন ফাইল এবং ব্যবসা পরিচালনা করতে পারবেন।