Homeরাজ্যদঃ ২৪ পরগনাআবাসের টাকা জুয়ার আসরে দেওয়ার জন্য চাপ, না পেয়ে বাড়িতে আগুন স্বামীর

আবাসের টাকা জুয়ার আসরে দেওয়ার জন্য চাপ, না পেয়ে বাড়িতে আগুন স্বামীর

প্রকাশিত

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: স্ত্রীকে আবাস যোজনার টাকা জুয়া খেলার জন্য দিতে বাধ্য করার চেষ্টা। না পেয়ে নিজের বাড়িতেই আগুন লাগানোর অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার তালদি পূর্ব শিবনগর এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম সওকত গাজী। অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে মদ এবং জুয়ার আসরে মেতে থাকেন।

সওকতের স্ত্রী লালমনি গাজীর অ্যাকাউন্টে সম্প্রতি আবাস যোজনার আওতায় ৬০ হাজার টাকা জমা হয়। সেই টাকা দাবি করেন সওকত। কিন্তু স্ত্রী টাকা দিতে অস্বীকার করলে, তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। প্রথমে স্ত্রীকে মারধর করেন এবং তারপর নিজের বাড়িতেই আগুন লাগিয়ে দেন।

ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। আগুন লাগার কারণে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে লালমনি গাজী ক্যানিং থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সওকত গাজী বর্তমানে পলাতক। তাঁকে ধরার জন্য তল্লাশি শুরু হয়েছে। এলাকাবাসী এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

স্ত্রীর অভিযোগ, সওকত দীর্ঘদিন ধরে মদ এবং জুয়া খেলার আসরে পরিবারের টাকা নষ্ট করেন। লালমনির অভিযোগ, আবাস যোজনার টাকা জুয়ার জন্য ব্যবহার করতে দিতে তিনি রাজি হননি বলেই স্বামী এমন চরম পদক্ষেপ নিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুতর এবং অভিযুক্ত ধরা পড়লেই তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

আরও পড়ুন

দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে সুন্দরবন, দক্ষিণ ২৪ পরগনার তিন বনাঞ্চল যুক্ত করার সিদ্ধান্ত কেন্দ্রের

দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, মাতলা ও রামগঙ্গা বনাঞ্চলকে সুন্দরবন টাইগার রিজার্ভে অন্তর্ভুক্ত করার প্রস্তাবে সায় দিল কেন্দ্র। ফলে ৩,৬০০ বর্গকিমি জুড়ে ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে সুন্দরবন।

শিয়ালদহ দক্ষিণ শাখায় তিনটি নতুন লোকাল ট্রেন, উপকৃত হবেন অফিস-স্কুলগামী যাত্রীরা

শিয়ালদহ দক্ষিণ শাখায় সোনারপুর, বালিগঞ্জ ও ডায়মন্ড হারবার রুটে চালু হচ্ছে তিনটি নতুন ইএমইউ ট্রেন। যাত্রীদের ভিড় সামলাতে রেলের বড় পদক্ষেপ।

সুন্দরবনে বাঘরোলের মলেই মিলল প্লাস্টিক! বিপদের ইঙ্গিত, জানাল টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত সমীক্ষা

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি সমীক্ষা জানাল, সুন্দরবনের মাৎস্যবিড়ালের মল ও খাদ্যশৃঙ্খলে মিলেছে মাইক্রোপ্লাস্টিক। পর্যটন ও শিল্প বর্জ্যই অন্যতম কারণ।