Homeশিল্প-বাণিজ্যনতুন শ্রমবিধি নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত, ধর্মঘটের হুমকি ট্রেড ইউনিয়নগুলির

নতুন শ্রমবিধি নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত, ধর্মঘটের হুমকি ট্রেড ইউনিয়নগুলির

প্রকাশিত

নতুন শ্রমবিধি চালু নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে তীব্র মতবিরোধের আবহে উত্তাল শ্রমক্ষেত্র। মোদী সরকার এই বছরের মাঝামাঝি সময়ে নতুন শ্রমবিধি কার্যকর করার পরিকল্পনা করেছে। তবে এর বিরোধিতায় সরব হয়েছে সিটু, আইএনটিইউসি, এইচএমএস-সহ ১০টি ট্রেড ইউনিয়ন। ইতিমধ্যেই কেন্দ্রকে চিঠি দিয়ে তারা বিধি কার্যকর না করার দাবি জানিয়েছে। শ্রমিক সংগঠনগুলি সতর্ক করে দিয়েছে, আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংশোধন না হলে ধর্মঘট-সহ বড় আন্দোলনের পথে হাঁটবে তারা।

কেন্দ্র ২০১৯-২০ সালে চারটি শ্রমবিধি সংসদে পাশ করে। মজুরি, শিল্প সম্পর্ক, সামাজিক সুরক্ষা এবং কর্মক্ষেত্রে সুরক্ষা ও কাজের পরিবেশ সংক্রান্ত এই বিধিগুলি পুরনো শ্রম আইনগুলিকে একত্রিত করে গঠন করা হয়েছে। কিন্তু কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়নগুলির অভিযোগ, বিধিগুলি শ্রমিক স্বার্থের পরিপন্থী এবং মালিকপক্ষকে অতিরিক্ত ক্ষমতা প্রদান করবে।

শ্রমিকদের প্রধান উদ্বেগগুলির মধ্যে রয়েছে:

* কারখানা বন্ধে অনুমোদনের সীমা ১০০ শ্রমিক থেকে বাড়িয়ে ৩০০ করা।

* নতুন ইউনিয়ন নথিভুক্তিকরণের জটিলতা।

* ৮ ঘণ্টার বেশি কাজ না করার অধিকার খর্ব হওয়ার আশঙ্কা।

পশ্চিমবঙ্গ, কেরল, কর্নাটক এবং তামিলনাড়ু-সহ বেশ কয়েকটি রাজ্য এই বিধিগুলি চালু না করার ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গের শ্রমমন্ত্রী মলয় ঘটক জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে স্পষ্ট জানিয়েছেন যে, এই বিধি রাজ্যে কার্যকর হবে না।

সিটু-র সাধারণ সম্পাদক তপন সেন বলেন, “বিধিগুলির একাধিক ধারা শ্রমিক স্বার্থের বিরোধী। এগুলি চালু করা হলে দেশজুড়ে আন্দোলন হবেই।” আইএনটিইউসি-র অশোক সিংহ বলেন, “করোনাকালে কোনও আলোচনা ছাড়াই বিলগুলি পাশ করানো হয়েছে। ট্রেড ইউনিয়নগুলির মতামত নেওয়া হয়নি।”

সব মিলিয়ে, কেন্দ্রীয় শ্রমবিধি নিয়ে সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। কেন্দ্র-রাজ্যের এই টানাপোড়েন শ্রমক্ষেত্রের ভবিষ্যৎ কীভাবে প্রভাবিত করবে, তা এখনই বলা কঠিন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

আরও পড়ুন

বিশ্বের সর্বাধিক তেল মজুত ভেনেজুয়েলায়, তবু কেন উৎপাদনে পিছিয়ে দক্ষিণ আমেরিকার দেশটি?

ভেনেজুয়েলার হাতে বিশ্বের সবচেয়ে বড় তেল ভাণ্ডার—প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল। তবু বিনিয়োগ ঘাটতি, নিষেধাজ্ঞা ও প্রযুক্তিগত সমস্যায় তেল উৎপাদন সম্ভাবনার অনেক নীচে।

২০২৬-এও কি টাকার উপর চাপ অব্যাহত থাকবে? কী বলছেন বিশেষজ্ঞরা

বিশেষজ্ঞদের মতে, যদি ভারত-মার্কিন বাণিজ্যচুক্তিতে অগ্রগতি হয় এবং বিদেশি বিনিয়োগ ফিরতে শুরু করে, তবে ২০২৬ সালের শেষভাগে টাকার দাম কিছুটা ঘুরে দাঁড়িয়ে ₹৮৩–₹৮৪ স্তরে স্থিতিশীল হতে পারে।

ইরানে রিয়ালের রেকর্ড পতনে দেশজুড়ে বিক্ষোভ, সেন্ট্রাল ব্যাঙ্ক প্রধানের পদত্যাগ

রিয়ালের ঐতিহাসিক পতনে ইরানে বিক্ষোভ, তেহরানসহ বিভিন্ন শহরে দোকান বন্ধ। সেন্ট্রাল ব্যাঙ্ক প্রধানের পদত্যাগ।