Homeশিল্প-বাণিজ্যনতুন শ্রমবিধি নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত, ধর্মঘটের হুমকি ট্রেড ইউনিয়নগুলির

নতুন শ্রমবিধি নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত, ধর্মঘটের হুমকি ট্রেড ইউনিয়নগুলির

প্রকাশিত

নতুন শ্রমবিধি চালু নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে তীব্র মতবিরোধের আবহে উত্তাল শ্রমক্ষেত্র। মোদী সরকার এই বছরের মাঝামাঝি সময়ে নতুন শ্রমবিধি কার্যকর করার পরিকল্পনা করেছে। তবে এর বিরোধিতায় সরব হয়েছে সিটু, আইএনটিইউসি, এইচএমএস-সহ ১০টি ট্রেড ইউনিয়ন। ইতিমধ্যেই কেন্দ্রকে চিঠি দিয়ে তারা বিধি কার্যকর না করার দাবি জানিয়েছে। শ্রমিক সংগঠনগুলি সতর্ক করে দিয়েছে, আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংশোধন না হলে ধর্মঘট-সহ বড় আন্দোলনের পথে হাঁটবে তারা।

কেন্দ্র ২০১৯-২০ সালে চারটি শ্রমবিধি সংসদে পাশ করে। মজুরি, শিল্প সম্পর্ক, সামাজিক সুরক্ষা এবং কর্মক্ষেত্রে সুরক্ষা ও কাজের পরিবেশ সংক্রান্ত এই বিধিগুলি পুরনো শ্রম আইনগুলিকে একত্রিত করে গঠন করা হয়েছে। কিন্তু কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়নগুলির অভিযোগ, বিধিগুলি শ্রমিক স্বার্থের পরিপন্থী এবং মালিকপক্ষকে অতিরিক্ত ক্ষমতা প্রদান করবে।

শ্রমিকদের প্রধান উদ্বেগগুলির মধ্যে রয়েছে:

* কারখানা বন্ধে অনুমোদনের সীমা ১০০ শ্রমিক থেকে বাড়িয়ে ৩০০ করা।

* নতুন ইউনিয়ন নথিভুক্তিকরণের জটিলতা।

* ৮ ঘণ্টার বেশি কাজ না করার অধিকার খর্ব হওয়ার আশঙ্কা।

পশ্চিমবঙ্গ, কেরল, কর্নাটক এবং তামিলনাড়ু-সহ বেশ কয়েকটি রাজ্য এই বিধিগুলি চালু না করার ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গের শ্রমমন্ত্রী মলয় ঘটক জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে স্পষ্ট জানিয়েছেন যে, এই বিধি রাজ্যে কার্যকর হবে না।

সিটু-র সাধারণ সম্পাদক তপন সেন বলেন, “বিধিগুলির একাধিক ধারা শ্রমিক স্বার্থের বিরোধী। এগুলি চালু করা হলে দেশজুড়ে আন্দোলন হবেই।” আইএনটিইউসি-র অশোক সিংহ বলেন, “করোনাকালে কোনও আলোচনা ছাড়াই বিলগুলি পাশ করানো হয়েছে। ট্রেড ইউনিয়নগুলির মতামত নেওয়া হয়নি।”

সব মিলিয়ে, কেন্দ্রীয় শ্রমবিধি নিয়ে সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। কেন্দ্র-রাজ্যের এই টানাপোড়েন শ্রমক্ষেত্রের ভবিষ্যৎ কীভাবে প্রভাবিত করবে, তা এখনই বলা কঠিন।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

আরও পড়ুন

দীপাবলিতে বিনিয়োগকারীদের উপহার! চারটি নতুন ডিজিটাল অ্যাপ ও আধুনিক ফিচার নিয়ে এল NSE

এনএসই দীপাবলিতে চালু করল চারটি নতুন মোবাইল অ্যাপ ও এনএসই এমএফ ইনভেস্ট প্ল্যাটফর্মে বড়সড় আপডেট। বিনিয়োগকারীদের জন্য আরও সহজ হল পোর্টফোলিও ট্র্যাকিং, অর্ডার প্লেসমেন্ট ও কমপ্লায়েন্স প্রক্রিয়া।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।