Homeখবরদেশগ্রামীণ ভারত মহোৎসব ২০২৫ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

গ্রামীণ ভারত মহোৎসব ২০২৫ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

প্রকাশিত

শনিবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে গ্রামীণ ভারত মহোৎসব ২০২৫-এর শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই অনুষ্ঠানে গ্রামের উন্নয়নকে ভারতের সামগ্রিক অগ্রগতির মূলভিত্তি হিসেবে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, “গ্রামের সমৃদ্ধি হল জাতির উন্নয়নের চাবিকাঠি। আমাদের গ্রামীণ এলাকা যত বেশি আত্মনির্ভর ও প্রগতিশীল হবে, ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারতের স্বপ্ন ততই সাফল্যের পথে এগোবে”।

জানুয়ারি ৪ থেকে ৯ পর্যন্ত চলবে এই মহোৎসব। গ্রামীণ ভারতের সৃজনশীলতা এবং উদ্যোগগুলিকে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে রয়েছে প্রদর্শনী, যেখানে গ্রামীণ ভারতের উদ্ভাবন এবং টেকসই সমাধানের প্রদর্শনী হবে। প্রধানমন্ত্রী মোদী কারুশিল্পীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দক্ষতা ও ঐতিহ্যবাহী কাজের প্রশংসা করেন। কর্মশালা ও আলোচনায় প্রযুক্তি ব্যবহার করে গ্রামীণ উন্নয়ন, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কমিউনিটি ক্ষমতায়নের বিষয়ে আলোচনা হবে।

মহোৎসবের মূল উদ্দেশ্য ২০৪৭ সালের মধ্যে গ্রামীণ উন্নয়নকে জোরদার করা। প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিকাঠামো উন্নয়ন এবং গ্রামীণ উদ্যোগকে উৎসাহিত করার জন্য সরকার একাধিক উদ্যোগ গ্রহণ করছে।

গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখা কারুশিল্পী এবং উদ্যোক্তাদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বক্তৃতা করার সময় তিনি বলেন, “বিশ্ব এখন ভারতের দিকে প্রশংসার দৃষ্টিতে তাকাচ্ছে। আমাদের গ্রামগুলির ঐতিহ্য এবং প্রতিভা সেই প্রশংসাকে দৃঢ় অংশীদারিত্বে পরিণত করার সম্ভাবনা রাখে।”

গ্রামীণ ভারত মহোৎসব শুধু গ্রামীণ সৃজনশীলতাকে তুলে ধরার একটি মঞ্চ নয়, বরং শহর এবং গ্রামের মধ্যে ব্যবধান কমিয়ে ভারতের সার্বিক উন্নয়নকে গতিশীল করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।