গুজরাতের পোরবন্দরে ইন্ডিয়ান কোস্ট গার্ডের একটি এডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) ধ্রুব ভেঙে পড়ার ঘটনায় তিনজন ক্রু সদস্যের মৃত্যু হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, দুর্ঘটনার পর হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়।
হেলিকপ্টারটি একটি রুটিন ওড়ার সময় ভেঙে পড়ে। দুর্ঘটনাটি কোস্ট গার্ডের এয়ার এনক্লেভে ঘটে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের চিকিৎসা চলছে পোরবন্দর সিভিল হাসপাতালে।
এএলএইচ ধ্রুব হেলিকপ্টারটি ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং কোস্ট গার্ডে ব্যবহৃত হয়। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। এ নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চার মাস আগেও পোরবন্দর উপকূলে একটি এএলএইচ এমকে-৩ হেলিকপ্টার সমুদ্রে ভেঙে পড়ে। সেই ঘটনায় তিনজন ক্রু নিখোঁজ হন। পরে দুইজনের দেহ উদ্ধার করা হলেও পাইলটের দেহ পাওয়া যায়নি। এক মাসের অনুসন্ধানের পর অক্টোবর মাসে তাঁর দেহ উদ্ধার হয়।
উল্লেখ্য, দুই বছর আগে ধ্রুব হেলিকপ্টারের কিছু নকশাগত এবং মেটালার্জি সংক্রান্ত ত্রুটি শনাক্ত হয়েছিল। এরপর ২০২৩ সালে এই প্ল্যাটফর্মের একাধিক দুর্ঘটনা ঘটায় সেনাবাহিনী এবং বিমানবাহিনী তাদের হেলিকপ্টারগুলোকে নিরাপত্তা পরিদর্শনের জন্য সাময়িকভাবে স্থগিত রেখেছিল।
বর্তমানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং কোস্ট গার্ডের কাছে ৩২৫টিরও বেশি এএলএইচ ধ্রুব হেলিকপ্টার রয়েছে। নিরাপত্তা নিরীক্ষার পর সেগুলো পুনরায় চালু করা হয়।