Homeশিল্প-বাণিজ্যবাজেট ২০২৫: কর্মসংস্থান সৃষ্টিতে জোর দিতে চলেছে কেন্দ্র, সিআইআই-এর পরামর্শ

বাজেট ২০২৫: কর্মসংস্থান সৃষ্টিতে জোর দিতে চলেছে কেন্দ্র, সিআইআই-এর পরামর্শ

প্রকাশিত

২০২৫ সালের কেন্দ্রীয় বাজেটে কর্মসংস্থান সৃষ্টিতে বাড়তি গুরুত্ব দেওয়া হতে পারে। গত বছরের বাজেটে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্প চালুর পর, এ বছর কর্মসংস্থান বাড়াতে আরও নতুন উদ্যোগ নেওয়ার আশা প্রকাশ করেছে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)।

সিআইআই-এর মতে, ভারতের জনসংখ্যাগত সুবিধা কাজে লাগাতে এবং অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি নিশ্চিত করতে বড় পরিসরে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনটির পরিসংখ্যান অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে ভারতে কর্মক্ষম জনসংখ্যা বর্তমানের তুলনায় ১৩.৩ কোটি বাড়বে। এই পরিস্থিতিতে দেশের তরুণ জনসংখ্যাকে উৎপাদনশীল করে তুলতে বিশেষ উদ্যোগ প্রয়োজন।

সরকারকে কর্মসংস্থান বাড়ানোর জন্য সাতটি সুপারিশ করেছে সিআইআই । তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পরামর্শগুলি হল: একটি জাতীয় কর্মসংস্থান নীতি বাস্তবায়ন। শ্রমনিবিড় ক্ষেত্রগুলিকে উৎসাহ দেওয়া। একটি আন্তর্জাতিক পরিবহন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা।

    ভারতীয় জনসংখ্যার গড় বয়স এখন ২৯ বছর, যা বিশ্বের সবচেয়ে কম। তাই তরুণ কর্মশক্তিকে সঠিকভাবে কাজে লাগানো দেশের অর্থনৈতিক বৃদ্ধির জন্য অত্যন্ত জরুরি।

    সিআইআই আরও প্রস্তাব করেছে, গ্রামীণ এলাকায় বিশেষত সরকারি দফতরে একটি ইন্টার্নশিপ প্রকল্প চালু করা হোক। এই প্রকল্প কলেজ-শিক্ষিত যুবকদের স্বল্পমেয়াদি চাকরির সুযোগ প্রদান করবে এবং শিক্ষা ও কর্মদক্ষতার মধ্যে ফাঁক পূরণ করবে। সেই সঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্প কার্যকর করার ক্ষেত্রে এই উদ্যোগ সহায়ক হবে।

    আয়ের করনীতির পরিবর্তন করার প্রস্তাবও দিয়েছে সিআইআই। তারা চায়, সেকশন ৮০জেজেএএ বাতিল করে একটি নতুন ধারা চালু করা হোক, যাতে করছাড়ের সুবিধা কম করের ব্যবস্থার অধীনেও পাওয়া যায়।

    এর পাশাপাশি, ভারতের ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও (আইসিওআর) উন্নত করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে এই অনুপাত ৪.১। সিআইআই মনে করে, এই অনুপাত কমিয়ে উৎপাদনশীলতার মান নির্ধারণ করা এবং তা বিভিন্ন শিল্প ক্ষেত্রে উন্নত করা জরুরি।

    ২০২৫ সালের বাজেটে এই সব প্রস্তাব অন্তর্ভুক্ত হলে কর্মসংস্থানের ক্ষেত্রে বড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

    আপনার প্রশ্ন, আমাদের উত্তর

    সাম্প্রতিকতম

    ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

    ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

    ৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

    আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে...

    WhatsApp-এ স্টোরেজ ম্যানেজমেন্ট এবার আরও সহজ! চ্যাট স্ক্রিন থেকেই বড় ফাইল ডিলিটের নতুন ফিচার

    WhatsApp ব্যবহারকারীদের জন্য এল নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচার। এখন চ্যাট ইনফো স্ক্রিন থেকেই বড় ভিডিও ও ফাইল সহজে ডিলিট করুন। জানুন কীভাবে কাজ করবে এই নতুন আপডেট।

    SIR ঘোষণা হতেই ফের এনআরসি আতঙ্ক! আগরপাড়ায় আত্মঘাতী প্রৌঢ়, মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

    আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর। ঘটনাস্থলে পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভ— “বাংলা এনআরসি মানবে না।”

    আরও পড়ুন

    দীপাবলিতে বিনিয়োগকারীদের উপহার! চারটি নতুন ডিজিটাল অ্যাপ ও আধুনিক ফিচার নিয়ে এল NSE

    এনএসই দীপাবলিতে চালু করল চারটি নতুন মোবাইল অ্যাপ ও এনএসই এমএফ ইনভেস্ট প্ল্যাটফর্মে বড়সড় আপডেট। বিনিয়োগকারীদের জন্য আরও সহজ হল পোর্টফোলিও ট্র্যাকিং, অর্ডার প্লেসমেন্ট ও কমপ্লায়েন্স প্রক্রিয়া।

    বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

    মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

    ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

    ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।