মঙ্গলবার সকালে তিব্বতে দফায় দফায় ভূমিকম্প! যার মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১। ভারতের দিল্লি-এনসিআর সহ উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে।
তীব্র কম্পন অনুভূত হয়েছে বিহারের পটনা সহ রাজ্যের উত্তরের বিভিন্ন অঞ্চলে। পশ্চিমবঙ্গ এবং উত্তরপূর্ব ভারতের অসমেও এই ভূমিকম্পের কম্পন টের পাওয়া গিয়েছে। নেপাল-তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে এই ভূমিকম্পের জেরে রাজধানী দিল্লি থেকে শুরু করে বিহার এবং ভারত-নেপাল সীমান্তবর্তী অঞ্চলে টের পাওয়া গিয়েছে কম্পন। উত্তরবঙ্গের কিছু অঞ্চলেও মৃদু কম্পন অনুভূত হয়েছে। পাশাপাশি ভুটান এবং চিনের কিছু অঞ্চলেও কম্পন টের পাওয়া গিয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটি সকালে ৬টা ৩৫ মিনিটে নেপাল-তিব্বত সীমান্তের কাছে শিজ়াং অঞ্চলে হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭.১, যা যথেষ্ট শক্তিশালী এবং তা গুরুতর ক্ষতির কারণ হতে পারে।
এর পরে একই অঞ্চলে ৪.৭ এবং ৪.৯ মাত্রার আরও দু’টি ভূমিকম্প হয়। পাশাপাশি, তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর শিগাতসেতে ৬.৮ মাত্রার আরও একটি ভূমিকম্পের খবর জানিয়েছে চীনের সংবাদ সংস্থা।
চিনের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা সিসিটিভি জানিয়েছে, গত পাঁচ বছরে শিগাতসের ২০০ কিলোমিটারের মধ্যে তিন বা তার বেশি মাত্রার ২৯টি ভূমিকম্প হয়েছে। তবে মঙ্গলবারের ভূমিকম্পই ছিল সবচেয়ে শক্তিশালী।
এখনও পর্যন্ত কোনও বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তিব্বত ও নেপালের ভূমিকম্প-প্রবণ অঞ্চলে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।