Homeশিল্প-বাণিজ্যসোনার পর এ বার রুপোয় হলমার্ক বাধ্যতামূলক করার উদ্যোগ

সোনার পর এ বার রুপোয় হলমার্ক বাধ্যতামূলক করার উদ্যোগ

প্রকাশিত

রুপো এবং রুপোর তৈরি সামগ্রীতে হলমার্কিং বাধ্যতামূলক করার পথে এগোচ্ছে কেন্দ্র। সোমবার বিআইএস (বিউরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস)-এর ৭৮তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এই বিষয়ে বড় ঘোষণা করেন ক্রেতাসুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ জোশী। তিনি জানান, ক্রেতাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবং গুজরাত, কর্নাটক-সহ বিভিন্ন রাজ্যের সুপারিশের ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই বিআইএস-কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, বিআইএস সমস্ত অংশীদারদের মতামত নিচ্ছে এবং সম্ভাব্যতা যাচাই করছে। সমস্ত প্রক্রিয়া শেষ করার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, ‘‘ক্রেতা, গয়না ব্যবসায়ী, এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে আমরা বিষয়টি নিয়ে এগোচ্ছি।’’

অনুষ্ঠানে বিআইএসের ডিজি প্রমোদ কুমার তিওয়ারি দাবি করেন, ‘‘আমরা ৩ থেকে ৬ মাসের মধ্যে রুপোয় হলমার্কিং চালু করার জন্য প্রস্তুত। ইতিমধ্যেই প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু হয়েছে।’’ গয়নায় কীভাবে ছ’সংখ্যা এবং অক্ষরের কোড বসানো হবে, তা নিয়ে আলোচনা চলছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, ২০২১ সালের জুন মাসে সোনায় হলমার্কিং বাধ্যতামূলক করা হয়। বর্তমানে দেশের ৩৬১টি জেলায় এই ব্যবস্থা কার্যকর। এবার রুপোয়ও একই রকম ব্যবস্থা চালু করতে উদ্যোগী হয়েছে সরকার।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।

নির্ধারিত সময়ের আগেই রাজস্থানে বর্ষা বিদায়, পশ্চিমবঙ্গে কবে?

রাজস্থানের পশ্চিম প্রান্ত থেকে নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষার বিদায়যাত্রা শুরু। পঞ্জাব-গুজরাট থেকেও বিদায় নেবে বর্ষা। এদিকে দিঘায় ১২ ঘণ্টায় রেকর্ড ১৯৮ মিমি বৃষ্টি।

এশিয়া কাপ: পাকিস্তান ধরাশায়ী, গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতল ভারত  

পাকিস্তান: ১২৭-৯ (শাহিবজাদা ফারহান ৪০, শাহিন শাহ আফ্রিদি ৩৩ নট আউট, কুলদীপ যাদব ৩-১৮,...

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।