প্রতি ১২ বছর অন্তর প্রয়াগরাজ বা ইলাহাবাদে বসে ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ পূর্ণকুম্ভ মেলা তথা মহাকুম্ভ মেলা। আজ মঙ্গলবার ১৩ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হচ্ছে মহাকুম্ভ মেলা। দলে দলে পুণ্যার্থী, সাধু, সন্ন্যাসীরা হাজির হয়েছেন মহাকুম্ভে। ভারতের একখণ্ড বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেখা মেলে কুম্ভমেলায়। বিশ্বের সবচেয়ে বড়ো ধর্মীয় মিলনক্ষেত্র হল কুম্ভমেলা।
প্রয়াগরাজের আরাইল এলাকায় মহাকুম্ভ মেলা উপলক্ষে তৈরি হয়েছে দেশের প্রথম ‘ডোম সিটি’। কুম্ভে আসা দর্শনার্থীদের জন্য আন্তর্জাতিক মানের সুযোগসুবিধা মিলবে ইভো লাইফ স্পেস লিমিটেডের তৈরি এই ডোম সিটিতে। উত্তরপ্রদেশের পর্যটন দফতরের দেওয়া ৩ হেক্টরের বেশি আয়তনের জমিতে গড়ে উঠেছে ডোম সিটিতে।
এই ডোম সিটিতে ৪৪টি গম্বুজ আকারের বুলেটপ্রুফ কটেজ তৈরি করা হয়েছে। প্রতিটি কটেজ উচ্চতায় ১৫-১৮ ফুট, লম্বা ও দৈর্ঘ্যে ৩২ x ৩২ ফুট। ৩৬০ ডিগ্রি হাইটেক পলিকার্বোনেট শিট দিয়ে তৈরি অত্যাধুনিক সুবিধাযুক্ত এ সব কটেজ। এ ছাড়াও ডোম সিটিতে রয়েছে ১৭৬টি আধুনিক সুযোগসুবিধাযুক্ত কটেজ। এ সব কটেজে বাতানুকূল যন্ত্র, গিজার ও সাত্বিক নিরামিষ খাবারের সুবিধা মিলবে।
শাহিস্নানের সময় গম্বুজ আকারের বুলেটপ্রুফ কটেজে থাকার খরচ পড়বে ১ লাখ ১০ হাজার। অন্যান্য দিনে খরচ পড়বে ৮১ হাজার টাকা। কটেজে শাহিস্নানের সময় খরচ পড়বে ৮১ হাজার টাকা করে আর অন্যান্য দিনে খরচ পড়বে ৪১ হাজার টাকা।
এ দিকে, গাড়ির পার্কিংয়ে এআই প্রযুক্তির ব্যবহার করা হবে। অটো টেক সুপার অ্যাপ সংস্থা প্রথম বার এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযু নির্ভর পার্কিং ম্যানেজমেন্ট সিস্টেম। Park+ Super App ব্যবহার করা হচ্ছে সুষ্ঠু ভাবে গাড়ি পার্কিংয়ের জন্য। পার্কিং এলাকায় থাকবে ২৪ ঘণ্টার সিসিটিভি ক্যামেরা সেটআপ, ইভি চার্জিং স্টেশন, চিকিৎসার সুযোগ।
ভিড় সামলাতে ভিভিআইপি, সংবাদ মাধ্যম, পুলিশ ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য ৬টি আলাদা রঙের ই-পাস ইস্যু করেছে উত্তরপ্রদেশের প্রশাসন। মেলায় যে কোনো জায়গায় গাড়ি পার্কিং করা যাবে না। নির্দিষ্ট জায়গায় গাড়ি পার্কিং রাখতে হবে। হাইকোর্ট, ভিভিআইপি, বিদেশি কূটনীতিক, অনাবাসী ভারতীয়দের জন্য সাদা রঙের ই-পাস, বিভিন্ন আখড়ার সাধু, সন্ন্যাসী ও ধর্মীয় সংগঠনের সদস্যদের জন্য গেরুয়া ই-পাস, দোকানদার ও ব্যবসায়ীদের জন্য হলুদ রঙের ই-পাস, সংবাদমাধ্যমের কর্মীদের জন নীল রঙের ই-পাস এবং জরুরি পরিষেবার কাজে যুক্ত ব্যক্তিদের জন্য লাল রঙের ই-পাস ইস্যু করা হয়েছে।