Homeখবরবিদেশইজরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে

ইজরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে

প্রকাশিত

১৫ মাস ধরে চলা সংঘাতের মাঝে ইজরায়েল এবং হামাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হল। ইজরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা একটি বন্দি বিনিময় চুক্তি অনুমোদন করেছে, যার মাধ্যমে হামাসের হাতে আটক ইজরায়েলি বন্দিদের মুক্তির বিনিময়ে ইজরায়েলের জেলে থাকা প্যালেস্টাইন বন্দিদের মুক্তি দেওয়া হবে।

চুক্তিটি শুক্রবার পূর্ণাঙ্গ মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তার পর ইজরায়েলের উচ্চ আদালতের অনুমোদনের জন্য যাবে। চুক্তি আদালতের অনুমোদন পেলেই তা আগামী রবিবার থেকে কার্যকরী হবে। তবে উচ্চ আদালত এতে হস্তক্ষেপ করার সম্ভাবনা কম।

চুক্তির শর্ত অনুযায়ী, হামাস প্রথম ৪২ দিনে ৩৩ জন বন্দিকে মুক্তি দেবে। এর মধ্যে শিশু, নারী (যেমন মহিলা সেনা), এবং ৫০ বছরের বেশি বয়সী ব্যক্তিরা অন্তর্ভুক্ত। অন্যদিকে, ইজরায়েল প্রতি মহিলা সেনার বিনিময়ে ৫০ জন প্যালেস্টাইন বন্দি এবং প্রতিটি মহিলা অসামরিক বন্দির জন্য ৩০ জন বন্দিকে মুক্তি দেবে।

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়ের একটি বিবৃতিতে জানানো হয়, “রাজনৈতিক, নিরাপত্তা ও মানবিক দিকগুলি বিবেচনা করে এবং প্রস্তাবিত চুক্তি যুদ্ধের লক্ষ্য অর্জনে সহায়ক বলে মনে করে নিরাপত্তা মন্ত্রিসভা এই চুক্তি অনুমোদনের সুপারিশ করেছে।”

চুক্তির আলোচনায় বিলম্ব হওয়ায় সম্ভাব্য ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। বিশেষত নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোটের বিরোধিতার কারণে জটিলতা তৈরি হয়। তবে শেষপর্যন্ত মন্ত্রিসভার অনুমোদন মেলে।

হামাসের মুক্তিপ্রাপ্ত বন্দিদের নাম প্রকাশ করা হবে কেবল তাদের ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কাছে হস্তান্তরের পর। তবে ইজরায়েলে মুক্তি পেতে যাওয়া প্যালেস্টাইন বন্দিদের তালিকা ইতিমধ্যে সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে।

এই চুক্তি ইজরায়েল ও হামাসের মধ্যকার দীর্ঘমেয়াদী দ্বন্দ্বে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হচ্ছে। তবে পরিস্থিতি কতটা শান্ত হবে, তা সময়ই বলে দেবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের দাপুটে শীত, কলকাতায় পারদ ১২.৫; কী বলছে পূর্বাভাস?

দক্ষিণবঙ্গেই শীতের দাপট। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি। আগামী দিনে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

এসআইআর তালিকায় সংশোধনে আরও সময় বাড়ল কমিশন, কতদিন পর্যন্ত করা যাবে আবেদন?

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ভোটার তালিকার খসড়ায় ভুল সংশোধনের সময়সীমা আরও চার দিন বাড়াল নির্বাচন কমিশন। আবেদন করা যাবে ১৯ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি।

আই-প্যাক তল্লাশিতে বাধার অভিযোগ: মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ পুলিশকর্তাদের নোটিশ সুপ্রিম কোর্টের, ইডি-র বিরুদ্ধে এফআইআর স্থগিত

খবর অনলাইন ডেস্ক: রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার সংঘাতকে কেন্দ্র করে গুরুতর...

টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সূর্যের আলোই হতে পারে গোপন অস্ত্র, বলছে নতুন গবেষণা

নতুন গবেষণায় দাবি, প্রতিদিন কিছু সময় সূর্যের আলোয় থাকলে টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য উপকার মিলতে পারে। কী বলছেন গবেষকরা?

আরও পড়ুন

ইরানের সঙ্গে বাণিজ্যে ২৫% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের, কী প্রভাব পড়বে ভারতের উপর?

ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ভারতের সঙ্গে ইরানের ১.৩৪ বিলিয়ন ডলারের বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

ইরানে কেন এতো তীব্র হল গণবিক্ষোভ?

রানে সরকার-বিরোধী গণবিক্ষোভ চরমে। ৪২ জনের মৃত্যুর দাবি, ইন্টারনেট বন্ধ করে কড়া দমন প্রশাসনের। অর্থনৈতিক সংকট ও ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়েছে ৩১টি প্রদেশে।

বিতর্কের কেন্দ্রে ব্রুকলিনের এমডিসি, আইনজীবীরাই যাকে বলেন ‘নরকের মতো’, সেই কারাগারেই মাদুরো

‘নরকের মতো’ বলে পরিচিত নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাগারের ভয়াবহ অবস্থা ও বিতর্কের বিস্তারিত।