Homeখবরকলকাতাএ বার ট্যাংরায় হেলে পড়ল নির্মীয়মাণ বহুতল, উঠছে পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন

এ বার ট্যাংরায় হেলে পড়ল নির্মীয়মাণ বহুতল, উঠছে পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন

প্রকাশিত

কলকাতা: আবারও শহরের বুকে বহুতল হেলে পড়ার ঘটনা। বুধবার সকালে ট্যাংরার ক্রিস্টোফার রোডে নির্মীয়মাণ একটি পাঁচতলা বহুতল হেলে পড়ে পাশের বাড়ির উপর। আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। যদিও বহুতলটির নির্মাণকাজ চলায় সেখানে কেউ বসবাস করতেন না। রাজমিস্ত্রিরা সেখানে থাকলেও তাঁরা অক্ষত আছেন বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রোমোটিং সংস্থাটি গত বছর ঝাঁ-চকচকে এই বহুতল নির্মাণ শুরু করেছিল। অল্প দিনের মধ্যেই নির্মাণ শেষ হলেও কাজ চলাকালীন এমন বিপত্তি ঘটেছে। বাসিন্দাদের অভিযোগ, নির্মাণের সময় কলকাতা পুরসভার শর্ত মানা হয়নি। পাশের বাড়ির সঙ্গে প্রয়োজনীয় দূরত্বও রাখা হয়নি।

শহরের মাটি পরীক্ষার নিয়ম নিয়েও উঠছে প্রশ্ন। বিশেষজ্ঞদের মতে, বহুতল নির্মাণের আগে সংশ্লিষ্ট এলাকার মাটি কতটা শক্ত তা পরীক্ষা করা বাধ্যতামূলক। কিন্তু ক্রিস্টোফার রোডে এই নির্মাণে সেই নিয়ম লঙ্ঘন হয়েছে বলে দাবি স্থানীয়দের।

কলকাতা পুরসভা সূত্রে জানা গেছে, সোমবার বিষয়টি জানার পর ঘটনাস্থলে ইঞ্জিনিয়ারদের পাঠানো হয়। মঙ্গলবার বিল্ডিং বিভাগে রিপোর্ট জমা পড়ে। পুর আধিকারিকদের মতে, রিপোর্টে গুরুতর কিছু উল্লেখ নেই। তবে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

পুরসভার একাংশের মতে, এই ঘটনার সঙ্গে বাঘাযতীনের বহুতল হেলে পড়ার ঘটনাকে তুলনা করা ঠিক হবে না। বাঘাযতীনের ঘটনায় স্থানীয় কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়কে জবাবদিহি করতে হয়েছিল। এবার ট্যাংরার ওয়ার্ড কাউন্সিলর তথা মেয়র পরিষদ সন্দীপন সাহার ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে।

পুনরায় এমন ঘটনা ঘটায় শহরবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। উল্লেখ্য, গত বছর নির্মীয়মাণ বেআইনি বহুতল ভেঙে ১৩ জনের মৃত্যুর ঘটনাও শহরবাসীর মনে এখনও দগদগে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মা চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার, বাবা লেখক মাহমুদ মামদানি, নিউইয়র্কের মেয়রের জীবন যেন বিশ্বনাগরিকের প্রতিচ্ছবি

আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলেন ভারতীয় বংশোদ্ভূত বামপন্থী নেতা জোহরান মামদানি (Zohran...

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বড় নিয়োগ! পশ্চিমবঙ্গে ৯০ পদে লোকাল অফিসার নেওয়া হবে, আবেদন শেষ ২৩ নভেম্বর

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) পশ্চিমবঙ্গে ৯০টি পদে লোকাল ব্যাঙ্ক অফিসার নেওয়া হবে। গোটা দেশে শূন্যপদ ৭৫০। অনলাইনে আবেদন করতে হবে ২৩ নভেম্বরের মধ্যে pnbindia.in-এ।

পাখিদের নতুন স্বর্গ কালিম্পং-এর ঝান্ডি! রুফাস নেকড হর্নবিলের আবাসে পর্যটন নয়, সংরক্ষণই লক্ষ্য

কালিম্পং জেলার ঝান্ডি গ্রাম হয়ে উঠছে বিরল প্রজাতির পাখিদের আশ্রয়স্থল। রুফাস নেকড হর্নবিল সহ ১৫০-র বেশি প্রজাতির পাখির বাস। বন দফতরের বার্তা—“সংরক্ষণ আগে, পর্যটন পরে।”

ট্রাম্পের আক্রমণ উপেক্ষা করে বড়ো জয় বামপন্থী প্রার্থীর, নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

নিউইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর আক্রমণ ও ব্যবসায়ী মহলের তীব্র বিরোধিতা সত্ত্বেও নিউইয়র্কের...

আরও পড়ুন

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

শান্ত থাকুন, তাড়াহুড়ো নয়, নিরাপদে গন্তব্যে পৌঁছোন: ক্রিকেটনায়িকা জেমিমাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের নতুন বার্তা

খবর অনলাইন ডেস্ক: অসাধারণ পারফরম্যান্সে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমিমা...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হয়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।