Homeখবরবিদেশসম্পর্কের শীতলতা কাটছে ভারত-চিনের, ফের শুরু হবে কৈলাস মানস সরোবর যাত্রা ও...

সম্পর্কের শীতলতা কাটছে ভারত-চিনের, ফের শুরু হবে কৈলাস মানস সরোবর যাত্রা ও সরাসরি বিমান পরিষেবা 

প্রকাশিত

ভারত ও চিন তাঁদের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের অংশ হিসেবে কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় চালু করার ঘোষণা করেছে। সোমবার (২৭ জানুয়ারি) বেইজিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি এবং চিনের উপ বিদেশমন্ত্রী সান ওয়েইডংয়ের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

ভারতের বিদেশমন্ত্রক (MEA) এক বিবৃতিতে জানিয়েছে হয়েছে, ‘২০২৫ সালের গ্রীষ্মে কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় চালু করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। বিদ্যমান চুক্তি অনুযায়ী এই যাত্রার পদ্ধতি নিয়ে প্রাসঙ্গিক কমিটি আলোচনা করবে।’

সেই সঙ্গে উভয় দেশ সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালু করতে সম্মত হয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট কারিগরি কর্তৃপক্ষ শীঘ্রই আলোচনা শুরু করবে।

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে পদক্ষেপ হিসেবে ভারত ও চিন ৭৫তম কূটনৈতিক সম্পর্ক উদযাপনের সময় একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করা, মিডিয়া এবং চিন্তাশীল (থিঙ্ক ট্যাঙ্ক) গোষ্ঠীগুলির মধ্যে আদানপ্রদান বাড়ানো।

বৈঠকে ভারতের পক্ষ থেকে সীমান্তবর্তী নদীগুলোর বিষয়ে তথ্য আদানপ্রদান এবং সহযোগিতা পুনরায় শুরু করার বিষয়েও আলোচনা হয়। শিগগিরই ভারত-চিন বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক আয়োজন করা হবে।

প্রসঙ্গত, এই বৈঠক ছিল এক বছরের মধ্যে দ্বিতীয় উচ্চপর্যায়ের বৈঠক যেখানে ভারতের বিদেশ সচিব চীনের সংশ্লিষ্ট কর্তাদের সঙ্গে আলোচনায় মিলিত হন। দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠন এবং স্থিতিশীল করার উদ্দেশ্যেই এই বৈঠকগুলির আয়োজন করা হয়েছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।

আরও পড়ুন

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

বামপন্থী নির্দল ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

ডাবলিন (আয়ারল্যান্ড): বামপন্থী নির্দল প্রার্থী ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন। তাঁর...

ভারত থাকবে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায়, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৬.৬%

নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ, IMF) সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে (ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, WEO)...