Homeশরীরস্বাস্থ্যগুণমান পরীক্ষায় ফেল! ফার্মা ইমপেক্সের স্যালাইনও নিষিদ্ধ, উদ্বেগে স্বাস্থ্যদপ্তর

গুণমান পরীক্ষায় ফেল! ফার্মা ইমপেক্সের স্যালাইনও নিষিদ্ধ, উদ্বেগে স্বাস্থ্যদপ্তর

প্রকাশিত

রাজ্যে স্যালাইন সংকট আরও গভীর হচ্ছে। এবার গুণমান পরীক্ষায় ফেল করল বারুইপুরের ফার্মা ইমপেক্সের স্যালাইন। যার ফলে এই সংস্থার স্যালাইনও নিষিদ্ধ ঘোষণা করল স্বাস্থ্যদপ্তর। একের পর এক সংস্থার স্যালাইন নিষিদ্ধ হওয়ায় বড়সড় স্বাস্থ্য সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।

দুই সংস্থার স্যালাইন নিষিদ্ধ, কী হবে এখন?

এর আগে, মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এক প্রসূতির মৃত্যুর পর অভিযোগ ওঠে, ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল’-এর স্যালাইন ব্যবহারের কারণেই ওই ঘটনা ঘটেছে। সেই ঘটনার তদন্ত শুরু করে সিআইডি। পরিস্থিতি বিচার করে রাজ্য সরকার এই সংস্থার স্যালাইন নিষিদ্ধ করে এবং বিকল্প হিসেবে ফার্মা ইমপেক্সের স্যালাইন ব্যবহারের নির্দেশ দেয়।

কিন্তু এবার কেন্দ্র ও রাজ্যের ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা বারুইপুরের ফার্মা ইমপেক্স কারখানায় হানা দিয়ে স্যালাইনের গুণমান পরীক্ষা করেন। পরীক্ষার ফলাফল সন্তোষজনক না হওয়ায় এই সংস্থার স্যালাইনকেও কালো তালিকাভুক্ত করা হয়েছে।

উদ্বেগে স্বাস্থ্যদপ্তর, জরুরি বৈঠক

এই পরিস্থিতিতে উদ্বেগে রাজ্যের স্বাস্থ্যদপ্তর। স্যালাইন সংকট মোকাবিলায় তড়িঘড়ি জরুরি বৈঠকের ডাক দেওয়া হয়েছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোর কাছে জানানো হয়েছে, ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল’ এবং ফার্মা ইমপেক্স ছাড়া আর কোন সংস্থার স্যালাইন মজুত রয়েছে, তার বিস্তারিত রিপোর্ট দ্রুত জানাতে হবে।

রোগী পরিষেবায় প্রভাব পড়বে?

হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসার জন্য স্যালাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একের পর এক সংস্থার স্যালাইন নিষিদ্ধ হওয়ায় চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নতুন সংস্থা থেকে স্যালাইন সংগ্রহের ব্যবস্থা না হলে রাজ্যে বড় ধরনের স্বাস্থ্য সংকট তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্যদপ্তরের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, “পরিস্থিতি যথেষ্ট জটিল। স্যালাইন সরবরাহ স্বাভাবিক রাখতে দ্রুত বিকল্প খোঁজা হচ্ছে।” তবে নতুন সংস্থার স্যালাইন ব্যবহারের আগে কঠোর গুণমান পরীক্ষা করা হবে বলেও জানিয়েছে স্বাস্থ্যদপ্তর।

এই স্যালাইন সংকটের দ্রুত সমাধান না হলে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর ওপর বড় ধাক্কা আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে...

WhatsApp-এ স্টোরেজ ম্যানেজমেন্ট এবার আরও সহজ! চ্যাট স্ক্রিন থেকেই বড় ফাইল ডিলিটের নতুন ফিচার

WhatsApp ব্যবহারকারীদের জন্য এল নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচার। এখন চ্যাট ইনফো স্ক্রিন থেকেই বড় ভিডিও ও ফাইল সহজে ডিলিট করুন। জানুন কীভাবে কাজ করবে এই নতুন আপডেট।

SIR ঘোষণা হতেই ফের এনআরসি আতঙ্ক! আগরপাড়ায় আত্মঘাতী প্রৌঢ়, মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর। ঘটনাস্থলে পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভ— “বাংলা এনআরসি মানবে না।”

আরও পড়ুন

মুড়ি, চিঁড়ে, খই— দেশি খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরহস্য

বাঙালির প্রিয় মুড়ি, চিঁড়ে ও খই শুধু দেশি খাবার নয়, এগুলিতে আছে অসাধারণ পুষ্টিগুণ। ওজন নিয়ন্ত্রণ থেকে ক্যানসার প্রতিরোধ— জানুন এই তিন ঐতিহ্যবাহী খাবারের স্বাস্থ্য উপকারিতা।

রাতে ঘুমোতে যাওয়ার আগে জিরে ভেজানো জল খাবেন কেন? জানুন আশ্চর্য উপকারিতা

জিরে ভেজানো জল শুধু হজম নয়, ওজন নিয়ন্ত্রণ, ঘুমের সমস্যা ও অ্যাসিডিটিও দূর করে। রাতে ঘুমোতে যাওয়ার আগে জিরে জল খাওয়ার উপকারিতা জেনে নিন বিস্তারিতভাবে।

শহুরে ভারতীয়রা মিষ্টিপ্রেমী হয়ে উঠেছে! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

সমীক্ষায় জানা গেছে, ভারতের ৫১% শহুরে পরিবার মাসে অন্তত ৩-৪ বার ঐতিহ্যবাহী মিষ্টি খান। তবে ৫৫% নাগরিক এখন পছন্দ করছেন কম চিনি দেওয়া মিষ্টি। ডায়াবেটিস ও কৃত্রিম শর্করার ঝুঁকি নিয়েও সতর্ক বিশেষজ্ঞরা।