Homeখবরদেশকর্পোরেট মুনাফা বাড়লেও বাড়েনি মজুরি, জানাল ২০২৪-২৫ অর্থনৈতিক সমীক্ষা

কর্পোরেট মুনাফা বাড়লেও বাড়েনি মজুরি, জানাল ২০২৪-২৫ অর্থনৈতিক সমীক্ষা

প্রকাশিত

ভারতে কর্পোরেট মুনাফার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে না মজুরি, প্রকাশ্যে এলো ২০২৪-২৫ অর্থনৈতিক সমীক্ষা।

শুক্রবার সংসদে ২০২৪-২৫ অর্থনৈতিক সমীক্ষা পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি. আনন্দ নাগেশ্বরন-এর তত্ত্বাবধানে তৈরি এই সমীক্ষা দেখাচ্ছে, ভারতীয় কর্পোরেট সংস্থাগুলির মুনাফা রেকর্ড উচ্চতায় পৌঁছালেও, সাধারণ কর্মীদের মজুরি বৃদ্ধি সেই তুলনায় উল্লেখযোগ্য নয়।

সমীক্ষা অনুযায়ী, ‘২০২৩-২৪ অর্থবর্ষে কর্পোরেট মুনাফা ১৫ বছরের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। আর্থিক, জ্বালানি ও অটোমোবাইল খাতে এই বৃদ্ধি সবচেয়ে বেশি। নিফটি ৫০০ সংস্থার ক্ষেত্রে মুনাফার অনুপাত ২০০২-০৩ সালের ২.১ শতাংশ থেকে বেড়ে ২০২৩-২৪ সালে ৪.৮ শতাংশে পৌঁছেছে, যা ২০০৭-০৮ সালের পর সর্বোচ্চ।’

মুনাফা বেড়েছে, মজুরি নয়

তবে এই মুনাফা বৃদ্ধির বিপরীতে মজুরি বৃদ্ধি তেমন ঘটেনি।

  • “২০২৩-২৪ সালে কর্পোরেট মুনাফা বেড়েছে ২২.৩ শতাংশ, কিন্তু কর্মসংস্থান বৃদ্ধি হয়েছে মাত্র ১.৫ শতাংশ।”
  • স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)-র বিশ্লেষণে দেখা গেছে, ৪,০০০ তালিকাভুক্ত সংস্থার রাজস্ব বৃদ্ধি হয়েছে মাত্র ৬ শতাংশ, অথচ কর্মচারী খরচ বেড়েছে ১৩ শতাংশ, যা ২০২২-২৩ সালে ছিল ১৭ শতাংশ। এটি স্পষ্ট করছে, খরচ কমানোতেই বেশি জোর দেওয়া হয়েছে, নতুন কর্মসংস্থানে নয়।

আয়ের বৈষম্য ও অর্থনীতির ঝুঁকি

সমীক্ষায় বলা হয়েছে, ‘বড় সংস্থাগুলির মুনাফার অনুপাত বৃদ্ধির ফলে আয়ের বৈষম্য বাড়ছে। মজুরি বৃদ্ধি স্থবির থাকলে তা অর্থনীতির উপর চাপ ফেলতে পারে, কেননা আয় বাড়লে মানুষের খরচ বাড়ে, যা অর্থনীতির মূল চালিকা শক্তি’

সমীক্ষা আরও বলছে, ‘যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানে শিল্পায়ন হয়েছিল, সেখানে ন্যায্য আয়ের বণ্টন বজায় রাখার চেষ্টা করা হয়েছিল। জাপানি শ্রমিকেরা কম বেতন পেয়েও শিল্পায়নের উন্নতিতে ভূমিকা রেখেছিলেন।’

মজুরি বৃদ্ধির পথ কোথায়?

সমীক্ষার মতে, অর্থনীতিকে শক্তিশালী করতে—

দীর্ঘমেয়াদী কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে।

মজুরির উপযুক্ত বৃদ্ধি ঘটাতে হবে।

নৈতিক ও ন্যায্য নীতি গ্রহণ করতে হবে, যা মূলধন ও শ্রমের মধ্যে ভারসাম্য বজায় রাখবে।

আপনার মত কী? ভারতের কর্পোরেট ক্ষেত্রের মুনাফা বৃদ্ধি হলে কর্মীদের মজুরি কেন বাড়ছে না? আপনার মতামত জানান!

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।