Homeখবররাজ্যন্যায্য মূল্যের ওষুধের গুণমান যাচাইয়ে মাঠে নামছে ড্রাগ কন্ট্রোল

ন্যায্য মূল্যের ওষুধের গুণমান যাচাইয়ে মাঠে নামছে ড্রাগ কন্ট্রোল

প্রকাশিত

কলকাতা: রাজ্যের সরকারি হাসপাতালগুলির ন্যায্য মূল্যের ওষুধের দোকানে বিক্রি হওয়া জীবনদায়ী ওষুধের গুণমান যাচাই করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল ড্রাগ কন্ট্রোল। রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে প্রতিটি জেলায় ন্যায্য মূল্যের ওষুধের দোকানে নজরদারি চালাবে ড্রাগ কন্ট্রোল ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।

সোমবার স্বাস্থ্য ভবনে প্রতিটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মেদিনীপুর ও বারুইপুর কাণ্ডের পরই কড়া ব্যবস্থা

সম্প্রতি মেদিনীপুর মেডিক্যাল কলেজে সন্তান প্রসবের পর পাঁচ প্রসূতি অসুস্থ হয়ে পড়েন। তদন্তে দেখা যায়, তাঁদের দেওয়া স্যালাইনে গুণগত ত্রুটি ছিল। দ্রুত নিষিদ্ধ করা হয় সেই স্যালাইন।

এরপর বারুইপুরের একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থার কারখানায় ড্রাগ কন্ট্রোলের অভিযান চালিয়ে দেখা যায়, নিয়ম না মেনেই তৈরি হচ্ছে ওষুধ। ফলে ওই সংস্থার ১৭টি ওষুধ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

এই ঘটনার পরই রাজ্য স্বাস্থ্য দপ্তর নড়েচড়ে বসে। ন্যায্য মূল্যের ওষুধের দোকানগুলিতে বিক্রি হওয়া ওষুধের গুণমান কেমন, তা খতিয়ে দেখতে মাঠে নামছে ড্রাগ কন্ট্রোল।

প্রতি সপ্তাহে নজরদারি, ব্যাচ নম্বর ও ল্যাব চেক

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এবার থেকে রাজ্যের ১১৮টি ন্যায্য মূল্যের ওষুধের দোকানে নিয়মিত ওষুধের ব্যাচ নম্বর মিলিয়ে পরীক্ষা করা হবে। প্রয়োজনে ওষুধ প্রস্তুতকারী ল্যাবগুলিতেও অভিযান চালানো হবে।

বিশেষত, শিশু ও প্রসূতিদের জন্য বিক্রি হওয়া ওষুধগুলোর গুণমান কঠোরভাবে খতিয়ে দেখবে ড্রাগ কন্ট্রোল। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে কিনা, তা-ও তদারকি করা হবে।

এক স্বাস্থ্য দপ্তরের আধিকারিক জানান, “প্রতি সপ্তাহে রাজ্যের সমস্ত ন্যায্য মূল্যের ওষুধের দোকানে ‘সারপ্রাইজ ভিজিট’ করা হবে।”

ন্যায্য মূল্যের ওষুধের দোকান: কীভাবে কাজ করে?

২০১২ সালের শেষ দিকে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে ন্যায্য মূল্যের ওষুধের দোকান খোলার উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে রাজ্যে ১১৮টি দোকানে ৬৭ শতাংশ ছাড়ে ১৪২ ধরনের ওষুধ বিক্রি হয়।

এই উদ্যোগে অসংখ্য দরিদ্র মানুষ কম খরচে প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন। তবে, সম্প্রতি একের পর এক গুণগত ত্রুটির ঘটনা সামনে আসায় এখন থেকে আরও কঠোর নজরদারি চালাবে রাজ্য স্বাস্থ্য দপ্তর ও ড্রাগ কন্ট্রোল।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

আরও পড়ুন

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট শক্তির জেরে উত্তরবঙ্গে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হলেও তার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।