Homeখবরবিদেশফ্রান্স সফরে মোদী: এআই সামিটে অংশগ্রহণ, ম্যাক্রোঁর সঙ্গে বিশেষ বৈঠক

ফ্রান্স সফরে মোদী: এআই সামিটে অংশগ্রহণ, ম্যাক্রোঁর সঙ্গে বিশেষ বৈঠক

প্রকাশিত

প্যারিস: কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সম্মেলনে অংশ নিতে ফ্রান্সে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার প্যারিসে পৌঁছে এলিসি প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আতিথেয়তায় এক নৈশভোজে অংশ নেন তিনি।

ফরাসি প্রেসিডেন্ট মোদীকে স্বাগত জানিয়ে “,প্যারিসে স্বাগত, আমার বন্ধু নরেন্দ্র মোদী। লিখে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দুই রাষ্ট্রপ্রধানের উষ্ণ আলিঙ্গন ও তাঁদের সৌহার্দ্যের ছবি ফুটে উঠেছে।

এআই সামিট ও দ্বিপাক্ষিক বৈঠক

আজ অনুষ্ঠিত হবে AI Action Summit, যেখানে বিশ্বনেতা ও প্রযুক্তি সংস্থার সিইওরা কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ ও এর নীতিগত দিক নিয়ে আলোচনা করবেন। এর আগে ২০২৩ সালে যুক্তরাজ্য এবং ২০২৪ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হয়েছিল এই শীর্ষ সম্মেলন।

এছাড়াও, ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বের ২০৪৭ হরাইজন রোডম্যাপ পর্যালোচনার জন্য ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী।

মার্সেই সফর ও ভারতীয় সেনাদের শ্রদ্ধা জ্ঞাপন

আজকের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট ম্যাক্রোঁ মার্সেই শহরে যাবেন। সেখানে ম্যাক্রোঁ মোদীর সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন। বুধবার তাঁরা মাজার্গ ওয়ার সেমিট্রিতে গিয়ে প্রথম বিশ্বযুদ্ধে শহিদ ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

এই গোরস্থানটি কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের তত্ত্বাবধানে রয়েছে এবং বহু ভারতীয় সৈন্যের সমাধিস্থল। এরপর দুই নেতা মার্সেইতে ভারতীয় কনস্যুলেটের নতুন কার্যালয় উদ্বোধন করবেন।

পরমাণু গবেষণা কেন্দ্রে সফর

সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী মোদী ক্যাডারাশে আন্তর্জাতিক পরমাণু গবেষণা কেন্দ্র (ITER) পরিদর্শন করবেন। এটি বিশ্বের অন্যতম বৃহৎ গবেষণা প্রকল্প, যেখানে ভারতও গুরুত্বপূর্ণ অংশীদার। এই প্রকল্পের লক্ষ্য পরমাণু সংযোজন প্রযুক্তি ব্যবহার করে দূষণহীন জ্বালানির তৈরি করা।

ভারতীয়দের উষ্ণ অভ্যর্থনা

প্যারিস পৌঁছানোর পর প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান। শীতল আবহাওয়া উপেক্ষা করেও তাঁদের উচ্ছ্বাস স্পষ্ট ছিল। মোদী বলেন, “প্যারিসে এক স্মরণীয় অভর্থণা! ঠান্ডা আবহাওয়া সত্ত্বেও ভারতীয় সম্প্রদায়ের ভালবাসা আজ সন্ধ্যায় অসাধারণ ছিল। তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ এবং তাঁদের সাফল্যে গর্বিত।”

কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা

প্রধানমন্ত্রীর এই সফর ভারত-ফ্রান্স কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করবে বলেই বিশেষজ্ঞদের মত। AI, পরমাণু শক্তি, প্রতিরক্ষা ও শিক্ষাক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও গভীর হবে বলে মনে করা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

ইউটাহ বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ট্রাম্প ঘনিষ্ট কনজারভেটিভ নেতা চার্লি কার্ক, শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কনজারভেটিভ নেতা ও ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি কার্ক (৩১) বুধবার ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে...

জনপোষণ, দুর্নীতি আর বেকারত্বের ক্ষোভ তো ছিলই, স্কুলছাত্রীকে মন্ত্রীর গাড়ির ধাক্কা, ওলির ‘সাধারণ দুর্ঘটনা’ মন্তব্যেই আগুনে ঘি

ললিতপুরে মন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত স্কুলছাত্রী, প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির “সাধারণ দুর্ঘটনা” মন্তব্য ঘিরে নেপালে তরুণ প্রজন্মের বিস্ফোরণ। বেকারত্ব, দুর্নীতি, স্বজনপোষণ ও নেপো কিডদের দেখনদারি নিয়ে ক্ষোভে তোলপাড় দেশ।