Homeখবরদেশপ্রধানমন্ত্রী মোদীর বিমানে হামলার হুমকি, মুম্বই থেকে গ্রেফতার এক ব্যক্তি

প্রধানমন্ত্রী মোদীর বিমানে হামলার হুমকি, মুম্বই থেকে গ্রেফতার এক ব্যক্তি

প্রকাশিত

মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে এক অজ্ঞাত ব্যক্তির ফোন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ব্যক্তি দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরের সময় তাঁর বিমানে জঙ্গি হামলা হতে পারে। ঘটনার তদন্তে নেমে মুম্বই পুলিশের বিশেষ দল চেম্বুর এলাকা থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, কন্ট্রোল রুমে ফোন করে এক ব্যক্তি বলেন, “জঙ্গিরা মোদীর বিমানে বোমা হামলা চালানোর ছক কষেছে।” হুমকি ফোন পাওয়ার পরই তদন্ত শুরু হয় এবং বিষয়টি কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলিকে জানানো হয়।

তদন্তকারীরা প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে সন্দেহভাজনের অবস্থান শনাক্ত করেন এবং মুম্বইয়ের চেম্বুর এলাকা থেকে তাকে আটক করেন। জিজ্ঞাসাবাদে উঠে আসে, তিনিই পুলিশ কন্ট্রোল রুমে ফোন করেছিলেন। তবে, পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির মানসিক স্থিতি স্বাভাবিক নয়।

মোদীর বিদেশ সফর ও কড়া নিরাপত্তা ব্যবস্থা

সোমবার ফ্রান্স সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। প্যারিসে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ক সম্মেলনে যোগ দেন তিনি। সেখানে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আলোচনা করেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি মার্সেইতে শহিদ ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানাবেন। ফ্রান্স সফর শেষ করে তিনি আমেরিকায় যাবেন।

প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তা নিয়ে আগেও হুমকি ফোন পাওয়া গিয়েছে। গত বছরের ডিসেম্বরে মুম্বই ট্র্যাফিক পুলিশের কন্ট্রোল রুমে এক ব্যক্তি ফোন করে জানিয়েছিলেন, আইএস জঙ্গিরা হামলার ছক কষছে। সেই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছিল।

বর্তমান হুমকি ফোনের তদন্ত চালিয়ে যাচ্ছে মুম্বই পুলিশ। নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর পুজো থিম ‘সখের বাজার’

শারদোৎসবে ৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর থিম ‘সখের বাজার’। স্বপ্ন ও কল্পনার জগৎকে কেন্দ্র করে তৈরি হচ্ছে অভিনব বাজারসদৃশ মণ্ডপ।

বাবুবাগানের পুজোয় রাজপ্রাসাদে বাংলার লোকসংস্কৃতির মিলনমেলা

দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী বাবুবাগানের দুর্গাপুজোয় এবছর থিম বাংলার লোকসংস্কৃতি। বিশালাকার রাজপ্রাসাদের আদলে গড়ে উঠছে মণ্ডপ, যেখানে বিভিন্ন লোকশিল্পী নৃত্য-গানে মুখরিত করবেন পরিবেশ।

মহালয়া থেকে দেবীপক্ষের প্রথম দু’দিন: দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা

দেবীপক্ষের শুরুতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা। ২৩ সেপ্টেম্বরের পর নিম্নচাপের গতিপথেই নির্ভর করবে পুজোর আবহাওয়া।

বৃহস্পতিবার থেকে শহরের বাজারে বাংলাদেশের ইলিশ, দাম শুনেই চোখ কপালে উঠবে

বিশ্বকর্মা পুজোর ছুটিতে সামান্য দেরি হলেও মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত প্রায় ৫০ টন ইলিশ ঢুকল পেট্রাপোলে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার পাইকারি ও খুচরো বাজারে বিক্রি শুরু হবে।

আরও পড়ুন

ওয়াকফ সংশোধিত আইন নিয়ে সুপ্রিম কোর্ট: কী স্থগিত, কী বহাল

সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এর কয়েকটি ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল। জেলা কালেক্টরের ক্ষমতা, পাঁচ বছরের ইসলাম চর্চার শর্ত ও বোর্ডে অ-মুসলিম সদস্যের সংখ্যা সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

১ অক্টোবর থেকে বদল আসছে অনলাইন টিকিট বুকিং নিয়মে, প্রথম ১৫ মিনিট বরাদ্দ শুধুই আধার-লিঙ্কড ব্যবহারকারীদের জন্য

১ অক্টোবর থেকে আইআরসিটিসি-র নতুন নিয়মে সাধারণ রিজার্ভেশন খোলার পর প্রথম ১৫ মিনিট আধার সংযুক্ত ব্যবহারকারীরাই টিকিট বুক করতে পারবেন। এজেন্টরা প্রথম ১০ মিনিট বুকিং করতে পারবেন না।

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।