Homeখেলাধুলোক্রিকেটনরেন্দ্র মোদী স্টেডিয়ামে শতরান করে বিশ্ব রেকর্ড গড়লেন শুবমন গিল

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শতরান করে বিশ্ব রেকর্ড গড়লেন শুবমন গিল

প্রকাশিত

ভারতীয় ব্যাটিং তারকা শুবমন গিল ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে দুর্দান্ত শতরান করে বিশ্ব রেকর্ড গড়লেন। বুধবার (১২ ফেব্রুয়ারি, ২০২৫) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গিল মাত্র ৯৫ বলে শতরান পূর্ণ করেন। এটি ওয়ানডে ফরম্যাটে তাঁর সপ্তম শতরান। আগের ম্যাচগুলিতেও ধারাবাহিক ভাবে ভালো পারফর্ম করেছেন তিনি—প্রথম ম্যাচে ৮৭ এবং কটকে ৬০ রান করেছিলেন। ভারতের সহ-অধিনায়ক হিসেবে চলতি সিরিজে সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি।

এ দিন রোহিত শর্মা মাত্র ১ রান করে আউট হলে গিলের উপর দায়িত্ব এসে পড়ে। শুরুতে তিনি বিরাট কোহলির সঙ্গে ইংল্যান্ডের পেসারদের চাপ সামলান। কোহলি আউট হওয়ার পরও ভারতের গতি বজায় রাখেন গিল, দ্রুত রান তুলতে থাকেন এবং আদিল রশিদের বলে বাউন্ডারি হাঁকিয়ে ৫১ বলে হাফসেঞ্চুরি করেন। এরপর তিনি ব্যাটিংয়ে আরও আগ্রাসী হয়ে ওঠেন এবং ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ২৫০০ রান করার রেকর্ড গড়ে ফেলেন।

বিশ্ব রেকর্ড করলেন গিল

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এটি গিলের প্রথম ওয়ানডে শতরান। এই মাঠে তিনি টেস্ট, টি-টোয়েন্টি এবং ওয়ানডে—তিন ফরম্যাটেই শতরান করেছেন, যা তাঁকে ইতিহাসের অংশ করে তুলেছে। এছাড়া, আইপিএলে এই স্টেডিয়ামে তিনি দুর্দান্ত পারফর্ম করেছেন, ১৮ ম্যাচে ৩টি শতরান সহ ৯৫৩ রান করেছেন।

তিনি হলেন পঞ্চম ক্রিকেটার এবং প্রথম ভারতীয়, যিনি একক কোনো ভেন্যুতে তিন ফরম্যাটেই শতরান করলেন। এর আগে ফাফ ডু প্লেসি, ডেভিড ওয়ার্নার, বাবর আজম ও কুইন্টন ডি কক এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

একই ভেন্যুতে তিন ফরম্যাটে শতরান করা খেলোয়াড়রা:

  • ফাফ ডু প্লেসি (ওয়ান্ডারার্স, জোহানেসবার্গ)
  • ডেভিড ওয়ার্নার (অ্যাডিলেড ওভাল)
  • বাবর আজম (ন্যাশনাল স্টেডিয়াম, করাচি)
  • কুইন্টন ডি কক (সুপারস্পোর্ট পার্ক, সেঞ্চুরিয়ন)
  • শুবমন গিল (নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমদাবাদ)

শুধু তাই নয়, গিল তাঁর ৫০তম ওয়ানডে ম্যাচেই শতরান করার প্রথম ভারতীয় খেলোয়াড়ও হয়ে গেলেন।

গিলের শতরানে ভারতের বিশাল স্কোর

গিলের দুর্দান্ত শতরান, বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ারের অর্ধশতরানের সুবাদে ভারত প্রথম ইনিংসে ৩৫৬ রানের বিশাল স্কোর গড়ে। ভারত ইতিমধ্যেই সিরিজে ২-০ এগিয়ে রয়েছে এবং ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের লক্ষ্যে এগোচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর আগে এই জয় ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে, বিশেষ করে যসপ্রীত বুমরাহর অনুপস্থিতির মাঝে ব্যাটারদের এই পারফরম্যান্স আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ইরানে সহিংস বিক্ষোভ: মৃতের সংখ্যা ৩০০০ ছাড়াল, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা

খবর অনলাইন ডেস্ক: ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, যা গত...

মালদহে জাতীয় স্বাস্থ্য মিশনে নিয়োগ: মেডিক্যাল অফিসার-সহ ২৪ শূন্যপদে আবেদন

মালদহ জেলা স্বাস্থ্য বিভাগে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় মেডিক্যাল অফিসার-সহ মোট ২৪টি শূন্যপদে নিয়োগ। অনলাইনে আবেদন ১৯ জানুয়ারি পর্যন্ত, যোগ্যতা ও বেতন সংক্রান্ত বিস্তারিত দেখুন।

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

আরও পড়ুন

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

হরমনপ্রীতির নেতৃত্বে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ, তিরুঅনন্তপুরমে শেষ টি-২০ ম্যাচে ভারতের ১৫ রানে জয়

ভারত: ১৭৫-৭ (হরমনপ্রীত কৌর ৬৮, অরুন্ধতী রেড্ডী ২৮ নট আউট, কবিশা দিলারি ২-১১, চামারি...

চতুর্থ টি২০-তে রানের বন্যা, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ৪-০ ফলে এগিয়ে গেল ভারত

ভারত: ২২১-২ (স্মৃতি মন্ধানা ৮০, শেফালি বর্মা ৭৯, রিচা ঘোষ ৪০ নট আউট, মালশা...