Homeখেলাধুলোক্রিকেটভারত-ইংল্যান্ড একদিনের ম্যাচ: শুবমনের শতরান আর শ্রেয়স-বিরাটের অর্ধশত, রোহিতরা চুনকাম করলেন বাটলারদের...

ভারত-ইংল্যান্ড একদিনের ম্যাচ: শুবমনের শতরান আর শ্রেয়স-বিরাটের অর্ধশত, রোহিতরা চুনকাম করলেন বাটলারদের  

প্রকাশিত

ভারত: ৩৫৬ (শুবমন গিল ১১২, শ্রেয়স আইয়ার ৭৮, বিরাট কোহলি ৫২, আদিল রশিদ ৪-৬৪, মার্ক উড ২-৪৫)

ইংল্যান্ড: ২১৪ (৩৪.২ ওভারে) (গাস অ্যাটকিনসন ৩৮, টম ব্যান্টন ৩৮, অক্ষর পটেল ২-২২, হর্ষিত রানা ২-৩১, অর্শদীপ সিংহ ২-৩১)

অহমদাবাদ: ভারতীয় ব্যাটিং তারকা শুবমন গিল ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে দুর্দান্ত শতরান করে বিশ্ব রেকর্ড গড়লেন। একই মাঠে তিনি টেস্ট, টি-টোয়েন্টি এবং ওয়ানডে, তিন ফরম্যাটেই শতরান করলেন। রানের খরা কাটালেন বিরাট কোহলি। ২২ রানে শতরানে বঞ্চিত হলেন শ্রেয়স আইয়ার। আর ইংল্যান্ডের ইনিংসের ১০টা উইকেট ভারতের ছয় বোলার ভাগ করে নিলেন। এরই ফলশ্রুতিতে একদিনের ম্যাচের সিরিজে ইংল্যান্ডকে চুনকাম করল ভারত।

বুধবার অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে নির্ধারিত ৫০ ওভারে ভারত করে ৩৫৬। জয়ের জন্য প্রয়োজনীয় ৩৫৭ রান তাড়া করতে গিয়ে ১৫.৪ ওভার বল বাকি থাকতেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের লড়াই। ভারত জিতে যায় ১৪২ রানে। ৩-০ ফলে সিরিজ দখল করে ভারত। স্বাভাবিক ভাবেই ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ শুবমন গিল। আর এই সিরিজের তিনটি ম্যাচে ২৫৯ রান করে গিলই পেলেন ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ সম্মান।

গত ম্যাচে সেঞ্চুরি করলেও এ দিন ১ রান করেই বিদায় নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৬ রানে প্রথম উইকেটের পতন হলেও ভারত আর পিছনে তাকায়নি। মূলত শুবমন গিল (১০২ বলে ১১২ রান), বিরাট কোহলি (৫৫ বলে ৫২ রান), শ্রেয়স আইয়ার (৬৪ বলে ৭৮ রান) এবং কে এল রাহুলের (২৯ বলে ৪০ রান) ব্যাটিংয়ের দৌলতে ভারত বড় স্কোরের দিকে এগিয়ে যায়। শেষ পর্যন্ত অর্শদীপ সিংহ আর কুলদীপ যাদব ছাড়া সব ব্যাটারই দু’ অঙ্কের রানে পৌঁছোয়। ফলে ৫০ ওভারে ৩৫৬ রান করতে ভারতকে খুব একটা বেগ পেতে হয়নি। ইংল্যান্ডের পক্ষে আদিল রশিদ সবচেয়ে বেশি উইকেট নেন – ৬৪ রান দিয়ে ৪ উইকেট।

শতরান করলেন শুবমন। ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।

জয়ের জন্য ৩৫৭ রান তাড়া করতে গিয়ে শুরুটা বেশ ভালো করেছিলেন ফিল সল্ট এবং বেন ডাকেট। মাত্র ৬.২ ওভারে তাঁরা পৌঁছে যান ৬০ রানে। ২২ বলে ৩৪ রান করে অর্শদীপ সিংহের বলে বেন ডাকেট বিদায় নেওয়ার পরই নিয়মিত ব্যাবধানে উইকেট পড়তে থাকে ইংল্যান্ডের। তৃতীয় উইকেটের জুটিতে টম ব্যান্টন এবং জো রুট পরিস্থিতি সামাল দেওয়ার কিছুটা চেষ্টা করেন। তাঁরা যোগ করেন ৪৬ রান। কিন্তু তাতে কাজের কাজ কিছু হয়নি। শেষ পর্যন্ত মাত্র ৩৪.২ ওভারে ২১৪ রান করে পরাজয় স্বীকার করে ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ রান করেন গাস অ্যাটকিনসন (১৯ বলে ৩৮ রান) এবং টম ব্যান্টন (৪১ বলে ৩৮ রান)।

ইংল্যান্ডের উইকেটগুলি ভাগ করে নেন অক্ষর পটেল (২২ রানে ২ উইকেট), হর্ষিত রানা (৩১ রানে ২ উইকেট), অর্শদীপ সিংহ (৩৩ রানে ২ উইকেট), হার্দিক পাণ্ড্য (৩৮ রানে ২ উইকেট), কুলদীপ যাদব (৩৮ রানে ১ উইকেট) এবং ওয়াশিংটন সুন্দর (৪৩ রানে ১ উইকেট)।                     

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।

আরও পড়ুন

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...