ওয়াশিংটন: দুই দিনের আমেরিকা সফরে গিয়ে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিপাক্ষিক এই আলোচনায় উঠে এল বাংলাদেশ প্রসঙ্গ। মোদী বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, আর ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন—এই বিষয়ে আমেরিকার কোনও গোপন ভূমিকা নেই, বরং ভারতই সিদ্ধান্ত নিক।
বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর…
গত ৫ আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। পদত্যাগ করে তিনি ভারতে আশ্রয় নেন। এরপর নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। নতুন সরকার হাসিনার প্রত্যর্পণের দাবি জানিয়ে ভারতকে চিঠি পাঠিয়েছে, তবে দিল্লি এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।
বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর দেশটিতে সংখ্যালঘু নির্যাতন, সম্পত্তি ধ্বংসের অভিযোগ বাড়ছে। ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির একটি অংশ ভেঙে ফেলা হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সুধা সদন-এ। এমন পরিস্থিতিতে মোদী তাঁর উদ্বেগের কথা ট্রাম্পকে জানান।
ট্রাম্পের প্রতিক্রিয়া
সূত্রের খবর, ট্রাম্প মোদীর উদ্বেগ শুনে জানান যে, বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে তিনি অবগত, তবে আমেরিকার এতে কোনও হস্তক্ষেপ নেই। তিনি বলেন—
“দীর্ঘদিন ধরে ভারতের প্রধানমন্ত্রী এই সমস্যার সমাধান খুঁজছেন। বহু বছর ধরে ভারত এই বিষয়ে সক্রিয়। আমি এই সংক্রান্ত খবর পড়ে এসেছি। তবে বাংলাদেশের ব্যাপারটা আমি মোদীর উপরেই ছেড়ে দিতে চাই।”
মোদী-ট্রাম্পের আলোচনা ও পাকিস্তান প্রসঙ্গ
বাংলাদেশ প্রসঙ্গে কথা বলার পর মোদী-ট্রাম্পের বৈঠকে উঠে আসে সন্ত্রাসবাদ দমনের বিষয়। যৌথ বিবৃতিতে পাকিস্তানকে সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার বার্তা দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়—
- পাকিস্তানকে নিজের মাটি সন্ত্রাসবাদীদের থেকে মুক্ত রাখতে হবে।
- সীমান্তে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করতে হবে।
এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে ইসলামাবাদ। পাকিস্তানের বিদেশ বিষয়ক মুখপাত্র শাফকাত আলি খান বলেন—
“এই বিবৃতি একতরফা ও বিভ্রান্তিকর। পাকিস্তান যে আত্মত্যাগ করেছে, তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না।”
২৬/১১ হামলার চক্রী তাহাউর রানার প্রত্যর্পণ
বৈঠকের পরই ট্রাম্প ঘোষণা করেন, ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণ করা হবে। কানাডীয়-পাক বংশোদ্ভূত এই অপরাধী বর্তমানে ক্যালিফোর্নিয়ার কারাগারে বন্দি। কয়েক সপ্তাহ আগেই আমেরিকার আদালত তাহাউর রানার প্রত্যর্পণের অনুমোদন দেয়।
বাংলাদেশ ইস্যুতে পরবর্তী পদক্ষেপ কী?
ভারত এখনও হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি। তবে মোদী-ট্রাম্প আলোচনার পর স্পষ্ট হয়েছে, বাংলাদেশ ইস্যুতে ভারতকেই দায়িত্ব নিতে হবে।