Homeখবরদেশ১ এপ্রিল থেকে কার্যকর হচ্ছে ইউনিফায়েড পেনশন স্কিম, কারা উপকৃত হবেন এবং...

১ এপ্রিল থেকে কার্যকর হচ্ছে ইউনিফায়েড পেনশন স্কিম, কারা উপকৃত হবেন এবং কত টাকা পাবেন?

প্রকাশিত

কেন্দ্রীয় সরকার নতুন ইউনিফায়েড পেনশন স্কিম (ইউপিএস) চালু করতে চলেছে, যা ন্যাশনাল পেনশন সিস্টেম (এনপিএস)-এর একটি বিকল্প। ২৪ জানুয়ারি, ২০২৫-এ ইউপিএস-এর আনুষ্ঠানিক ঘোষণা করা হয় এবং এটি কার্যকর হবে ১ এপ্রিল, ২০২৫ থেকে। এই স্কিমটি শুধুমাত্র সেই সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য, যারা ইতিমধ্যে এনপিএস-এ অন্তর্ভুক্ত। এই কর্মচারীরা চাইলে এনপিএস এবং ইউপিএস-এর মধ্যে পছন্দ করতে পারবেন, যা তাঁদের অবসরকালীন আর্থিক সুরক্ষা পরিকল্পনার ক্ষেত্রে আরও বেশি সুবিধা দেবে।

ইউপিএস কেন চালু করা হল?

অবসরপ্রাপ্ত কর্মচারীদের শেষ বেতন থেকে ৫০ শতাংশ পেনশন দেওয়ার দাবিতে ওল্ড পেনশন স্কিম (ওপিএস) পুনরায় চালুর দাবি দীর্ঘদিন ধরেই উঠছিল। সেই প্রেক্ষিতেই সরকার ইউপিএস চালু করেছে, যাতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নির্দিষ্ট পরিমাণ পেনশন নিশ্চিত করা যায়।

ইউনিফায়েড পেনশন স্কিম (ইউপিএস) কী?

  • *ইউপিএস-এর আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তাঁদের শেষ ১২ মাসের গড় মূল বেতনের ৫০ শতাংশ পেনশন হিসেবে পাবেন।
  • *ইউপিএস-এর জন্য ন্যূনতম ২৫ বছরের চাকরি পূরণ করা বাধ্যতামূলক।
  • *কোনও কর্মচারীর মৃত্যু হলে, তাঁর পরিবার কর্মচারীর পেনশনের ৬০ শতাংশ পাবে।
  • *কমপক্ষে ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকলে ন্যূনতম পেনশন ১০,০০০ টাকা প্রতি মাসে নিশ্চিত করা হয়েছে।

পেনশন বাড়বে মূল্যস্ফীতির সঙ্গে

ইউপিএস-এর পেনশন মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। অর্থাৎ, AICPI-W (All India Consumer Price Index for Industrial Workers) অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর পেনশন পরিমাণ সংশোধন করা হবে এবং মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance)-এর মাধ্যমে তা বাড়ানো হবে।

এছাড়াও, অবসরগ্রহণের সময় সরকারি কর্মচারীরা এককালীন অর্থও পাবেন। প্রায় ২৩ লাখ সরকারি কর্মচারী এই স্কিমের সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।

UPS-এর যোগ্যতা কারা পাবেন?

  • ইউপিএস শুধুমাত্র সেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য, যারা বর্তমানে এনপিএস-এর আওতায় রয়েছেন।
  • যাঁরা ইউপিএস বেছে নেবেন, তাঁরা কোনও অতিরিক্ত আর্থিক সুবিধা বা নীতিগত পরিবর্তনের দাবিদার হবেন না।

ইউপিএস-এ সরকারি অবদান বাড়ছে

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ২৪ আগস্ট, ২০২৪-এ ঘোষণা করেন যে, ইউপিএস-এর আওতায় সরকার কর্মচারীদের বেতনের ১৮.৫ শতাংশ অবদান রাখবে, যা বর্তমানে এনপিএস-এর অধীনে ১৪ শতাংশ।

এতে প্রথম বছরে সরকারের অতিরিক্ত ৬,২৫০ কোটি টাকা ব্যয় হবে। ইউপিএস চালুর মাধ্যমে সরকারি কর্মচারীদের অবসরকালীন আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং পুরনো ওপিএস-এর মতো পেনশন ব্যবস্থার দাবি মেটাতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: প্রতিকা ও স্মৃতির শতরানের সুবাদে নিউজিল্যান্ডকে হারিয়ে শেষ চারে ভারত   

ভারত: ৩৪০-৩ (প্রতিকা রাওয়াল ১২২, স্মৃতি মন্ধানা ১০৯, জেমিমা রড্রিগুয়েজ ৭৬ অপরাজিত, সুজি বেটস...

‘ভারতের সঙ্গে সম্পর্ক পারস্পরিক সম্মানের ভিত্তিতে’— যুক্তরাষ্ট্র সফরে বললেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র সফরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, যদি তাঁরা দেশ পরিচালনার সুযোগ পান, তবে ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে। ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার ও জাতিগত ঐক্যের বিষয়েও স্পষ্ট অবস্থান জানান তিনি।

কোকরাঝারে ভয়াবহ বিস্ফোরণ, অল্পের জন্য বড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেল মালগাড়ি

অরূপ চক্রবর্তী গুয়াহাটি: এক ভয়ংকর দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল কোকরাঝার। বুধবার গভীর রাতে...

কোচবিহারের এসপি দ্যুতিমান ভট্টাচার্যকে সরাল নবান্ন! দীপাবলির রাতে ‘লাঠিপেটা’-র অভিযোগ ঘিরে বিতর্কই কি কারণ?

দীপাবলির রাতে শব্দবাজি বন্ধ করতে গিয়ে মহিলা ও শিশুকে মারধরের অভিযোগ ওঠে কোচবিহারের এসপি দ্যুতিমান ভট্টাচার্যের বিরুদ্ধে। বিতর্কের জেরে তাঁকে সরিয়ে দেওয়া হল। নতুন এসপি হলেন সন্দীপ কাররা। নবান্ন জানিয়েছে এটি রুটিন বদলি, তবে ঘটনার সঙ্গে যোগ অস্বীকার করা যায় না বলেই মত অনেকের।

আরও পড়ুন

কোকরাঝারে ভয়াবহ বিস্ফোরণ, অল্পের জন্য বড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেল মালগাড়ি

অরূপ চক্রবর্তী গুয়াহাটি: এক ভয়ংকর দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল কোকরাঝার। বুধবার গভীর রাতে...

মেহুল চোকসির ভারতে প্রত্যর্পণে সায় দিল বেলজিয়ামের আদালতের

নয়াদিল্লি: বেলজিয়ামের আদালতে বড়োসড়ো ধাক্কা খেলেন পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসি। আদালত জানিয়েছে, চোকসিকে...

কেরলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার অবতরণে বিপত্তি, ধসে পড়ল হেলিপ্যাডের অংশ

নয়াদিল্লি: কেরলের পতনমথিট্টায় প্রমাদম স্টেডিয়ামে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার অবতরণের সময় এক অপ্রত্যাশিত ঘটনা...