খবর অনলাইন ডেস্ক; সোমবার সকাল থেকেই দেশের বিভিন্ন জায়গা ভূমিকম্পে কেঁপে ওঠার খবর আসছে। সকাল সাড়ে ৮টা নাগাদ বিহারের বিভিন্ন জায়গা ভূমিকম্পে কেঁপে ওঠে। তার ঘণ্টা তিনেক আগে রাজধানী দিল্লিতে কম্পন অনুভূত হয়। তবে কোনো জায়গা থেকেই প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজির তথ্য অনুযায়ী, বিহারে সকাল ৮টা ২৭ মিনিটে অনুভূত ভূমিকম্পের কেন্দ্র ছিল সিওয়ান জেলা এবং ভূতলের মাত্র ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের সৃষ্টি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।
বিহারের ভূনিকম্পের মোটামুটি তিন ঘণ্টা আগে কেঁপে ওঠে দিল্লি। দিল্লিতে ভূকম্পন অনুভূত হয় ভোর ৫টা ৩৬ মিনিটে। দিল্লিতে ভূনিকম্পের গভীরতা ছিল আরও কম, মাত্র ৫ কিলোমিটার। ভূনিকম্পের গভীরতা কম হলে ক্ষয়ক্ষতির আশঙ্কা অনেক বেশি থাকে। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর নেই।