Homeখেলাধুলোফুটবলআইএসএল ২০২৪-২৫: ডার্বি ম্যাচে মহমেডানকে হারিয়ে সান্ত্বনা পুরস্কার ইস্টবেঙ্গলের

আইএসএল ২০২৪-২৫: ডার্বি ম্যাচে মহমেডানকে হারিয়ে সান্ত্বনা পুরস্কার ইস্টবেঙ্গলের

প্রকাশিত

ইস্টবেঙ্গল এফসি: ৩ (নাওরেম মহেশ সিং, সউল ক্রেসপো, ডেভিড লাললানসাঙ্গা) মহমেডান এসসি: ১ (কার্লোস ফ্রাঙ্কা)

কলকাতা: এ বারের আইএসএল প্রায় শেষের মুখে। কোন দল শিল্ড জয় করবে, কোন কোন দল প্লে অফ-এ খেলবে, তা মোটামুটি আন্দাজ করা যাচ্ছে। এ সবের কোনো জায়গাতেই যে তাঁদের প্রিয় দল নেই, তা জানেন ইস্টবেঙ্গল ও মহমেডানের সমর্থকরা। তাঁদের প্রিয় দল লিগ টেবিলের একেবারে শেষের দিকে রয়েছে। মহমেডান রয়েছে একেবারে নীচে, ত্রয়োদশ স্থানে আর ইস্টবেঙ্গল রয়েছে একাদশ স্থানে।

তবু ডার্বি ম্যাচ বলে কথা, ফুটবলপ্রেমীদের কাছে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ না হলেও, দু’ দলের সমর্থকদের কাছে তো সম্মান রক্ষার লড়াই। সেই লড়াইয়ে মাত করল ইস্টবেঙ্গল এফসি। রবিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ম্যাচে সাদা-কালো বাহিনীকে ৩-১ গোলে হারাল লাল-হলুদ বাহিনী। এই ম্যাচের পরে ২০ ম্যাচ থেকে ২১ পয়েন্ট সংগ্রহ করল ইস্টবেঙ্গল আর মহমেডানের থাকল ২০ ম্যাচ থেকে ১১ পয়েন্ট। লিগ টেবিলে দুই দলেরই স্থান অপরিবর্তিত থাকল।

প্রথমার্ধে ইস্টবেঙ্গল এগিয়ে ১-০

খেলার ফলে কিন্তু বোঝা যাবে না, দুই দলের লড়াই কতটা হাড্ডাহাড্ডি হয়েছিল। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচের ২৭ মিনিটের মাথায় নাওরেম মহেশ সিংয়ের অনবদ্য গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। মহেশকে লক্ষ্য করে মাপা পাস বাড়ান বিষ্ণু। মহেশ কঠিন কোণ থেকে মহমেডানের গোল লক্ষ্য করে বাঁ পায়ে যে জোরালো শট নেন, তা আটকানো সম্ভব হয়নি গোলকিপারের পক্ষে। প্রথমার্ধে ইস্টবেঙ্গল এগিয়ে যায় ১-০ ফলে।

জয়ের পরে উচ্ছ্বাস। ছবি: সঞ্জয় হাজরা।

দ্বিতীয়ার্ধে ফল দাঁড়াল ৩-১

দ্বিতীয়ার্ধে দুই দল সমানে সমানে লড়াই চালিয়ে যেতে থাকে। আর এর ফল পায় দুই দলই। ম্যাচের ৬৫ মিনিটে ইস্টবেঙ্গলের এগিয়ে থাকার ব্যবধান বাড়ান স্প্যানিশ মিডফিল্ডার সউল ক্রেসপো। বক্সের মাঝখানে থাকা ক্রেসপোকে লক্ষ্য ক্রস পাঠান মেসি বৌলি। সেই ক্রস পেয়ে ডান পায়ের নিচু শটে মহমেডানের গোলের বাঁ দিকের কোণ দিয়ে জালে জড়িয়ে দেন ক্রেসপো।

তিন মিনিট পরেই ব্যবধান কমান মহমেডানের ব্রাজিলীয় স্ট্রাইকার কার্লোস ফ্রাঙ্কা। সাময়িক ভাবে ছন্দ হারিয়েছিল ইস্টবেঙ্গল। সেই সুযোগে বাংলার স্ট্রাইকার রব হাঁসদা নিখুঁত পাস বাড়ান ফ্রাঙ্কোর উদ্দেশে। ফ্রাঙ্কো নিচু শটে ইস্টবেঙ্গলের গোলকিপারকে পরাস্ত করেন। ইস্টবেঙ্গলের চূড়ান্ত গোলটি আসে ম্যাচের ৮৯ মিনিটে। ডেভিড লাললানসাঙ্গার গোলে ৩-১ ব্যবধানে জয় পেয়ে যায় ইস্টবেঙ্গল।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে...

WhatsApp-এ স্টোরেজ ম্যানেজমেন্ট এবার আরও সহজ! চ্যাট স্ক্রিন থেকেই বড় ফাইল ডিলিটের নতুন ফিচার

WhatsApp ব্যবহারকারীদের জন্য এল নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচার। এখন চ্যাট ইনফো স্ক্রিন থেকেই বড় ভিডিও ও ফাইল সহজে ডিলিট করুন। জানুন কীভাবে কাজ করবে এই নতুন আপডেট।

SIR ঘোষণা হতেই ফের এনআরসি আতঙ্ক! আগরপাড়ায় আত্মঘাতী প্রৌঢ়, মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর। ঘটনাস্থলে পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভ— “বাংলা এনআরসি মানবে না।”

আরও পড়ুন

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জয়ী, পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেমি ম্যাকলারেন) চেন্নাইয়িন এফসি: ০ ইস্টবেঙ্গল এফসি: ২ (নাওরেম মহেশ সিং,...

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।

আইএফএ শিল্ডের ফাইনালে ডার্বি ম্যাচের আগে অনুষ্ঠিত হল শিল্ড কার্নিভাল

ডার্বির আগে ঐতিহ্যমণ্ডিত আইএফএ শিল্ডের কার্নিভাল মাতাল কলকাতা। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল টক শো ও কুইজ প্রতিযোগিতা, বিজয়ীদের হাতে ফাইনালের টিকিট।