Homeশিল্প-বাণিজ্যনতুন আয়কর বিলে বড়সড় পরিবর্তন! কর দাখিলে দেরি হলে সরাসরি গ্রেফতার নয়,...

নতুন আয়কর বিলে বড়সড় পরিবর্তন! কর দাখিলে দেরি হলে সরাসরি গ্রেফতার নয়, জানুন বিস্তারিত

প্রকাশিত

নতুন আয়কর বিল ২০২৫ অনুযায়ী, আয়কর দফতরের অনুসন্ধান অভিযানের পর কেউ যদি নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন (আইটিআর) দাখিল না করেন, তাহলে উচ্চপদস্থ কর আধিকারিকদের অনুমতি ছাড়া তাঁকে ধারা ৪৮০-র আওতায় অভিযুক্ত করা যাবে না। এর আগে, ১৯৬১ সালের আয়কর আইনে এই ধরনের অনুমতির প্রয়োজন ছিল না।

নতুন বিলে আরও উল্লেখ করা হয়েছে যে, ধারা ৪৮০ (যা আগের আয়কর আইনের ২৭৬সিসিসি ধারার সমতুল্য) অপরাধ হিসেবে আমল-অযোগ্য (non-cognizable) বলে গণ্য হবে। ১৯৬১ সালের আয়কর আইনে এটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। সাধারণত, কোনো অপরাধ আমল-যোগ্য (cognizable) হলে কর্তৃপক্ষ আদালতের অনুমতি ছাড়াই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে পারে। কিন্তু নন-কগনিজেবল হলে আদালতের অনুমতি ছাড়া গ্রেফতার করা যাবে না।

এই পরিবর্তনের ফলে করদাতাদের কী সুবিধা হবে?

নতুন আইনের ফলে কর আধিকারিকদের ইচ্ছেমতো গ্রেফতার করার ক্ষমতা আর থাকছে না। আগে, আয়কর অনুসন্ধান অভিযানের পর আয়কর রিটার্ন দাখিল না করলেই করদাতাদের বিরুদ্ধে মামলা করা হতো এবং গ্রেফতার করা যেত। এখন আদালতের অনুমতি ছাড়া এমন পদক্ষেপ নেওয়া যাবে না, যা করদাতাদের জন্য স্বস্তির বিষয়।

ধারা ২৭৬সিসিসি বা নতুন কর বিলের ধারা ৪৮০ কবে প্রযোজ্য হবে?

নতুন কর বিল ২০২৫-এ ধারা ৪৮০ সম্পর্কে জানতে হলে আয়কর বিভাগের অনুসন্ধান ও বাজেয়াপ্ত (search and seizure) প্রক্রিয়া সম্পর্কে বোঝা জরুরি।

যদি আয়কর দফতর মনে করে যে, কোনো ব্যক্তির আয়ের একটি অংশ হিসাবের বাইরে রয়ে গেছে, তাহলে তারা সংশ্লিষ্ট ব্যক্তির বাড়ি বা অফিসে অনুসন্ধান চালাতে পারে। এই অনুসন্ধানের পরে ১৫৮বিসি ধারায় করদাতাকে একটি নোটিস পাঠানো হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আইটিআর দাখিল করতে বলা হয়।

যদি করদাতা এই নোটিস পাওয়ার ৬০ দিনের মধ্যে আয়কর রিটার্ন দাখিল না করেন, তাহলে তাঁর বিরুদ্ধে ধারা ২৭৬সিসিসি (নতুন কর বিলে ধারা ৪৮০) অনুযায়ী মামলা করা হতে পারে।

কর বিশেষজ্ঞদের মতে, “করদাতাকে বাধ্যতামূলকভাবে এই আয়কর রিটার্ন দাখিল করতে হবে, সে অঘোষিত আয়ের বিষয়টি মেনে নিক বা না নিক। যদি ইচ্ছাকৃতভাবে তিনি এই রিটার্ন দাখিল না করেন, তাহলে ধারা ৪৮০ কার্যকর হবে।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...

আরও পড়ুন

দীপাবলিতে বিনিয়োগকারীদের উপহার! চারটি নতুন ডিজিটাল অ্যাপ ও আধুনিক ফিচার নিয়ে এল NSE

এনএসই দীপাবলিতে চালু করল চারটি নতুন মোবাইল অ্যাপ ও এনএসই এমএফ ইনভেস্ট প্ল্যাটফর্মে বড়সড় আপডেট। বিনিয়োগকারীদের জন্য আরও সহজ হল পোর্টফোলিও ট্র্যাকিং, অর্ডার প্লেসমেন্ট ও কমপ্লায়েন্স প্রক্রিয়া।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।