Homeখেলাধুলোক্রিকেটচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: লড়াইটা কঠিন হয়ে গেল পাকিস্তানের, প্রথম ম্যাচে মাত করল...

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: লড়াইটা কঠিন হয়ে গেল পাকিস্তানের, প্রথম ম্যাচে মাত করল কিউয়িরা

প্রকাশিত

নিউজিল্যান্ড: ৩২০-৫ (টম ল্যাথাম ১১৮ নট আউট, উইল ইয়ং ১০৭, নাসীম শাহ ২-৬৩, হ্যারিস রাউফ ২-৮৩)

পাকিস্তান: ২৬০ (৪৭.২ ওভার) (খুশদিল শাহ ৬৯, বাবর আজম ৬৪, উইল ও’রুর্ক ৩-৪৭, মিচেল স্যান্টনার ৩-৬৬)

করাচি: একটা আন্তর্জাতিক টুর্নামেন্টকে নিজেদের দেশে ফিরিয়ে আনতে প্রায় তিন দশক অপেক্ষা করতে হয়েছে পাকিস্তানকে। শেষ পর্যন্ত স্বপ্ন বাস্তব হল। নিজেদের দেশে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করে কিছু একটা করে দেখানোর আশায় রয়েছে পাকিস্তান। কিন্তু লড়াইটা কঠিন হয়ে গেল তাদের কাছে। যেখানে টুর্নামেন্টের সেমিফাইনালে যাওয়া গ্রুপের তিনটে ম্যাচের ফলের উপর নির্ভরশীল, সেখানে প্রথম ম্যাচে হেরে যাওয়াটা এগিয়ে যাওয়ার পথে একটা বড় ধাক্কা।

দুর্ভাগ্য পাকিস্তানের। খেলা মাত্র দু’ বল গড়িয়েছিল। নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়ং-এর কভার ড্রাইভ আটকাতে গিয়ে ভালো রকম আহত হলেন ফকর জমান। ফলে নিউজিল্যান্ডের ইনিংসের বেশিটাই ফিল্ডিং করতে পারলেন না। আর নিজের সহজাত মারকুটে ব্যাটিং-ও দেখাতে পারলেন না। শেষ পর্যন্ত পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে কিউয়িদের কাছে ৬০ রানে হারতে হল। প্রথমে ব্যাট করে টম ল্যাথাম (১০৪ বলে ১১৮ নট আউট) এবং উইল ইয়ং-এর (১১৭ বলে ১০৪ রান) সেঞ্চুরিতে ভর করে নিউজিল্যান্ড পৌঁছে গেল ৫ উইকেটে ৩২০ রানে। সেই রান তাড়া করতে গিয়ে পাকিস্তান ২.৪ ওভার বাকি থাকতেই ২৬০ রানে গুটিয়ে গেল। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন টম ল্যাথাম।

শেষ দিকে ঝড় তুললেন ফিলিপ্‌স-ল্যাথাম     

বুধবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। ১৬ ওভারের মধ্যে ৩টি উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়ে কিউয়িরা। একে একে ফিরে যান অন্যতম ওপেনার ডেভন কনওয়ে (১৭ বলে ১০ রান), কেন উইলিয়ামসন (২ বলে ১ রান) এবং ড্যারিল মিচেল (২৪ বলে ১০ রান)। এক প্রান্তে দ্রুত উইকেট পড়তে দেখেও ঠান্ডা মাথায় নিজের খেলা চালিয়ে যেতে থাকেন আর এক ওপেনার উইল ইয়ং। দলের ৭৩ রানে তৃতীয় উইকেট পড়ার পর ইয়ং সঙ্গী হিসাবে পান টম ল্যাথামকে। এখান থেকেই ঘুরে যায় খেলার মোড়।

জয়ের পরে নিউজিল্যান্ডের উচ্ছ্বাস। ছবি BLACKCAPS ‘X’ থেকে নেওয়া।

ইয়ং-ল্যাথাম জুটি চতুর্থ উইকেটে যোগ করে ২১ ওভারে ১১৮ রান। নাসীম শাহের বলে পরিবর্ত খেলোয়াড় ফাহীম আশরফের হাতে ক্যাচ দিয়ে ইয়ং যখন প্যাভিলিয়নের পথ ধরেন তখন কিউয়িদের স্কোরবোর্ডে ১৯১ রান। ইতিমধ্যে সেঞ্চুরি করে ফেলেছেন ইয়ং। ল্যাথামের সঙ্গী হলেন গ্লেন ফিলিপ্‌স। কিউয়িদের হাতে তখন ১২.৪ ওভার। ঝড়ের গতিতে রান তুলতে লাগলেন ল্যাথাম ও ফিলিপ্‌স। ১২.২ ওভারে তাঁরা তুললেন ১২৫ রান। ৩৯ বলে ৬১ রান করে হ্যারিস রাউফের বলে সেই ফকর জমানকে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ফিলিপ্‌স। শেষ পর্যন্ত কিউয়িরা পৌঁছল ৩২০ রানে।

আত্মসমর্পণ পাকিস্তানের

লক্ষ্যমাত্রায় পৌঁছোনোর তাগাদা কতটা ছিল পাকিস্তানের বলা কঠিন। প্রথম ১০ ওভারে তারা তোলে মাত্র ২২ রান। এবং ততক্ষণে দুটি উইকেটও পড়ে গিয়েছে। নামলেন ফকর জমান। বাবর আজমকে নিয়ে উইকেট পতন কিছুটা ঠেকানোর চেষ্টা করলেন। কিন্তু স্বাভাবিক ভাবেই প্রত্যাশামতো খেলাটি খেলতে পারলেন না। শেষ পর্যন্ত দলের ৬৯ রানের মাথায় তিনি ফিরে গেলেন মাইকেল ব্রেসওয়েলের বলে বোল্ড হয়ে। রানের গতি ততক্ষণে কিছুটা বেড়েছিল। কিন্তু লড়াই চালানোর পক্ষে তা যথেষ্ট নয়।

নিয়মিত ব্যাবধানেই উইকেট পড়তে থাকে পাকিস্তানের। বাবর আজম (৯০ বলে ৬৪ রান), খুশদিল শাহ (৪৯ বলে ৬৯ রান) এবং সলমন আগা (২৮ বলে ৪২ রান)  কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তা জয়ের পক্ষে যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ১৪ বল বাকি থাকতেই পাকিস্তান অল আউট হয়ে যায় ২৬০ রানে। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ‘এ’-র ম্যাচে নিউজিল্যান্ড ৬০ রানে হারাল পাকিস্তানকে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন

শাহবাজের দুর্দান্ত প্রত্যাবর্তন, রঞ্জি ট্রফির ম্যাচে গুজরাতকে চাপে ফেলল বাংলা

কলকাতা: পাঁচ মাসের বিরতির পর চোটমুক্ত হয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন বাংলার শাহবাজ আহমেদ। ডান...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: দক্ষিণ আফ্রিকাকে হারাল অস্ট্রেলিয়া, সেমিফাইনালে কার মুখোমুখি হবে?

খবর অনলাইন ডেস্ক: গ্রুপ লিগের খেলা শেষ না হলেও, মহিলাদের একদিনের বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে...

রোহিতের সেঞ্চুরি, রানে ফিরলেন কোহলিও, নিয়মরক্ষার ম্যাচে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে মানরক্ষা ভারতের

রোহিত শর্মার দুর্দান্ত সেঞ্চুরি ও বিরাট কোহলির রানে ফেরা—নিয়মরক্ষার ম্যাচে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে মানরক্ষা করল ভারত। ব্যাটে-বলে দাপট দেখাল টিম ইন্ডিয়া।