Homeখবরকলকাতাট্যাংরায় তিনজনকেই 'খুন'! ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিলল ইঙ্গিত

ট্যাংরায় তিনজনকেই ‘খুন’! ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিলল ইঙ্গিত

প্রকাশিত

ট্যাংরায় দে পরিবারের দুই গৃহবধূ ও এক কিশোরীর মৃত্যুর ঘটনায় নতুন মোড়। বৃহস্পতিবার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুসারে দুই বধূ ও এক কিশোরীকে খুন করা হয়েছে বলে ইঙ্গিত।

জানা গিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। রিপোর্ট অনুযায়ী, দুই মহিলার মৃত্যু হয়েছে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে, আর কিশোরীর মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, রোমি দে-র দুই হাতের কব্জির শিরা কাটা ছিল। গলায় একটি গভীর ক্ষত ছিল, যা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্যু হয় তাঁর। সুদেষ্ণা দে-র ক্ষেত্রেও একই ধরনের চিহ্ন পাওয়া গিয়েছে। দুই হাতের শিরা কাটা এবং গলায় গভীর ক্ষত। এই আঘাত থেকে প্রচুর রক্তক্ষরণ হয়, যা তাঁর মৃত্যুর কারণ।

কিশোরী প্রিয়ম্বদা দে-র মৃত্যু হয়েছে খাদ্যে বিষক্রিয়ার কারণে। তার পেটে যে খাবার ছিল, তা পুরোপুরি হজম হয়নি এবং তাতে ওষুধের গন্ধ পাওয়া গেছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল, বুক, দুই পা, ঠোঁট এবং মাথার তালুতেও চোটের দাগ ছিল।

মৃতদের মৃত্যুর সময় ময়নাতদন্তের অন্তত ৩৬ থেকে ৪৮ ঘণ্টা আগে বলে রিপোর্টে উল্লেখ রয়েছে।

বুধবার সকালে ট্যাংরার অতল শূর রোডের বাড়ি থেকে রোমি, সুদেষ্ণা এবং প্রিয়ম্বদার দেহ উদ্ধার করা হয়। এর কিছুক্ষণ আগেই বাইপাসের ধারে দুর্ঘটনার কবলে পড়ে দে পরিবারের একটি গাড়ি, যাতে ছিলেন রোমি ও সুদেষ্ণার স্বামীরা প্রসূন ও প্রণয় দে, এবং তাঁদের নাবালক পুত্র প্রতীপ দে। তারা তিনজনই হাসপাতালে চিকিৎসাধীন।

শুরুতে আহতরা দাবি করেছিলেন, আর্থিক সংকটের কারণে সকলে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন এবং পরে ইচ্ছাকৃতভাবে গাড়ি পিলারের সঙ্গে ধাক্কা মারেন। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পুলিশের সন্দেহ আরও দৃঢ় হয়েছে যে এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত খুন।

বুধবার রাতেই পুলিশের তরফে খুনের মামলা রুজু করা হয়েছে। কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা জানিয়েছেন, তদন্তকারীদের হাতে আরও গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ এসেছে, যা এখনই প্রকাশ করা সম্ভব নয়। তবে পুলিশ ইতিমধ্যেই পরিবারের আহত সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

এই ঘটনার পেছনে আর্থিক সংকট, পারিবারিক দ্বন্দ্ব, না কি অন্য কোনও গভীর ষড়যন্ত্র রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

আরও পড়ুন

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মহানগরীতে অন্য ধরনের ভাইফোঁটা: প্রখ্যাত আলোকচিত্রী ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।