মরাঠা শাসক ছত্রপতি সম্ভাজি মহারাজ সম্পর্কে বিতর্কিত তথ্য না সরানোর অভিযোগে ৪-৫ জন উইকিপিডিয়া এডিটরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মহারাষ্ট্র পুলিশের সাইবার সেল। সূত্রের খবর, অভিযুক্ত ব্যক্তিরা উইকিপিডিয়ায় সম্ভাজি মহারাজ সম্পর্কে ভুল তথ্য সম্পাদনা ও প্রচার করেছেন, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।
জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক উইকিমিডিয়া ফাউন্ডেশনকে বিতর্কিত তথ্য সরানোর অনুরোধ জানিয়ে ১৫টি ইমেল পাঠিয়েছিল সাইবার সেল। কিন্তু উইকিপিডিয়া কোনও প্রতিক্রিয়া জানায়নি। পুলিশের নোটিশে উল্লেখ করা হয়, এই আপত্তিকর বিষয়বস্তু সম্ভাজি মহারাজের হাজারও অনুগামীর মধ্যে অসন্তোষ তৈরি করতে পারে।
অবশেষে, কোনও সাড়া না পেয়ে উইকিপিডিয়া এডিটরদের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নেয় সাইবার সেল।
পুলিশ জানিয়েছে, উইকিপিডিয়ার এই পদক্ষেপ তথ্যপ্রযুক্তি (আইটি) আইনের ৬৯ ও ৭৯ ধারা লঙ্ঘন করেছে। এই আইনের অধীনে অনলাইন তথ্য পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে সরকার।
বলিউড ছবি ‘ছাওয়া’-র পর বিতর্ক শুরু
এই বিতর্কিত তথ্যের বিরুদ্ধে অভিযোগ বলিউড চলচ্চিত্র “ছাওয়া” মুক্তির পরেই তীব্র আকার নেয়। ছবিটি ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে, যেখানে ভিকি কৌশল সম্ভাজি মহারাজের চরিত্রে এবং রশ্মিকা মন্দানা মহারানি যেশুবাইয়ের চরিত্রে অভিনয় করেছেন।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস সাইবার সেলকে উইকিপিডিয়ার সঙ্গে দ্রুত যোগাযোগ করার নির্দেশ দেন। তিনি বলেন, “উন্মুক্ত প্ল্যাটফর্মে ইতিহাস বিকৃতির কোনও স্থান নেই এবং এই ধরনের কাজ বরদাস্ত করা হবে না।”
তিনি আরও বলেন, “অভিব্যক্তির স্বাধীনতা সীমাহীন নয়। অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার কারও নেই।”
উল্লেখ্য, উইকিপিডিয়া একটি উন্মুক্ত উৎসভিত্তিক অনলাইন এনসাইক্লোপিডিয়া, যা স্বেচ্ছাসেবীদের দ্বারা পরিচালিত হয় এবং এটি ভারতের নিয়ন্ত্রণের বাইরে কাজ করে।